ভারত বনাম পাকিস্তান (IND vs PAK), নিঃসন্দেহে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে চর্চিত প্রতিদ্বন্দ্বিতা। উপমহাদেশের দুই ক্রিকেটীয় শক্তি বিশ্বের যে প্রান্তেই মুখোমুখি হোক না কেন, শূন্য থাকে না গ্যালারির একটি আসনও। সমর্থকরা বছরভর মুখিয়ে থাকেন দুই পড়শি দেশের বাইশ গজের যুদ্ধ উপভোগ করবেন বলে। কূটনৈতিক কারণে দীর্ঘসময় দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ দুই দেশের মধ্যে। শেষবার ২০০৭ সালে টেস্ট সিরিজ খেলেছিলো দুই শিবির। ওয়ান ডে সিরিজ শেষ হয়েছিলো ২০১২ সালে। কেবল এশিয়া কাপ, টি-২০ বিশ্বকাপ বা ওডিআই বিশ্বকাপের মত বহুদলীয় প্রতিযোগিতা ছাড়া একে অপরের বিরুদ্ধে এখন আর মাঠে নামে না ভারত ও পাকিস্তান (IND vs PAK)।
গত বছর এশিয়া কাপ ও বিশ্বকাপের মঞ্চে তিনবার সম্মুখসমরে নেমেছিলো দুই দল। একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিলো, দুটি ম্যাচে বাজিমাত করেছিলো টিম ইন্ডিয়া (Team India)। আবার আগামী ৯ জুন টি-২০ বিশ্বকাপের আসরে রয়েছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। নিউ ইয়র্কের নাসাও কাউন্টিতে এই ম্যাচের জন্য তৈরি করা হচ্ছে ৩৪০০০ আসনবিশিষ্ট একটি নতুন স্টেডিয়াম। জোরকদমে চলছে কাজ। ইতিমধ্যে টি-২০ বিশ্বকাপের আয়োজক সংস্থা আইসিসি’ও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে সেই স্টেডিয়ামের নির্মাণকার্যের ছবি। টি-২০ বিশ্বকাপের ম্যাচ ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে এখন থেকেই। এই আবহেই আরও এক চমকপ্রদ তথ্য মিললো সংবাদমাধ্যম সূত্রে। জানা গেলো ফিরতে পারে ভারত-পাক (IND vs PAK) দ্বিপাক্ষিক সিরিজ।
Read More: IPL 2024: “শেষ দু’বছরের কামানো সব ইজ্জত খুইয়ে…”, দিল্লির কাছে ফের হারতেই নোংরা ট্রোলের শিকার GT !!
রাজী পাকিস্তান, ভারতের কোর্টে বল ঠেলছে পিসিবি-
দিনকয়েক আগে এক সাক্ষাৎকারে ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) জানিয়েছিলেন পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলতে আগ্রহী তিনি। প্রশ্নকর্তা মাইকেল ভন জিজ্ঞেস করেছিলেন যে ভারত-পাক টেস্ট ম্যাচ লাল বলের ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধির ক্ষেত্রে কি কার্যকরী হবে? উত্তরে রোহিত জানান, “আমি তেমনটাই বিশ্বাস করি। ওরা ভালো দল। দারুণ বোলিং আক্রমণ। জমাটি লড়াই হবে, বিশেষ করে যদি বাইরের দেশে খেলা হয়। আমি মুখিয়ে থাকবো এই ম্যাচ খেলতে। দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে।” ভারত অধিনায়কের মন্তব্যের পরেই ছড়িয়ে পড়েছিলো ভারত-পাক ক্রিকেটীয় সম্পর্ক সহজ হওয়ার গুঞ্জন। অনেকেই দ্বিপাক্ষিক সিরিজ চেয়ে আবেদন জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়।
রোহিতের মন্তব্যের দিনকয়েকের মধ্যেই পিসিবি’র তরফ থেকে ইতিবাচক সাড়া মিললো। সামনের বছর চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার কথা পাকিস্তানের। ভারত আদৌ খেলতে যাবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। এশিয়া কাপ খেলতে গত বছর যায় নি ‘মেন ইন ব্লু।’ চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে সেই জটিলতা যাতে না হয়, তা নিশ্চিত করতেই দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তাব রাখছে পড়শি দেশের বোর্ড। ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-কে পাক বোর্ড সূত্র জানিয়েছে, “পিসিবি প্রধান মহসীন নকভি ইতিমধ্যেই জানিয়েছেন যে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এলে পাকিস্তানও কোনো নিরপেক্ষ ভেন্যুতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রাজী রয়েছে।” যদিও এই প্রস্তাব আদৌ বিসিসিআই মানবে কিনা তা নিশ্চিত নয়। ইতিমধ্যে ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছে টিম ইন্ডিয়া পেরোচ্ছে না ওয়াঘা সীমান্ত।