sa-vs-ind-avesh-arshdeep-earn-plaudits

SA vs IND: দক্ষিণ আফ্রিকা বনাম ভারত (SA vs IND) টি-২০ সিরিজ ড্র হয়েছে। পিছিয়ে পড়েও সমতা ফেরাতে সক্ষম হয়েছে টিম ইন্ডিয়া। সেই পারফর্ম্যান্স যে বাড়তি আত্মবিশ্বাস যুগিয়েছে ক্রিকেটারদের মধ্যে তা বোঝা গেলো আজ ওয়ান ডে’র আসরে। যে জোহানেসবার্গে ১০৬ রানের ব্যবধানে টি-২০ জিতেছিলো ‘মেন ইন ব্লু’, সেখানেই আজ আয়োজিত হচ্ছে ওয়ান ডে ম্যাচ। টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম। বল হাতে দাপট বজায় রাখলো ভারত। মাথা তুলে দাঁড়ানোর সুযোগটুকুই দিলো না স্বাগতিক দেশকে। শামি, বুমরাহ, সিরাজের মত পেসাররা ছিলেন না ভারতীয় দলে, তা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গেলো ১১৬ রানের মধ্যে।

Read More: SA vs IND: “সিং ইজ কিং…” স্যুইং-এ বাজিমাত আর্শদীপের, শুভেচ্ছায় ভরালো সোশ্যাল মিডিয়া !!

প্রোটিয়াদের প্রথম ধাক্কাটা দিয়েছিলেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। বাম হাতি পেসারের ইনস্যুইং আছড়ে পড়ে রিজা হেনড্রিকসের স্টাম্পে। এর পরের বলেই তিনি ফেরান রাসি ফান দার ডুসেনকে। হ্যাট্রিকের দোরগোড়ায় পৌঁছেছিলেন। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হয় নি। পরে তিনি সাজঘরের পথ দেখান টোনি দে জর্জি ও হেনরিখ ক্লাসেনকেও (Heinrich Klaasen)। দ্বিতীয় স্পেলে ফিরে এসে আন্দিলে ফেলুকায়েওকে ফেরান তিনি। নেন ৫ উইকেট। কাঁপতে থাকা দক্ষিণ আফ্রিকা ব্যাটিং-এর সারথী হতে পারতেন অধিনায়ক এইডেন মার্করাম। কিন্তু সেই সুযোগ তাঁকে দেন নি আবেশ খান। বাম হাতি আর্শদীপের দোসর আজ হয়ে উঠলেন ডান হাতি আবেশ (Avesh Khan)। মার্করামকে ফেরানোর পাশাপাশি তাঁর ঝুলিতে জমা পড়লো উইয়ান মুল্ডের, ডেভিড মিলার, কেশব মহারাজের উইকেট। দুই নবীন পেসারের দাপটে আজ ঘরের মাঠে ব্যাকফুটে দক্ষিণ আফ্রিকা।

জোহানেসবার্গের মাঠে আজ ভারতের বোলিং পারফর্ম্যান্স মন ভরিয়েছে নেটজনতার। এই আর্শদীপ প আবেশ’ই দিনকয়েক আগে সমালোচিত হয়েছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ চলাকালীন। আজ তাঁদের পারফর্ম্যান্সের তারিফে মত্ত নেটিজেনরা। ‘হয় দক্ষিণ আফ্রিকা খুবই খারাপ ব্যাটিং করছে, নয়ত আর্শদীপ-আবেশদের মধ্যে লি-ম্যাকগ্রাদের আত্মা ভর করেছে’ রসিকতা এক নেটনাগরিকের। ‘ভারত এখন ক্রিকেট প্রতিভার খনি’ মন্তব্য আরও একজনের। ‘আমাদের পরবর্তী প্রজন্মও তৈরি।’ আশার বাণী শুনিয়েছেন আরও একজন। আজই অস্ট্রেলিয়ার কাছে হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। পারথে  তাদের বোলিং ব্যর্থতা নিয়ে পাক দলকে খোঁটা দিতে ছাড়েন নি ভারতীয় সমর্থকেরা। শাহীন আফ্রিদি অ্যান্ড কোং-এর জন্য তাদের বার্তা, “শামি-বুমরাহ তো দূরের কথা, আগে আবেশ-আর্শদীপদের সমকক্ষ হয়ে দেখাও।’

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: SA vs IND: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে গরহাজির রোহিত শর্মা, হল বড় খোলসা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *