ভারতের সফলতম অধিনায়কদের তালিকা তৈরি করতে বসলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) নাম থাকবে উপরের দিকেই। ২০০০ সালে যখন নেতৃত্বভার হাতে পান তিনি, তখন গড়াপেটার অন্ধকার ছায়া গ্রাস করেছে দেশের ক্রিকেটকে। চারিপাশে তৈরি হয়েছে এক অবিশ্বাসের আবহ। সেই অন্ধকার কাটিয়ে ভারতীয় দলকে নতুন ভোর দেখানোর কারিগর বাংলার সৌরভই। একটা লম্বা সময় ভারত ভালো খেলেও অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মত দলের থেকে পিছিয়ে থেকেছে কেবল আগ্রাসনের অভাবে। অধিনায়ক হিসেবে সৌরভের (Sourav Ganguly) অভিষেকের পরেই শরীরী ভাষা বদলে যায় টিম ইন্ডিয়ার। বিদেশের মাঠে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করতে ভারতও যে পারে, সেই বিশ্বাসের বীজ দলের মধ্যে বপন করতে সক্ষম হয়েছিলেন তিনি।
শেহবাগ (Virender Sehwag), যুবরাজ সিং, হরভজন সিং (Harbhajan Singh), জাহির খানদের মত একাধিক নবীন প্রতিভাকে সঙ্গে নিয়ে অধিনায়ক সৌরভ সূচনা করেছিলেন ভারতীয় ক্রিকেটের এক নতুন অধ্যায়ের। যা টিম ইন্ডিয়াকে দু দশক ধরে সাফল্য এনে দিয়েছে নিরন্তর। একটা সময় টিম ইন্ডিয়া মানে ছিলো কিছু প্রতিভাবান ক্রিকেটারের সমষ্টি। সেখানে থেকে তাদের দল হিসেবে গড়ে তোলার কারিগর সৌরভই (Sourav Ganguly) । ক্রিকেটার এবং অধিনায়ক হিসেবে সৌরভের সাফল্য প্রশ্নাতীত। দেশের হয়ে ৩৮টি আন্তর্জাতিক শতরান করেছেন তিনি। টেস্টে করেছেন ৭২১২ রান, একদিনের ক্রিকেটে ১১৩৬৩ রান। বাইশ গজের দুনিয়ার বাইরেও মানুষ হিসেবেও তিনি যে ‘সেরার সেরা’ সেই কথা জানালেন সাকলাইন মুস্তাক (Saqlain Mushtaq)। ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে ভারতীয় ক্রিকেটের ‘দাদা’র মহানুভবতার প্রমাণ দিলেন তিনি।
Asia Cup 2023 | Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad
সৌরভের কাছে ক্ষমাপ্রার্থনা মুস্তাকের-

একটি সাক্ষাৎকার দেওয়ার সময় সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) প্রশংসা করতে শোনা গেলো পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুস্তাককে (Saqlain Mushtaq)। ক্রিকেটার সৌরভ নয়, বরং মানুষ সৌরভের ব্যবহারে মোহিত মুস্তাক। তিনি বলেন, “আজ এই অনুষ্ঠানে আমি (সৌরভ) গাঙ্গুলীর মহানুভবতার একটা ছোট্টো নিদর্শন আপনাদের সামনে পেশ করবো। ওকে দেখেই আমার মনে হত বেশ বদরাগী। কিন্তু বইয়ের প্রচ্ছদ দেখে বই সম্পর্কে যে সম্পূর্ণ ধারণা করতে নেই, সেই শিক্ষাটা আমার হয়েছিলো (সৌরভ) গাঙ্গুলীকে সামনে থেকে দেখেই। ও অধিনায়ক ছিলো, ওকে কঠিন হতেই হত। মাঠে আমাদের প্রায়শই যুদ্ধ হত। আমি কখনও ওকে হ্যালো-হাই অবধি বলতাম না।”
World Cup 2023 | World Cup Tickets & Schedule | World Cup 2023 All Squad | India Squad | Pakistan Squad | Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad
সৌরভের (Sourav Ganguly) প্রতি মুস্তাকের দৃষ্টিভঙ্গির বদল আসে কি ভাবে? সেই কথাও জানিয়েছেন ‘দুসরা’র জনক। বলেন, “তখন আমার হাঁটুর অস্ত্রোপচার হয়েছে। আমি ক্রিকেটজীবনের চূড়া থেকে একদম মাটিতে এসে পড়েছিলাম। আট মাস আমার সেরে উঠতে লেগে গেছিলো। ফিট হওয়ার পর আমি সাসেক্স কাউন্টিতে সই করেছিলাম। সেই সময় ভারত গিয়েছিলো ইংল্যান্ড সফরে। সাসেক্সের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ ছিলো ওদের। আমি খেলছিলাম। তবে (সৌরভ) গাঙ্গুলী সেই ম্যাচে খেলে নি। আমাদের ব্যাটিং ছিলো। ব্যাটাররা মাঠে নামার পর আমি জিম সেরে এসে সাজঘরের বারান্দায় বসেছিলাম কফি হাতে। পাশেই ভারতের ব্যালকনি ছিলো। আমার দেখে নিজেই এগিয়ে আসেন সৌরভ। হাতে দুই কাপ কফি নিয়ে…”
সাকলাইনকে কফির কাপ এগিয়ে দেন সৌরভ (Sourav Ganguly) । এরপর কুড়ি মিনিট সাকলাইনের (Saqlain Mushtaq) পাশে বসেছিলেন তৎকালীন ভারত অধিনায়ক। যে পথে এগিয়েছিলো আলোচনা, তা সৌরভ সম্পর্কে সাকলাইনের মনের ভ্রান্ত ধারণা দূর করে দেয়। অনুষ্ঠানে কিংবদন্তি পাক স্পিনার নিজেই বলেন, “সাধারণ কুশল বিনিময়ের পর যখন আমার চোটের কথা, স্বাস্থ্যের কথা ও জিজ্ঞেস করতে শুরু করলো, তখন আমার মনে (সৌরভ) গাঙ্গুলী সম্পর্কে যে ধারণাগুলি ছিলো তা বদলে যায়। আমার কুড়ি-পঁচিশ মিনিট পর আগামীর শুভেচ্ছা জানিয়ে উঠে যায় ও।” সৌরভ সেদিন উঠে যাওয়ার পর তিনি যে লজ্জিত হয়েছিলেন তা স্বীকার করে নেন সাকলাইন (Saqlain Mushtaq)। তবে দিনকয়েক পর ওভালে ফের সাক্ষাৎ হয় দুজনের। তখন সাকলাইন যে এগিয়ে গিয়ে সৌরভের কাছে ক্ষমা চেয়ে নেন, সেকথাও সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।
দেখে নিন সেই সাক্ষাৎকারের ভিডিও-
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur