অবশেষে সমাপ্ত হয়েছে আইপিএলের গ্রুপ পর্যায়ের ৭০ টি ম্যাচ। ৭০ টি ম্যাচ পরে জানা গিয়েছে আসন্ন আইপিএলের প্লে অফের জন্য কোয়ালফাই করা চার দল। কলকাতা নাইট রাইডার্স (KKR), সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH), রাজস্থান রয়্যালস (RR) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এই চারটি দল কোয়ালিফাই করেছে প্লে-অফের জন্য। তবে চলতি আইপিএলে সবথেকে বড় আপসেট ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য প্লে-অফের জন্য কোয়ালিফাই না করা। একাধিক ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেছিলেন মুম্বাই (MI) দল অন্ততপক্ষে এবারের প্লে-অফের মঞ্চে পৌঁছে যাবে। তবে সেটা সম্ভব হলো না, মুম্বাই শিবিরের অন্তদ্বন্ধের মধ্যেই সমাপ্ত হল সবকিছু।
মুম্বই ছাড়ছেন রোহিত শর্মা
চলতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ১৪ টি ম্যাচ খেলে কেবলমাত্র চারটি ম্যাচে জয়লাভ করেছে। তুলনামূলক T20 সুপারস্টারদের নিয়ে ভরপুর ছিল মুম্বই ফ্রাঞ্চাইজি। তবুও জয়লাভ করতে ব্যর্থ হলো দলটি। সিজিনের শুরু থেকেই সমস্যা তৈরি হয় দলের মধ্যে। এমনকি পাঁচ বার চ্যাম্পিয়ন করা ক্যাপ্টেন রোহিত শর্মাকে (Rohit Sharma) পরিবর্তন করে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) হাতে দলের দায়িত্ব তুলে দেয় MI ম্যানেজমেন্ট। তবে একাধিকবার মুম্বই শিবির থেকে অন্তদ্বন্ধের কথা প্রকাশ্যে এসেছে। এমনকি জানা গিয়েছে, রোহিত শর্মা (Rohit Sharma) আগামী মরশুমে মুম্বই ছাড়তে চলেছেন। চলতি মরশুমে ৬৭তম ম্যাচে মুখোমুখি হয়েছিল লখনৌ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স (MI vs LSG)। ভক্তরা বিশ্বাস করছেন মুম্বইয়ের জার্সিতে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন রোহিত।
Read More: ৩ কারণ কেন গৌতম গম্ভরকে হেড কোচ করলে লক্ষীলাভ হবে টিম ইন্ডিয়ার !!
লখনৌ দলে যোগ দেবেন রোহিত
শেষ ম্যাচে রোহিত ৩৮ বলে ৬৮ রানের ইনিংস খেলেছেন। চলতি মরশুমে রোহিত মুম্বইয়ের হয়ে সর্বাধিক রান, সর্বোচ্চ স্কোর, সর্বাধিক চার ও ছক্কা হাঁকিয়েছেন। ১৪ ইনিংসে রোহিত ৩২.০৮ গড়ে ও ১৫০ স্ট্রাইক রেটে ১বার অর্ধ-শতরান ও ১বার শতরান সহ ৪১৭ রান বানিয়েছেন। তার ব্যাট থেকে এসেছে ৪৫টি চার ও ২৩টি ছক্কা। ম্যাচ শেষে সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) সঙ্গে সাক্ষাৎ করেন রোহিত, দুজনকে বেশ খোঁজমেজাজে যাচ্ছিল দেখা। ভক্তরা বিশ্বাস করছেন আসন্ন আইপিএলে মুম্বই ছেড়ে লখনৌতে যোগ দেবেন। আসলে, চলতি মরশুমে রাহুলের অধিনায়কত্বের উপর ক্ষুব্ধ হয়েছিলেন গোয়েঙ্কা এবং সবার সামনেই মাঠের মধ্যেই রাহুলের সাথে দুর্ব্যবহার করেছিলেন গোয়েঙ্কা। চলতি মরশুমে রাহুলকে ছেড়ে দিতে পারে লখনৌ এবং রোহিত শর্মাকে তার দলের নতুন অধিনায়ক হিসেবে সুযোগ করে দিতে পারেন।