ipl-2024-auction-round-up-sold-players

IPL 2024: আজ দিনভর ক্রিকেটদুনিয়া চোখ রাখলো টেলিভিশনের পর্দায় বা স্মার্টফোন, ল্যাপটপের স্ক্রিনে। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) বহু প্রতীক্ষিত মিনি নিলাম অনুষ্ঠিত হলো দুবাইয়ের কোকা-কোলা এরিনায়। দুপুর দেড়টা থেকে শুরু হয়ে রাত ৯ টা পেরিয়ে গেলো নিলাম শেষ হতে। গত ২৬ নভেম্বর যে রিলিজ-রিটেনশন তালিকা প্রকাশ করেছিলো দশ ফ্র্যাঞ্চাইজি তা অনুযায়ী শূন্যস্থানের সংখ্যা ছিলো মোট ৭৭। আইপিএল কর্তৃপক্ষের বেছে নেওয়া ৩৩৩ জন ক্রিকেটারের নামের তালিকা থেকে সেই ৭৭ জনকে বেছে নেওয়ার কর্মকাণ্ড চললো আজ সারা দিন জুড়ে। অকশনিয়ার হিসেবে হিউ এডমিয়েডসের চেনা মুখ আজ দেখা যায় নি। বদলে নজর কাড়লেন মল্লিকা সাগর (Mallika Sagar)। প্রো কবাডি, উইমেন্স প্রিমিয়ার লীগের পর তিন সপ্রতিভ আইপিএলের নিলামেও।

নিলামের শুরু থেকেই দড়ি টানাটানি চলতে থাকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মধ্যে। রোভম্যান পাওয়েলকে (Rovman Powell) নিয়ে লড়াই বাঁধে কলকাতা আর রাজস্থানের মধ্যে। বেস প্রাইসের প্রায় সাড়ে সাত গুণ দামে বিক্রি হলেন ক্যারিবিয়ান ক্রিকেটার। ট্র্যাভিস হেড, ড্যারিল মিচেল, রচিন রবীন্দ্রের মত আন্তর্জাতিক তারকাদের নিয়ে আগ্রহ ছিলো। কোটির ঘরে অর্থ পেলেন তাঁরাও। যাবতীয় রেকর্ড ভেঙে আলাদা উচ্চতায় পৌঁছালো মিচেল স্টার্ক (Mitchell Starc), প্যাট কামিন্সের (Pat Cummins) মত তারকা ক্রিকেটারদের দর। পিছিয়ে রইলেন না ভারতীয়রাও। উমেশ যাদব, শার্দুল ঠাকুর, হর্ষল প্যাটেলদের মত চেনা মুখেরা বিপুল অর্থে নতুন দল খুঁজে নিলেন। পাশাপাশি আইপিএলের আকাশের নতুন তারা হিসেবে উদয় হলো সমীর রিজভি (Sameer Rizvi), শুভম দুবে, কুমার কুশাগ্রদের।

Read More: IPL 2024: বড় চমক দুবাইতে, সরাসরি আইপিএল নিলামে অংশ নিলেন এক ক্রিকেট অনুরাগী !!

ভাঙলো সব রেকর্ড, নিলামে দাদাগিরি অজিদের-

Mitchell Starc and Pat Cummins | IPL 2024 | Image: Getty Images
Mitchell Starc and Pat Cummins | IPL 2024 | Image: Getty Images

গত বছরের মিনি নিলামেই ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারানকে (Sam Curran) ১৮ কোটি ৫০ লাখের বিনিময়ে সই করিয়েছিলো পাঞ্জাব কিংস। এতদিন সেটাই ছিলো নিলামের আসরে পাওয়া সর্বোচ্চ দাম। আজ অবশ্য কারানের রেকর্ড ভাঙতে বিশেষ সময় লাগলো না। প্রথম ক্রিকেটার হিসেবে ২০ কোটির ঘরে পা রাখলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে রীতিমত যুদ্ধ চললো সানরাইজার্স হায়দ্রাবাদের। শেষ হাসি অবশ্য ‘অরেঞ্জ আর্মি’র। ২০ কোটি ৫০ লাখে নিজামের শহরে কামিন্স। সর্বোচ্চ দামের মুকুট বেশীক্ষণ ধরে রাখতে পারেন নি কামিন্স। তাঁকে গদিচ্যুত করেন আরেক অজি মিচেল স্টার্ক (Mitchell Starc)। ২০১৫’পর ২০২৪-এ আইপিএলে অংশ নেবেন তিনি। গুজরাতের সাথে ধুন্ধুমার নিলাম যুদ্ধ শেষে কলকাতা নাইট রাইডার্স তাঁকে সই করালো ২৪ কোটি ৭৫ লাখ টাকার বিনিময়ে।

বিশ্বকাপের ফাইনালে শতরানকারী ট্র্যাভিস হেডকে (Travis Head) নিয়েও চলে দড়ি টানাটানি। শেষমেশ ৬ কোটি ৮০ লাখে তাঁকে দলে সামিল করে সানরাইজার্স। মাত্র ১ কোটি ৫০ লাখে তারা দলে নিয়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গাকেও। অনামী অস্ট্রেলীয় পেসার স্পেন্সার জনসন (Spencer Johnson) আজ রইলেন চর্চার কেন্দ্রে। তাঁর জন্য ১০ কোটি টাকা খরচ করতে পিছু হটে নি ২০২২-এর চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। বোলিং বিভাগকে শক্তিশালী করতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ক্যারিবিয়ান তারকা আলঝারি জোসেফের (Alzharri Joseph) জন্য খরচ করেছে ১১ কোটি ৫০ লাখ। বেন স্টোকসের বিকল্প বাছতে বসে কোনোরকম কার্পণ্য করে নি চেন্নাই সুপার কিংস। কিউই তারকা ড্যারিল মিচেলের (Daryl Mitchell) জন্য ১৪ কোটি খরচ করছে তারা। রচিন রবীন্দ্রের জন্য তারা দিয়েছে ১ কোটি ৮০ লাখ।

IPL মিনি নিলামের সবচেয়ে দামী পাঁচ বিদেশী-

      নাম  দল ভিত্তি মূল্য বিক্রয় মূল্য
মিচেল স্টার্ক KKR ২ কোটি ২৪.৭৫ কোটি
প্যাট কামিন্স SRH ২ কোটি ২০.৫০ কোটি
ড্যারিল মিচেল CSK  ১ কোটি ১৪ কোটি
আলঝারি জোসেফ RCB ১ কোটি ১১.৫০ কোটি
স্পেন্সার জনসন GT ৫০ লাখ ১০ কোটি

অর্থের বৃষ্টিতে ভিজলেন ভারতীয় তারকারাও-

Sameer Rizvi | IPL 2024 | Image: Twitter
Sameer Rizvi | Image: Twitter

ভারতীয় তরুণ তুর্কিদের পিছনেও বিপুল অর্থ বিনিয়োগ করতে দেখা গেলো দলগুলিকে। ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ মূল্য পেলেন হর্ষল প্যাটেল (Harshal Patel)। প্রাক্তন আরসিবি পেসারের জন্য ১১ কোটি ৭৫ লাখ খরচ করলো পাঞ্জাব কিংস। ৪ কোটিতে চেন্নাই সুপার কিংসে ফিরলেন শার্দুল ঠাকুর। উমেশ যাদবকে ছেড়ে দিয়েছিলো কলকাতা। ৫ কোটি ৮০ লাখে তাঁকে দলে সামিল করতে দেখা গেলো গুজরাত টাইটান্সকে। ক্যাপড ক্রিকেটারদের পাশাপাশি ভারতীয় দলের হয়ে এখনও না খেলা ক্রিকেটারদের উপরেও বাজি লাগাতে দেখা গেলো দলগুলিকে। মহারাষ্ট্রের শুভম দুবে (Shuvam Dube) রাজস্থান রয়্যালসে যোগ দিলেন ৫ কোটি ৮০ লাখের বিনিময়ে। উত্তরপ্রদেশের হয়ে সাম্প্রতিক কালে সাড়া ফেলে দিয়েছেন সমীর রিজভি (Sameer Rizvi)। তিনি চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে চাপাচ্ছেন ৮ কোটি ৪০ লাখ টাকার বিনিময়ে। নিজের বেস প্রাইসের ৪২ গুণ দাম পেলেন তিনি।

ঝাড়খণ্ডের তরুণ উইকেটরক্ষক-ব্যাটার কুমার কুশাগ্রকে (Kumar Kushagra) নিয়েও আগ্রহ দেখালো একঝাঁক ফ্র্যাঞ্চাইজি। শেষমেশ.৭ কোটি ২০ লাখে দিল্লী ক্যাপিটালসে যোগদান করলেন তিনি। ঋষভ পন্থ, অভিষেক পোড়েলদের পাশাপাশি আরও একজন প্রতিভাবান উইকেটরক্ষক যুক্ত হলো দিল্লীর স্কোয়াডে। নজর কাড়লেন শাহরুখ খান (Shahrukh Khan)। হার্ড হিটার’কে এই নিলামের আগে ছেড়ে দিয়েছিলো পাঞ্জাব। নিলামে ফের তাঁকে নেওয়ার প্রয়াস করেন প্রীত জিন্টা, নেস ওয়াদিয়ারা।  লড়াইতে তাঁদের পিছনে ফেললো গুজরাত টাইটান্স। ৭ কোটি ৪০ লাখ দাম পেলেন তিনি। প্রাক্তন কেকেআর পেসার শিবম মাভি (Shivam Mavi) ৬ কোটি ৪০ লাখে যোগ দিলেন লক্ষ্ণৌ দলে। আবেশ খানের শূণ্যস্থান পূরণ করলেন তিনি।

মিনি অকশনে সর্বোচ্চ মূল্য পাওয়া পাঁচ ভারতীয় ক্রিকেটার-

     নাম দল ভিত্তি মূল্য বিক্রয় মূল্য
হর্ষল প্যাটেল PBKS ২ কোটি ১১.৭৫ কোটি
সমীর রিজভি CSK ২০ লাখ ৮.৪০ কোটি
শাহরুখ খান GT ৪০ লাখ ৭.৪০ কোটি
কুমার কুশাগ্র DC ২০ লাখ ৭.২০ কোটি
শিবম মাভি LSG ৫০ লাখ ৬.৪০ কোটি

Also Read: IPL 2024: আইপিএল নিলামে রেকর্ড মূল্যে বিক্রি হলেন এই আনক্যাপ্ড প্লেয়ার, গুজরাট দলের হয়ে কাঁপাতে চলেছেন ময়দান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *