IPL 2025: একই দলের হয়ে আইপিএল খেলবেন বিরাট-রোহিত, টুর্নামেন্ট শুরুর আগে বড় খোলাশা !! 1

বার্বাডোজের কেনসিংটন ওভালে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জিতেই ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। অবসরের ঘোষণা প্রথম করেছিলেন কোহলিই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের পর ম্যাচের সেরার পুরষ্কার নিতে এসে জানিয়ে দেন যে কেরিয়ারের শেষ আন্তর্জাতিক টি-২০ ম্যাচটি খেলে ফেলেছেন তিনি। পরে সাংবাদিক সম্মেলনে তারকা সতীর্থকেই অনুসরণ করতে শোনা গিয়েছিলো টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাকে। ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভকে কুড়ি-বিশের ক্রিকেটে আর একসাথে দেখা যাবে না, এই খবর শেলের মত বিঁধেছিলো সমর্থকদের মনে। তবে বার্বাডোজের সেই ফাইনালের কিছুদিনের মধ্যেই মিলেছে সুখবর। জানা গিয়েছে যে আন্তর্জাতিক আঙিনায় না হলেও আইপিএলে (IPL) ফের একসাথে টি-২০’র ময়দানে দেখা মিলতে পারে রোহিত-বিরাটের।

Read More: “ওদের সবেতেই সমস্যা…” পাকিস্তানকে একহাত নিলেন মহম্মদ শামি, চ্যাম্পিয়ন্স ট্রফি বিতর্কের মাঝেই করলেন বিস্ফোরক মন্তব্য !!

রোহিত-মুম্বই সম্পর্কে ধরেছে ভাঙন-

Rohit Sharma and Mark Boucher | Image: Getty Images
Rohit Sharma and Mark Boucher | Image: Getty Images

ডেকান চার্জার্সের হয়ে আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma) । তিন বছর হায়দ্রাবাদের ফ্র্যাঞ্চাইজিতে কাটিয়ে ২০১১ মরসুমে যোগ দেন মুম্বই ইন্ডিয়ান্সে। ২০১৩ মরসুমের মাঝপথে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিলো নেতৃত্ব। এরপর থেকে এক দশক অধিনায়ক থেকেছেন তিনি। পাঁচবার চ্যাম্পিয়ন করেছেন মুম্বই ইন্ডিয়ান্সকে (MI)। এনে দিয়েছেন সফলতম দলের তকমা। তা সত্ত্বেও ২০২৪ মরসুম শুরুর আগে আচমকাই তাঁকে নেতার পদ থেকে সরিয়ে দেয় ফ্র্যাঞ্চাইজি। বদলে নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয় হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) হাতে। পদচ্যুতি সহজে মেনে নেন নি হিটম্যান। ফ্র্যাঞ্চাইজির কর্মকাণ্ডে তিনি যে বেশ আহত, তা স্পষ্ট করেছিলেন ঘনিষ্ঠমহলে। গোটা মরসুমেই রোহিত (Rohit Sharma)  ও হার্দিককে সামনে রেখে দুই শিবিরে নাকি ভাগ হয়ে গিয়েছিলো মুম্বই ড্রেসিংরুম।

বেঙ্গালুরু’তে কোহলির সতীর্থ হতে পারেন রোহিত-

Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

২০২৫-এর আইপিএলে (IPL) রয়েছে মেগা অকশন। তার আগে কতজন ক্রিকেটারকে ‘রিটেন’ করার সুযোগ থাকছে ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে, তা এখনও অজানা। তবে যদি মাত্র ৩ জনকে ধরে রাখার সুযোগ দেয় বিসিসিআই, সেক্ষেত্রে মুম্বই সম্ভবত ধরে রাখতে চাইবে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), জসপ্রীত বুমরাহ ও সূর্যকুমার যাদবকে। বছর ৩৮-এর রোহিত (Rohit Sharma)  সেই দেওয়াললিখন পড়ে নিয়ে নিলামের আগেই চেয়ে নিতে পারেন রিলিজ। ৬ বারের আইপিএল জয়ী তখন অংশ নেবেন নিলামে। তাঁকে পাওয়ার জন্য দড়ি টানাটানিতে যোগ দিতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। তারা দু প্লেসিকে ছাড়তে চলেছে এইবার। কোহলির (Virat Kohli) সাথে পরীক্ষিত ওপেনার হিসেবে কাউকে প্রয়োজন হবে তাদের। ফলে রোহিত হতে পারেন আদর্শ বিকল্প। ২০২৫-এ ট্রফি জিততে মরিয়া আরসিবি। রোহিতের খেতাব জয়ের ‘মিডাস টাচ’-এর কথা মাথায় রেখে তাঁকে করা হতে পারে অধিনায়কও।

দল ছাড়ছেন পন্থ? রয়েছে জল্পনা-

Rishabh Pant | Image: Getty Images
Rishabh Pant | Image: Getty Images

রোহিতের (Rohit Sharma)  পাশাপাশি দলত্যাগের জল্পনা রয়েছে দিল্লী ক্যাপিটালসের ঋষভ পন্থকে (Rishabh Pant) নিয়েও। দিল্লী ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যেই সরিয়ে দিয়েছে তাদের কোচ রিকি পন্টিং-কে। নতুন কোচ হিসেবে কার নাম ঘোষণা করা হয় সেদিকে রয়েছে নজর। পাশাপাশি শোনা গিয়েছে যে নতুন চ্যালেঞ্জের সন্ধানে অধিনায়ক ঋষভও (Rishabh Pant)। ২০১৬ থেকে দিল্লীতে রয়েছেন তিনি। কিন্তু ২০২৫ আইপিএলের মেগা অকশনের আগে তিনি নাকি আর্জি জানাতে পারেন রিলিজের জন্য। বেঙ্গালুরুর মত দিল্লীও (DC) আগামী আইপিএলে মাঠে নামতে চলেছে প্রথম ট্রফির সন্ধানে। নতুন উদ্যমে দল সাজানোর লক্ষ্যে পন্থকে ছাড়তেও সম্ভবত দ্বিধা করবে না তারা। যদি সত্যিই দিল্লী ছাড়েন ঋষভ, সেক্ষেত্রে চেন্নাই সুপার কিংস হতে পারে তাঁর পরবর্তী গন্তব্য। মহেন্দ্র সিং ধোনির জুতোয় পা গলাতে পারেন তিনি। অথবা যেতে পারেন গুজরাত টাইটান্সেও।

Also Read: হার্দিকের উপর অসন্তুষ্ট গম্ভীর, এই বিশেষ কারণেই দেওয়া হলো না অধিনায়কত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *