IND vs PAK: বিশ্বকাপ (T20 World Cup 2024) নিয়ে তৈরি হয়েছে জল্পনা। মূলত চলতি বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে ওপেনিং করতে কে আসবেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল ভক্তদের মনে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম বিশ্বকাপ ম্যাচে ওপেনিং করতে আসতে দেখা গিয়েছিল বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মাকে (Rohit Sharma) ভারতীয় দলে দুই কিংবদন্তি ব্যাটসম্যান। ভক্তদের একাংশ রোহিত-কোহলিদের নেওয়া এই সিদ্ধান্তের মান্যতা দিয়েছেন। ২০ ওভারের ক্রিকেটে ভারতীয় দলের এই দুই ব্যাটসম্যান ৪০০০ এর বেশি করে রান বানিয়েছেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো রোহিত শর্মা এবং বিরাট কোহলি এই ফরম্যাটে ব্যাটিং করতে এসেছিলেন। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২ কিংবদন্তিকে ওপেনিং করতে দেখা গিয়েছিল।
রোহিত-বিরাট জুটি করেছিলেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে সূচনা
সদ্য সমাপ্ত হওয়া আইপিএলের (IPL 2024) রোহিত শর্মা এবং বিরাট কোহলি তাদের দলের হয়ে সর্বাধিক রান বানিয়েছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের সর্বাধিক ৪৩৭ বানিয়ে ছিলেন রোহিত এবং বিরাট কোহলি এবারের আইপিএলের অরেঞ্জ ক্যাপ বিজেতা ছিলেন। দুই কিংবদন্তি দলের হয়ে আগামী ম্যাচগুলিতে ওপেনিং করবেন। জল্পনার অবসান ঘাটিয়ে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, আগামী ম্যাচগুলোর জন্য কেবলমাত্র ওপেনিং পজিশন ছাড়া বাকি দলের ব্যাটিং লাইন আপে কি হতে চলেছে তা এখনো ঠিক হয়নি।
Read More: IND vs PAK: চোখ রাঙাচ্ছে বৃষ্টি, ভারত-পাক ম্যাচ ভেস্তে গেলে ঘোর সমস্যায় পড়বেন বাবর’রা !!
রোহিত জানিয়েছেন, “এখানে (USA-তে) ক্রিকেট খেলার ওতটা সহজ নয়। পরিস্থিতি কে বুঝে খেলতে পারাটাই এখানে শ্রেয়, যে কারণে আমাদের সঠিক দল নির্বাচন করতে হবে। আপাতত দলের ওপেনিং পজিশন ছাড়া বাকি ব্যাটিং লাইনআপ কি হতে পারে সেটি নিয়ে এখনো অনেক তর্ক বিতর্ক রয়েছে।” অধিনায়ক রোহিত জানিয়ে দিয়েছেন আসন্ন ম্যাচগুলোতেও তার সাথে বিরাট কোহলিকে ব্যাটিং করতে দেখা যাবে। কোহলি দলের ওপেনার হিসেবে খেললে এবারের বিশ্বকাপে জায়গা পাবেন না বামহাতি ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। পাকিস্তানের বিরুদ্ধে গত বছর ৫৩ বলে ৮২ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি।
ভাগ্য খুললো না সঞ্জু-জয়সওয়ালের
পাকিস্তানের বিরুদ্ধে সর্বদাই তিনি তার সেরাটা দিয়ে এসেছেন। বিরাট কে নিয়ে মন্তব্য করে রোহিত আরও জানিয়েছেন যে, “বিরাট কোহলি হলেন বড় মাপের প্লেয়ার। বিশেষ করে বড় টুর্নামেন্টে যেভাবে তিনি পারফরম্যান্স করেছেন আমার মনে হয় না অন্য কোন প্লেয়ার তার ধারে কাছেও ঘেষতে পারবে।” দুই দলের গত ম্যাচের কথা বলতে গেলে ভারতীয় দল নিমেষের মধ্যে আয়ারল্যান্ডকে হারিয়ে দিয়েছিল, কিন্তু শেষ ম্যাচে পাকিস্তান দল হোস্ট আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরাজিত হয়েছিল। আপাতত পয়েন্ট তালিকার বিচারে A’ গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে টিম ইন্ডিয়া ও চতুর্থ স্থানে নেমে এসেছে পাকিস্তান। আজকের ম্যাচটি হারলে পাকিস্তানকে বিদায় নিতে হবে বিশ্বকাপের মঞ্চ থেকে।