মুম্বই ছাড়ছেন রোহিত শর্মা, গর্বের সাথে এন্ট্রি নেবেন KKR শিবিরে !! 1

ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) টি-টোয়েন্টি ফরম্যাটকে আলবিদা জানিয়েছেন। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আবির্ভাব হয়েছিল রোহিত শর্মার, একজন সাধারন প্লেয়ার হিসাবে বিশ্বকাপের খেতাব যেতেন রোহিত এবং ২০২৪ সালে প্রথম ভারতীয় প্লেয়ার হিসাবে ক্যাপ্টেন ও প্লেয়ার হিসাবে জিতলেন বিশ্বকাপ শিরোপা। পুরো বিশ্বকাপ জুড়ে রোহিতের প্রদর্শন ছিল অসাধারন। ব্যাট হাতে তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বাধিক (২৫৭) রান বানিয়েছেন এবং মাঠে ক্যাপ্টেন হিসাবে তিনি কোনো ভুল করেছেন বলে ক্রিকেট প্রেমীরা কোনো খুঁত বেছে নিতে পারেননি।

রোহিত শর্মা (Rohit Sharma) এই ফরম্যাটে আলবিদা ঘোষণা করে দিয়েছেন তরুণ প্রজন্মের জন্য। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে পাখির চোখ করতে বিসিসিআই ও ক্যাপ্টেন রোহিত অবসর নিয়ে তরুণদের হাতে দলের দায়িত্ব তুলে দিলেন। তবে বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী, আসন্ন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে চলেছেন রোহিত শর্মা মূলত ২০২৪ আইপিএল থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছিল আর সেই রোহিত ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েই দীর্ঘ ১৭ বছর পর বিশ্বকাপের খেতাব জয় করতে সহায়তা করেছেন।

মুম্বই ছেড়ে কলকাতা শিবিরে যোগ দেবেন রোহিত

Rohit Sharma, ipl 2024
Rohit Sharma | Image: Getty Images

এবার রোহিত মুম্বাই দল পরিত্যাগ করে নতুন দলে আসতে চলেছেন। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী রোহিত শর্মা (Rohit Sharma) কলকাতা নাইট রাইডার্স দলে যুক্ত হতে চলেছেন। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়াতে রোহিতের দেওয়া একটি বয়ান ভাইরাল হতে শুরু করে দিয়েছে। আসলে রোহিত শর্মাকে একবার এক সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়া কোন দলে খেলতে চান। তখন তিনি কলকাতা নাইট রাইডার্স এর নাম করেন।

মন্তব্য করে রোহিত (Rohit Sharma) বলেছিলেন, “কলকাতা হলো আমার প্রিয় জায়গা, ইডেন গার্ডেন্সে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি যদি মুম্বই ছাড়া অন্য কোনো দলকে বাছাই করতে চাই তাহলে কলকাতা হবে সেই অন্য একটি দল।” রোহিত শর্মার নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স কলকাতার ইডেনে ফাইনালে মুম্বই ২টি ট্রফি জিতেছে, পাশাপশি রোহিত এখানে তার ওডিআই ক্রিকেটের সর্বোচ্চ ২৬৪ রানের ইনিংসটি খেলেছেন। শুধু তাই নয়, ঘরোয়া ক্রিকেটে ইডেনের মাঠেই ট্রিপল সেঞ্চুরি হাঁকান হিটম্যান এবং এখানেই টেস্ট অভিষেক করেন। এবার মুম্বই ছেড়ে কলকাতা দলে যোগ দিতে চাইবেন রোহিত।

Read Also: Rohit Sharma: ২০২৭ সালের বিশ্বকাপের ভিত্তিতে, এই ৩ প্লেয়ার যারা রোহিতের বদলে ক্যাপ্টেন হওয়ার যোগ্য দাবিদার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *