নাম বদলে যাচ্ছে দেশের। এবার থেকে আর ইন্ডিয়া (India) নয়, কেবল মাত্র ভারত নাম স্বীকৃতি পাবে সরকারী ভাবে। গতকাল এই নিয়ে দিনভর চললো জল্পনা। গোটা ঘটনার সুত্রপাত রাষ্ট্রপতি ভবন থেকে জারি করা একটি নৈশভোজের আমন্ত্রণপত্র ঘিরে। দিল্লীতে বসতে চলেছে জি-২০ সম্মেলন। দেশ-বিদেশের বহু রাষ্ট্রপ্রধান আসবেন ভারতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু (President Droupadi Murmu) নৈশভোজের যে আমন্ত্রণপত্র অতিথি অভ্যাগতদের পাঠিয়েছেন,তাতে প্রথামাফিক ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’ নয়, বরং লেখা রয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত।’ এই আমন্ত্রণ পত্রের ছবি ভাইরাল হতেই তোলপাড় পড়ে যায় দেশে। জানা যায় ১৮ সেপ্টেম্বর বিশেষ অধিবেশন রয়েছে লোকসভায়। সেখানে দেশের নাম সরকারীভাবে ইন্ডিয়া থেকে বদলে ‘ভারত’ রাখার ব্যাপারে প্রস্তাব পাশ হতে পারে।
নাম বদলের জল্পনা শুরু হতেও সোশ্যাল মিডিয়ায় পক্ষে-বিপক্ষে জমা পড়লো একের পর এক মতামত। অনেকেই ‘ইন্ডিয়া’ (India) নয় বরং ভারত (Bharat) নামের পক্ষে। দেশের প্রাচীন সংস্কৃতির সাথে আত্মিক যোগাযোগ সুদৃঢ় করবে ‘ভারত’ নামটি। এমনটিই দাবী তাঁদের। আবার অনেকে গলা ফাটালেন নাম না বদলের জন্য। নাম বদলের সাথে সাথে যে বিপুল খরচের বোঝা চাপতে পারে দেশের কোষাগারের উপর তার কথা উল্লেখ করতে শোনা গিয়েছে বহু বিশেষজ্ঞকে। গোটা বিষয়টি নিয়ে নিজের মতামত জানাতে দেরী করেন নি বীরেন্দ্র শেহবাগ (Virender Sehwag)। ভারতীয় প্রাক্তন ক্রিকেটার দেশের নাম বদলের পক্ষেই রায় দিয়েছেন। তিনিও এক ট্যুইটবার্তায় জানান, নাম বদল আমাদের শিকড়ের কাছে ফিরতে সাহায্য করবে আমাদের। শেহবাগের ট্যুইট ঝড় তুলেছে ক্রীড়া অনুরাগীদের মধ্যে। মিশ্র সাড়া পাওয়া গিয়েছে নেটদুনিয়ায়।
Asia Cup 2023 | Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad
ট্যুইটবার্তায় ভারতের পক্ষে সওয়াল শেহবাগের-

দেশের নাম বদলানোর গুঞ্জন শুরু হতেই গতকাল দুপুরের দিকে একটি ট্যুইট করেন শেহবাগ (Virender Sehwag)। লেখেন, “আমি সব সময় মনে করেছি নাম এমন হওয়া উচিৎ যা আমাদের মধ্যে গর্বের অনুভূতি জাগাবে। আমরা ভারতীয়। ইন্ডিয়া নাম’টি ব্রিটিশদের দেওয়া এবং আনুষ্ঠানিক ভাবে আমাদের নিজস্ব নাম ‘ভারত’-এ ফিরে আসা আমাদের প্রাপ্য। আমি বিসিসিআই এবং জয় শাহ’কে অনুরোধ করছি বিশ্বকাপে আমাদের ক্রিকেটারদের জার্সিতে যাতে ইন্ডিয়া নয়, বরং ভারত লেখা হয় তা সুনিশ্চিত করতে।” বোর্ড সচিব জয় শাহকে (Jay Shah) ট্যাগও করে দেন তিনি।
In the 1996 World Cup ,Netherlands came to play in the World cup in Bharat as Holland. In 2003 when we met them, they were the Netherlands & continue to be so.
Burma have changed the name given by the British back to Myanmar.
And many others have gone back to their original name— Virender Sehwag (@virendersehwag) September 5, 2023
এখানেই থামেন নি শেহবাগ (Virender Sehwag)। নিজের বক্তব্যের স্বপক্ষে যুক্তি সাজিয়ে আবার ট্যুইট করেন, “১৯৯৬ সালে নেদারল্যান্ডস ভারতের বিশ্বকাপ খেলতে এসেছিলো হল্যান্ড নামে। কিন্তু ২০০৩ সালে যখন আমাদের সাক্ষাৎ হয়, ওদের নাম বদলে হয়েছিলো নেদারল্যান্ডস এবং এখনও তাই আছে। ব্রিটিশদের দেওয়া নাম বদলে বার্মা ফিরে গিয়েছে মায়ানমারে। আরও অনেক দেশ নিজেদের আসল নামে ফিরে গিয়েছে।”
World Cup 2023 | World Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad
মিশ্র প্রতিক্রিয়া নেটনাগরিকদের-

শেহবাগ (Virender Sehwag) ‘ইন্ডিয়া’র বদলে ভারত নামের পক্ষে সওয়াল করলেও তাঁর ট্যুইট নেটজনতার মধ্যে মিশ্র সাড়া ফেলেছে। অনেকে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন নিজের মতামত প্রকাশের জন্য। ‘একটাই তো হৃদয় বীরু পাজি, জিতবেন আর কত বার?’ লিখেছে তাঁর এক গুণমুগ্ধ। ‘মনের কথা লিখলেন’ জানিয়েছেন আরেকজন। তবে বিরুদ্ধ মতামতের সম্মুখীনও হতে হয়েছে শেহবাগ’কে (Virender Sehwag)। নিজের প্রথম ট্যুইটে শেহবাগ লিখেছিলেন ‘ইন্ডিয়া’ (India) নাম ব্রিটিশদের দেওয়া। ঐতিহাসিক তথ্য দিয়ে অনেকেই জানিয়েছেন শেহবাগের যুক্তিতে গলদ রয়েছে। ব্রিটিশরা আদৌ দেন নি ইন্ডিয়া নাম। বরং সিন্ধু নদ থেকে এসেছে ‘ইন্ডিয়া’ শব্দটি। এবং সপ্তদশ শতকে ব্রিটিশরা ভারতে পা রাখার বহু আগে থেকেই ‘ইন্ডিয়া’ শব্দটির ব্যবহার রয়েছে।
ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গি থেকেও ‘টিম ইন্ডিয়া’র (Team India) ভারতীয়করণ মেনে নিতে সমস্যা রয়েছে বহু সমর্থকের। ‘ইন্ডিয়া…ইন্ডিয়া… ধ্বনি মুখরিত হয় স্টেডিয়ামে। সেই অনুভূতিকে কি করে ভুলে যাবো?’ প্রশ্ন করেছেন অনেকে। আবার শেহবাগের (Virender Sehwag) পুরনো ট্যুইট ঘেঁটে অনেকে দেখিয়েছেন ‘ইন্ডিয়া’ শব্দটি বহুবার ব্যবহার করেছেন প্রাক্তন ক্রিকেটার। ‘ক্রিকেট খেলাটাই তো ব্রিটিশদের থেকে এসেছে। তাহলে সেই খেলাটা খেললেন কেনো?’ কটাক্ষে শেহবাগকে (Virender Sehwag) বিঁধেছেন অনেকেই।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur