রাত পোহালেই শুরু টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। আমেরিকা যুক্তরাষ্ট্র বনাম কানাডা ম্যাচ দিয়ে ঢাকে কাঠি পড়ছে টুর্নামেন্টের। ২ জুন থেকে চলবে ২৯ জুন অবধি। মার্কিন মুলুকের সাথে যৌথ আয়োজক হিসেবে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মত হেভিওয়েট দেশদের সাথে ভারতও রয়েছে ফেভারিটের তালিকায়। এগারো বছর বড় মঞ্চে ট্রফির স্বাদ পায় নি তারা। সেই ব্যর্থতার অন্ধকার থেকে বেরিয়ে আসাই এবার লক্ষ্য দলের। ২০২২-এর টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পর থেকে কুড়ি-বিশের ক্রিকেটে বিশেষ পরিকল্পনা নিয়ে এগিয়েছে বিসিসিআই। তা কতদূর কার্যকরী হবে তা বোঝা যাবে এবারের প্রতিযোগিতাতেই। ভালো ফলের প্রার্থনায় দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমী।
৩০ এপ্রিল টি-২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছিলো ভারতীয় ক্রিকেট বোর্ড। মূল স্কোয়াডে ১৫ জনকে রেখেছিলেন অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচকেরা। সাথে রাখা হয়েছিলো চার জন ট্র্যাভেলিং রিজার্ভকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ও ওডিআই বিশ্বকাপ (ICC World Cup) ফাইনালে পা রেখেও গত বছর ট্রফি জেতা হয় নি টিম ইন্ডিয়ার। অধিনায়ক হিসেবে দলকে আইসিসি ট্রফি জেতানোর এটাই হয়ত শেষ সুযোগ রোহিত শর্মার (Rohit Sharma) সামনে। মাঝে শোনা গিয়েছিলো বিরাট কোহলিকে (Virat Kohli) বাদ দিয়ে টি-২০ বিশ্বকাপ খেলতে যাবে ভারত। কিন্তু টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহককে বাদ দেওয়ার সিদ্ধান্ত শেষমেশ আর নেন নি নির্বাচকেরা। দুই মহাতারকার পাশাপাশি নজর রয়েছে ঋষভ পন্থের (Rishabh Pant) দিকে। দীর্ঘ সময় পর জাতীয় দলের জার্সিতে ফিরছেন তিনি। বছর ২৬-এর তরুণকে সম্ভাব্য এক্স-ফ্যাক্টর বাছলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
Read More: T20 World Cup 2024, IND vs BAN Warm Up Match: ভেস্তে যেতে চলেছে ভারত-বাংলাদেশের ওয়ার্ম আপ ম্যাচ, ভিলেন হতে প্রস্তুত বৃষ্টি !!
পন্থের ভূয়সী প্রশংসায় মাতলেন সৌরভ-
গত ২০২২ সালের ৩০ ডিসেম্বর এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্ধকারের অতলে তলিয়ে গিয়েছিলো ঋষভ পন্থের (Rishabh Pant) ক্রিকেট কেরিয়ার। গুরুতর আহত হয়েছিলেন তিনি। ছিঁড়ে গিয়েছিলো হাঁটুর লিগামেন্ট। মুম্বইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে অস্ত্রোপচার হয় তাঁর। এরপর প্রায় ১৪ মাস রিহ্যাব করতে হয়েছে তাঁকে। এক বছরেরও বেশী সময় কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নিতে পারেন নি তিনি। দুর্দান্ত অধ্যবসায় ও মনের জোরের সৌজন্যে শেষমেশ এইবারের আইপিএলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন ঋষভ (Rishabh Pant)। দিল্লী ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশনস হিসেবে খুব কাছ থেকে ঋষভের প্রতিকূলতাকে সরিয়ে রেখে মাঠে ফেরার লড়াইটা দেখেছেন সৌরভ (Sourav Ganguly)। আসন্ন টি-২০ বিশ্বকাপে দিল্লীর তরুণকেই এক্স-ফ্যাক্টর মনে করছেন তিনি।
রেভ স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে টিম ইন্ডিয়ার টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) সম্ভাবনা নিয়ে অকপটে নিজের মত জানিয়েছেন তিনি। আইপিএলে রান না পেলেও রোহিতের টি-২০ বিশ্বকাপে সমস্যা হবে না বলেই মনে করেন তিনি। তবে চিন্তায় রয়েছেন হার্দিককে নিয়ে। যশস্বীকে বাইরে রেখে রোহিত ও কোহলিকে (Virat Kohli) ওপেন করার পরামর্শও দেন তিনি। ঋষভ প্রসঙ্গ ওঠায় সৌরভের মন্তব্য, “ও একজন স্পেশ্যাল প্লেয়ার। কিপিংটাও ঠিকঠাক করে, তবে ব্যাটার হিসেবে অত্যন্ত স্পেশ্যাল। বিশেষ করে যতটা সময় নিয়ে ও ফাস্ট বোলিং খেলে। ও এই দলের একজন খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে চলেছে। বাম হাতি ব্যাটার হিসেবে মিডল অর্ডারে খেলবে। ও বিভিন্ন কোণে শট মারতে পারে। যেটা অসামান্য।” একই সাথে দলকে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জয়ের টোটকার সন্ধানও দিয়েছেন তিনি। সৌরভের পরামর্শ, “মন খুলে খেলো।”
দেখে নিন সম্পূর্ণ সাক্ষাৎকারটি-
EXCLUSIVE 🔴#SouravGanguly: My preference is Virat and Rohit for India’s Opening Duo in the T20 World Cup.
The former Indian captain, concerned about Hardik Pandya’s current form, discusses India’s potential in the upcoming #T20WorldCup and shares insights on Rishabh Pant and… pic.twitter.com/z3TSa1G6sp
— RevSportz (@RevSportz) June 1, 2024