ভারতীয় দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি কে হবেন তা নিয়ে ছিলো জল্পনা। শেষমেশ গত ৯ জুলাই গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নাম ঘোষণা করে বিসিসিআই। মগজাস্ত্রের জোরে কলকাতা নাইট রাইডার্সকে যেভাবে তৃতীয় আইপিএল ট্রফি এনে দিয়েছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তনী, তাতে তাঁকেই যোগ্যতম ব্যক্তি হিসেবে বেছে নিয়েছিলেন জয় শাহ, রজার বিনি’রা। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজই ছিলো তাঁর প্রথম অ্যাসাইনমেন্ট। জয় দিয়েই আন্তর্জাতিক আঙিনায় নিজের কোচিং কেরিয়ারের শুরুটা করলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir) । পাল্লেকেলের মাঠে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করলো ভারত। গম্ভীর জমানায় নিত্যনতুন চমক যে অপেক্ষা করে রয়েছে দর্শকদের তা বোঝা গেছে তিন ম্যাচ থেকেই। আগামী শুক্রবার থেকে রয়েছে ওডিআই সিরিজ, তার আগে কোচ সম্পর্কে মুখ খুললেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।
Read More: চোটের থাবা ভারত-শ্রীলঙ্কা সিরিজে, ম্যাচের এক দিন আগে ছিটকে গেলেন জোড়া পেস অস্ত্র !!
দলে ফিরছেন রোহিত, প্রত্যাবর্তন কোহলির’ও-
কেনসিংটন ওভালে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জয়ের পর ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাট থেকে সরে দাঁড়িয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি। দুই মহাতারকাকে ছাড়াই শ্রীলঙ্কার বিরুদ্ধে কুড়ি-বিশের ময়দানে নেমেছিলো টিম ইন্ডিয়া। মিলেছিলো সহজ জয়’ও। টি-২০ থেকে সরে দাঁড়ালেও আপাতত ওডিআই ও টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর কোনো পরিকল্পনাই যে নেই তা স্পষ্ট করে দিয়েছেন রো-কো জুটি। বিসিসিআই তাঁদের বিশ্রাম দেওয়ার পক্ষপাতী থাকলেও নতুন কোচ গম্ভীর (Gautam Gambhir) চেয়েছিলেন দুই মহারথীকে। সেইমত শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজ দিয়েই বাইশ গজের দুনিয়ায় প্রত্যাবর্তন ঘটাচ্ছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। নেতৃত্ব দিতেও দেখা যাবে হিটম্যানকে। আগামী বছরে রয়েছে আইসিসি আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফি। আসন্ন সিরিজকে সেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ হিসেবেই দেখছে রোহিত অ্যান্ড কোং।
কোচের ‘গাম্ভীর্য্য’ নিয়ে মুখ খুললেন হিটম্যান-
ভারতের নতুন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) সম্পর্কে ক্রিকেটমহলে পরিচিত রসিকতা যে তিনি নিজের নামের মতই গম্ভীর। দল জিতুক, হারুক, ভালো খেলুক বা খারাপ-ডাগ আউটে কোনো রকম প্রতিক্রিয়া দেখা যায় না গম্ভীরের (Gautam Gambhir) মুখে। নির্বিকার হয়েই যেন বসে থাকতে পছন্দ করেন তিনি। মাঝেমধ্যে ক্ষোভের আঁচ তাঁর মুখে দেখা গেলেও হাসি যেন দেখাই যায় না। গম্ভীরের এই গাম্ভীর্য্য নিয়ে টিম ইন্ডিয়ার অধিনায়ক কি ভাবছেন? শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে এই প্রশ্নেরই সম্মুখীন হতে হয় রোহিত শর্মা’কে (Rohit Sharma)। ব্যাট হাতে প্রতিপক্ষের বোলিং আক্রমণকে যেমন পুল করে সটান আছড়ে ফেলেন মিড উইকেটের উপর দিয়ে, তেমন মেজাজেই গম্ভীর সম্পর্কীত প্রশ্নেরও সটান জবাব দিয়েছেন হিটম্যান।
সাংবাদিক বিমল কুমার (Vimal Kumar) প্রশ্ন করেছিলেন, “রাহুল দ্রাবিড় যখন ভারতীয় সাজঘর ছেড়ে গিয়েছিলেন, তখন তাঁকে আবেগপ্রবণ হতে দেখা গিয়েছিলো। বর্তমানে দায়িত্বে গৌতম গম্ভীর। যাঁর ‘ইমেজ’টাই বেশ গম্ভীর। আগামীতে কি তাঁকেও কি হাসিঠাট্টা বা আবেগ প্রদর্শন করতে দেখা যাবে?” উত্তর দেওয়ার আগে হেসে ফেলেন রোহিত (Rohit Sharma)। বলেন, “এটা তো গৌতি ভাইয়ের ব্যক্তিগত বিষয়। সবারই নিজের নিজের উপায় রয়েছে। আপনি যদি বেশী হাসেন তাহলে লোকজনের বিশেষ পছন্দ নয় বোধহয় সেটা।” প্রসঙ্গত এই নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিলো খোদ গম্ভীরকেই (Gautam Gambhir) । তখন তিনি স্পষ্ট জানিয়েছিলেন, “মানুষ মাঠে আমায় হাসতে দেখতে আসে না। আমার দলের জয় দেখতে আসে। সেটাই বেশী গুরুত্বপূর্ণ।“
দেখে নিন কি জানিয়েছিলেন গম্ভীর স্বয়ং-
‘People don’t come to watch me smile, they come to watch me win’
A fitting ending to S2 of #KuttiStorieswithAsh. A fiery, smashing ‘No Holds Barred’ chat with GG, where he speaks his mind.
AN ABSOLUTE MUST WATCH INTERVIEW. VIDEO OUT NOW! 👇🏻https://t.co/VuRYS8DGRa pic.twitter.com/zRG8cUzr1H
— Crikipidea (@crikipidea) May 20, 2024