আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) , ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা জুড়ে এবারের বিশ্বকাপের আসর বসতে চলেছে। ভারতীয় দল তাদের প্রথম ম্যাচটি খেলতে চলেছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে আগামী ৫ই জুন. তবে এর আগে আগামীকাল ভারতীয় দল তাদের প্রথম ওয়ার্ম আপ ম্যাচটি খেলতে চলেছে বাংলাদেশের বিরুদ্ধে। প্রস্তুতি ম্যাচে নামার আগেই ভারতীয় দলের একাদশ প্রকাশ্যে আসলো।
আসন্ন বিশ্বকাপ (T20 World Cup 2024) জুড়ে কোন ১১জন দলে সুযোগ বানাবে সে নিয়ে চলছে বেশ চর্চা। ইতিমধ্যেই বিখ্যাত খেলাধুলার ওয়েবসাইট স্পোর্টজ ক্রীড়া প্রকাশ করেছে ভারতীয় দলের বিশ্বকাপের সেরা একাদশ। ওপেনার ব্যাটসম্যান হিসেবে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি তিন নম্বরে ব্যাটিং করতে দেখা যাবে বিরাট কোহলিকে (Virat Kohli)। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক রান বিরাট কোহলির ব্যাট থেকেই এসেছে, যে কারণে এই স্থানে তাকে ছাড়া অন্য কোন ক্রিকেটার কে মানায় না।
Read More: মরসুম শুরুর আগেই বড় চমক দিলো নাইট রাইডার্স, দলে সামিল করলো প্রোটিয়া কিংবদন্তিকে !!
উইকেট রক্ষক হিসাবে সুযোগ পেলেন না পন্থ
চার নম্বরে টি-টোয়েন্টি ক্রিকেটের নাম্বার ওয়ান ব্যাটসম্যান সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) দেখা যাবে। ২০২৩ সালের ডিসেম্বর মাসের পর প্রথম বারের জন্য ভারতের জার্সিতে দেখা যাবে স্কাইকে। এছাড়া উইকেট রক্ষক হিসাবে ঋষভ পন্থের (Rishabh Pant) আগে সঞ্জু স্যামসনকে (Sanju Samson) সুযোগ দেওয়া হয়েছে। আসন্ন বিশ্বকাপের মঞ্চে দলের ফিনিশারের ভূমিকায় অবতীর্ণ হবেন সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং শিভম দুবে (Shivam Dube)। পান্ডিয়া সদ্য সমাপ্ত হওয়া আইপিএলে ছিলেন চরম ফ্লপ এবং শেষের কয়েকটি ম্যাচেও দুবের পারফরমেন্স ছিল খুবই সাধারণ।
দলে সুযোগ হলো না চাহালের
একমাত্র স্পিন অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja) সুযোগ দিয়েছে। এছাড়া দলে স্পিনারদের ভূমিকায় জুজুভেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) আগে বাম হাতী স্পিনার কুলদীপ যাদবকে দেখা যাবে (Kuldeep Yadav)। এছাড়া দলের পেসারদের ভূমিকায় প্রমুখ পেসার হিসাবে বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), তবে বুমরাহের সাথী হিসাবে মোহম্মদ সিরাজের আগে দলে সুযোগ দেওয়া হলো অর্ষদীপ সিংকে (Arshdeep Singh)। গত বিশ্বকাপে ভারতীয় দলের স্টার পারফর্মার ছিলেন তিনি।
ভারতীয় দলের সম্ভব্য একাদশ
রোহিত শর্মা (C), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (WK), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, অর্ষদীপ সিং।