shubman-unfollows-india-skipper-rohit

এই মুহূর্তে টিম ইন্ডিয়া (Team India) রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) গ্রুপ পর্বের তিনটি ম্যাচ তারা খেলে ফেলেছে ইতিমধ্যে। নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে হারিয়েছে আয়ারল্যান্ড (IRE), পাকিস্তান (PAK) ও আমেরিকা’কে (USA)। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলতে রোহিত (Rohit Sharma), বিরাটরা উড়ে গিয়েছেন আমেরিকার দক্ষিণ পূর্ব উপকূলের ফ্লোরিডাতে। সেখানেই মায়ামি শহরের ফোর্ট লডারহিলে কানাডার বিরুদ্ধে চতুর্থ ম্যাচটি খেলার কথা রয়েছে তাঁদের। জয়ের হ্যাট্রিকের ফলে সুপার-এইট পর্বে পা রাখা বিশেষ কঠিন হয় নি টিম ইন্ডিয়ার (Team India) কাছে। এগারো বছরের অপেক্ষা শেষে আইসিসি ট্রফি জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন সমর্থকেরা।

২০, ২২ ও ২৪ তারিখ সুপার এইট পর্বের তিনটি ম্যাচে যথাক্রমে আফগানিস্তান (AFG), বাংলাদেশ (BAN)) ও অস্ট্রেলিয়ার (AUS) মুখোমুখি হবে ভারতীয় দল। সব ঠিকঠাক থাকলে তারপর থাকছে সেমিফাইনাল ও সবশেষে ২৯ জুন থাকতে পারে খেতাবী যুদ্ধ। অর্থাৎ টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) নক-আউট পর্বে সর্বোচ্চ পাঁচটি ম্যাচ খেলতে হতে পারে টিম ইন্ডিয়াকে (Team India)। কিন্তু গ্রুপ পর্বের খেলা শেষ হওয়ার আগেই চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। আমেরিকা ছেড়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ উড়ে যাওয়ার আগে স্কোয়াড থেকে দুই সদস্যকে ছেঁটে ফেলছে তারা। দেশে ফিরিয়ে আনা হচ্ছে পেসার আবেশ খান (Avesh Khan) ও তরুণ ওপেনার শুভমান গিল’কে (Shubman Gill)।

Read More: T20 World Cup, IND vs CAN, Dream 11 Prediciton in Bengali: ফ্লোরিডায় মুখোমুখি ভারত ও কানাডা, ফ্যান্টাসি ক্রিকেটে কারা করবেন বাজিমাত? জানুন সব তথ্য !!

রোহিতের সাথে দ্বন্দ্ব শুভমানের-

Shubman Gill and Rohit Sharma | Team India | Image: Getty Images
Shubman Gill and Rohit Sharma | Image: Getty Images

১৫ সদস্যের যে মূল স্কোয়াড ঘোষণা করা হয়েছিলো টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) জন্য, সেখানে জায়গা হয় নি শুভমান গিলের (Shubman Gill)। বরং তাঁকে রাখা হয়েছিলো ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে। রিঙ্কু সিং (Rinku Singh), খলিল আহমেদ (Khaleel Ahmed) ও আবেশ খানের (Avesh Khan) সাথে অতিরিক্তের তালিকায় ছিলেন শুভমান’ও। কিন্তু সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে যে খলিল ও রিঙ্কুকে দলের সাথে রাখা হলেও দেশে ফিরিয়ে আনা হচ্ছে শুভমান গিল (Shubman Gill) ও আবেশ খান’কে। আচমকা দু’জনকে ছেঁটে ফেলার কারণ কি তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ক্রিকেটমহলের অন্দরে কান পাতলে গুঞ্জন ভাসছে যে শৃঙ্খলাজনিত কারণেই বাদ পড়তে হয়েছে শুভমান’কে।

অভিযোগ উঠেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত ব্যবসা সংক্রান্ত কাজে অতিরিক্ত জড়িয়ে পড়েছিলেন তরুণ তারকা। তাই শাস্তিস্বরূপ দেশের বিমানে উঠতে হচ্ছে তাঁকে। টিম ইন্ডিয়া (Team India) থেকে বাদ পড়েই অবশ্য নয়া বিতর্কের জন্ম দিয়েছেন শুভমান গিল (Shubman Gill)। সোশ্যাল মিডিয়ায় তিনি আনফলো করে দিয়েছেন টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক রোহিত শর্মা’কে (Rohit Sharma)। ভারতের হয়ে ওডিআই ক্রিকেটে ওপেন করেন রোহিত ও শুভমান। মাত্র ২২ ম্যাচে ৭২.৫২ গড়ে ১৫২৩ রান যোগ করার নজিরও আছে দু’জনের। আচমকা কেন সম্পর্কে ফাটল? কেনই বা ইন্সটাগ্রামে রোহিতকে ‘আনফলো’ করলেন তিনি? প্রশ্নের জবাব মেলে নি এখনও। তবে মনে করা হচ্ছে বাদ পড়ার ক্ষোভ থেকেই অধিনায়ককে ‘আনফলো’ করেছেন তিনি।

Shubman Gill | Image: Instagram

শাস্তি পেয়েছিলেন ঈশান’ও-

Ishan kishan and Shubman Gill | Team India | Image: Getty Images
Ishan kishan and Shubman Gill | Image: Getty Images

ভারতীয় দলে শুভমান গিলের (Shubman Gill) প্রিয়তম বন্ধু বলে পরিচিত ঈশান কিষণ’ও (Ishan Kishan) মাসখানেক আগে শৃঙ্খলাজনিত কারণে পড়েছিলেন শাস্তির মুখে। দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে ‘মানসিক স্বাস্থ্যের’ অবনতির কারণ দেখিয়ে অব্যাহতি চেয়েছিলেন ঝাড়খণ্ডের তরুণ ক্রিকেট তারকা। বিষয়টির গুরুত্ব বুঝে তাঁর আবেদন মঞ্জুর করে বিসিসিআই। কিন্তু দেশে ফিরেই ফের দুবাই উড়ে গিয়েছিলেন ঈশান (Ishan Kishan), অংশ নিয়েছিলেন একটি বর্ষবরণের পার্টিতে। মহিলা ক্রিকেটার স্মৃতি মন্ধানার সাথে একটি বেসরকারী চ্যানেলের অনুষ্ঠানেও যোগ দিতে দেখা যায় তাঁকে। বলিউড মহাতারকা অভিতাভ বচ্চন সঞ্চালিত এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বোর্ডের কাছে তিনি আগাম অনুমতি নেন নি বলেই জানা গিয়েছিলো।

বিতর্ক চরমে ওঠে যখন বিসিসিআই-এর নির্দেশ মেনে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করতে রাজী হন নি ঈশান কিষণ (Ishan Kishan)। পরিবর্তে আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন তিনি। উড়ে গিয়েছিলেন বরোদা, হার্দিক ও ক্রুণাল পাণ্ডিয়ার সাথে অনুশীলন করতে। ঈশানের ‘অবাধ্যতা’ পছন্দ হয় নি জয় শাহ, রজার বিনি’দের। ২০২৪ সালে ভারত-আফগানিস্তান টি-২০ সিরিজ বা ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের দলে ঠাঁই হয় নি ঈশানের। একইসাথে ২০২৩-২৪ মরসুমের যে কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করা হয়, সেখানেও বাদ পড়েন তিনি। বিসিসিআই-এর ঘরোয়া ক্রিকেট খেলার প্রস্তাব না মেনে চুক্তি থেকে বাদ পড়েন শ্রেয়স আইয়ারও (Shreyas Iyer)। শুভমানের (Shubman Gill) ভাগ্যে কি রয়েছে সেই প্রশ্নের উত্তর রয়েছে সময়ের গর্ভে।

Also Read: T20 World Cup, Match-33, IND vs CAN: বিরাট-জাদেজা বাদ, কানাডার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে পরীক্ষানিরীক্ষার পথে ভারত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *