SL vs IND: টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জয়ের পর দীর্ঘ সময় ছুটি কাটানোর সুযোগ পাচ্ছে না ভারতীয় দল। জিম্বাবুয়ে সফর চলবে ৬ থেকে ১৪ জুলাই অবধি। তারপরেই শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা বলের দুই ফর্ম্যাটেই সিরিজ খেলবে ‘মেন ইন ব্লু।’ প্রথমে রয়েছে ৩টি ওডিআই ম্যাচ। তারপর ২, ৪ ও ৭ অগস্ট রয়েছে ৩টি টি-২০। বার্বাডোজে কুড়ি-বিশের বিশ্বকাপ (T20 World Cup) জয়ের পর কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রাহুল দ্রাবিড় । এরপর জিম্বাবুয়ে সফরের আগে নতুন কোচ বেছে উঠতে পারে নি বিসিসিআই। দলের প্রশিক্ষক হিসেবে উড়ে গিয়েছেন NCA প্রধান ভিভিএস লক্ষ্মণ। কিন্তু মনে করা হচ্ছে শ্রীলঙ্কা সিরিজের আগেই নতুন কোচের নির্বাচন চূড়ান্ত হয়ে যাবে। ২০২৬-এর টি-২০ বিশ্বকাপের প্রস্তুতিটা শ্রীলঙ্কার মাটি থেকেই শুরু করতে চায় দল। জন্যই স্কোয়াড নির্বাচনেও থাকছে সেই ভাবনার প্রতিফলন।
Read More: বিশ্বকাপে হইচই ফেলে দিয়েছে হার্দিক পান্ডিয়া, তবুও কেন চুপচাপ স্ত্রী নাতাশা ??
নতুন অধিনায়ক ঋষভ, ফিরছেন শ্রেয়স আইয়ার-
টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জেতার পর ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। আগামীর কথা ভেবে নতুন অধিনায়ক বেছে নিতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ড’কে। জিম্বাবুয়ের বিরুদ্ধে দায়িত্ব সামলাবেন শুভমান গিল (Shubman Gill)। কিন্তু শ্রীলঙ্কা সফরে পাঞ্জাবের ওপেনার নয় বরং উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থের (Rishabh Pant) হাতে তুলে দেওয়া হচ্ছে অধিনায়কত্বের ব্যাটন। নেতৃত্ব তাঁর কাছে নতুন কিছু নয়। এর আগে দিল্লী ক্যাপিটালসের হয়ে বহু ম্যাচে দায়িত্ব সামলেছেন তিনি। এছাড়া ভারতীয় দলের অধিনায়কত্বও করছেন ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-২০ সিরিজে। শ্রীলঙ্কার বিপক্ষে নেতার আসনে পুনরায় বসতে চলেছেন তিনি।
ঋষভ শ্রীলঙ্কা বনাম ভারত সিরিজে অধিনায়কত্ব করলেও পূর্ণ সময়ের দায়িত্ব পাবেন কিনা তা নিয়ে দ্বিধায় রয়েছে ক্রিকেটজনতা। আগামী টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) কথা ভেবে হার্দিক পান্ডিয়াকেই (Hardik Pandya) স্থায়ী অধিনায়ক করা হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। শ্রীলঙ্কা সিরিজে তাঁর অবর্তমানে টস করতে মাঠে নামতে পারেন ঋষভ। একইসাথে শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটছে শ্রেয়স আইয়ারের (Shryeas Iyer)। শৃঙ্খলাভঙ্গের অপরাধে তাঁকে ছেঁটে ফেলা হয়েছিলো স্কোয়াড থেকে। এমনকি বাদ পড়েছিলেন কেন্দ্রীয় চুক্তি থেকেও। মাসখানেকের টানাপোড়েনের পর প্রত্যাবর্তন ঘটাচ্ছেন তিনি। কোচ হিসেবে সম্ভবত মসনদে বসছেন গৌতম গম্ভীর। তাঁর অত্যন্ত পছন্দের ক্রিকেটার শ্রেয়স। আইপিএলের মত আন্তর্জাতিক আঙিনাতেও গম্ভীর-শ্রেয়স রসায়ন দেখার অপেক্ষায় সকলে।
তরুণ দলকে দেখে নিতে চায় বোর্ড-
২০২২-এর টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পর কুড়ি-বিশের ফর্ম্যাটে নিরন্তর পরীক্ষানিরীক্ষা চালিয়ে গিয়েছিলো ভারতীয় দল। সুফল মিলেছে হাতেনাতে। এবারও তেমনটাই রয়েছে টিম ইন্ডিয়ার ভাবনায়। ধারে-ভারে ‘মেন ইন ব্লু’র চেয়ে অনেকখানিই পিছিয়ে শ্রীলঙ্কা এই মুহূর্তে। তাদের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), জসপ্রীত বুমরাহদের মত প্রথম সারির তারকাদের বদলে একঝাঁক নতুন মুখকে জায়গা দেওয়ার কথা ভাবছেন জয় শাহ (Jay Shah), রজার বিনি’রা। জিম্বাবুয়ে সিরিজের পর শ্রীলঙ্কার বিরুদ্ধেও টি-২০ খেলার সুযোগ পাচ্ছেন শুভমান গিল। সাথে থাকছেন সাই সুদর্শন ও অভিষেক শর্মা। শ্রেভ্রনদের বিপক্ষেও তাঁদের সুযোগ দিয়েছে বিসিসিআই। ঋষভ পন্থের প্রত্যাবর্তন অবশ্যই চমক নির্বাচকদের।
মিডল অর্ডার ব্যাটার হিসেবে শ্রেয়স আইয়ার (Shryeas Iyer), রিঙ্কু সিং ও রিয়ান পরাগকে (Riyan Parag) রাখা হতে পারে স্কোয়াডে। আইপিএলে ভালো পারফর্ম্যান্সের সুবাদে জাতীয় দলে ফিরতে পারেন দুই স্পিনার রবি বিষ্ণোই ও বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রাথমিক দলে না থাকলেও পরে জরুরী ভিত্তিতে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে হর্ষিত রাণা’কে। দিল্লীর তরুণ তুর্কি থাকছেন শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ স্কোয়াডেও। এছাড়াও দলে ফিরছেন হর্ষল প্যাটেল (Harshal Patel)। ২০২৪-এর আইপিএলে পার্পল ক্যাপ জিতেছেন তিনি। নিয়েছেন ২৫ উইকেট। হর্ষলকেও প্রত্যাবর্তনের মঞ্চ প্রস্তুত করে দিতে পারে শ্রীলঙ্কা বনাম ভারত সিরিজ। সূত্রের খবর অতিরিক্ত হিসবে রাখা হতে পারে চার জন’কে। তালিকায় থাকতে পারেন সঞ্জু স্যামসন, নীতিশ কুমার রে্ড্ডি, শশাঙ্ক সিং ও মহসীন খান।
ভারতের সম্ভাব্য T20 স্কোয়াড-
শুভমান গিল, সাই সুদর্শন, অভিষেক শর্মা, ঋষভ পন্থ (অধিনায়ক+উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, হর্ষিত রাণা, হর্ষল প্যাটেল।
অতিরিক্ত- সঞ্জু স্যামসন, নীতিশ কুমার রেড্ডি, শশাঙ্ক সিং, মহসীন খান।