sa-vs-ind-fans-upset-as-ind-lose-odi

SA vs IND: জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের (SA vs IND) প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছিলো টিম ইন্ডিয়া (Team India)। একঝাঁক তরুণ তুর্কিতে ভরা টিম ইন্ডিয়া নিউ ওয়ান্ডারার্সের মাঠে বোলিং ঝড় তুলে উড়িয়ে দিয়েছিলো প্রোটিয়া প্রতিরোধ। আর্শদীপ সিং, আবেশ খানদের দাপটে ১১৬ রানে গুটিয়ে গিয়েছিলো দক্ষিণ আফ্রিকা। ২০০ বল বাকি থাকতে ৮ উইকেটের ব্যবধানে জিতে মাঠ ছেড়েছিলো ভারত। আজ কেবের্হায় সেই পরাজয়ের প্রতিশোধ সুদে-আসলে নিলো দক্ষিণ আফ্রিকা। বোলিং হোক বা ব্যাটিং, কোনো বিভাগেই মার্করামের দলের সমকক্ষ হতে পারলেন না কে এল রাহুল, ঋতুরাজ গায়কোয়াড়রা। ৭.৩ ওভার বাকি থাকতেই হারতে হলো … উইকেটের ব্যবধানে।

Read More: IPL 2024: আইপিএল নিলামে আলো কাড়লেন স্টার্ক-কামিন্স, কোটির ঘরে একঝাঁক ভারতীয় তরুণ’ও !!

আজ প্রথমে টসে জিতে বোলিং বেছে নেন মার্করাম। পেসারদের দাপটে শুরুতেই ভারত হারিয়ে বসেছিলো ঋতুরাজ গায়কোয়াড়কে। ফেরেন তিলক বর্মা’ও। এরপর ইনিংসের হাল ধরেন সাই সুদর্শন ও কে এল রাহুল। কেরিয়ারের দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় অর্ধশতক এলো সাই সুদর্শনের ব্যাটে। ২২ বছরের তরুণকে নিয়ে উচ্ছ্বসিত সোশ্যাল মিডিয়া। ‘কঠিন পরিস্থিতিতেও কিভাবে খেলতে হয়, দেখিয়ে দিলো সাই’ লিখেছেন এক নেটিজেন। ‘ভারতীয় দলের ভবিষ্যৎ সুরক্ষিতই রয়েছে’ মন্তব্য আরও একজনের। অর্ধশতরান করেন কে এল রাহুল’ও। ‘ওডিআই ক্রিকেটে রাহুলের ধারাবাহিকতার তারিফ করতেই হয়’ লিখেছেন টিম ইন্ডিয়ার এক সমর্থক। জোড়া হাফসেঞ্চুরিতেও ২১১’র বেশী এগোতে পারে নি টিম ইন্ডিয়া।

রান তাড়া করতে নেমে সতর্ক ভাবেই শুরু করেছিলো দক্ষিণ আফ্রিকা। উইকেট না হারিয়ে স্কোরবোর্ডকে সচল রাখাই ছিলো লক্ষ্য। সেই কাজটুকু নিখুঁত ভাবেই আজ করলেন দুই ওপেনার রিজা হেনড্রিকস ও টোনি দে জর্জি। হেনড্রিকস ৮১ বলে ৫২ রানের মন্থর ইনিংস খেলে আউট হন। ‘লক্ষ্য বেশী না থাকলে এমন সাবধানী ইনিংস খেলাই যায়’ লিখেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। আরেক ওপেনার টোনি দে জর্জি অবশ্য সাবলীল ভঙ্গিতেই সামলালেন ভারতীয় বোলারদের। শতরান এলো তাঁর ব্যাট থেকে। অপরাজিত রইলেন ১১৯ রানে। ‘দে জর্জি-হেনড্রিকসের জুটিই ভারতের স্বপ্ন ভেঙে দিয়ে গেলো’ হতাশ শুনিয়েছে ভারতীয় সমর্থকদের। শেষবেলায় রাসি ফান দার ডুসেনকে আউট করলেন রিঙ্কু সিং। বড় রান না পেলেও, অভিষেক ম্যাচে উইকেট পেলেন তরুণ ব্যাটার। ‘রিঙ্কুর বোলিংটাই এই ম্যাচের প্রাপ্তি’ মজার ছলে লিখেছেন এক নেটনাগরিক।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: SA vs IND: অর্ধশতক সাই সুদর্শনের, দ্বিতীয় একদিনের ম্যাচে ২১১ রানেই থামতে হলো টিম ইন্ডিয়াকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *