আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে চলছে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ক্রিকেট বহুল প্রচলিত। এর আগে ওডিআই বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ-আইসিসি আয়োজিত সাদা বলের দুই টুর্নামেন্টই আয়োজন করেছে তারা। তবে আমেরিকার মাটিতে প্রথমবার কোনো প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতার আসর বসেছে এবার। নিউ ইয়র্ক, ডালাস ও ফ্লোরিডা-মার্কিন মুলুকের তিন প্রান্তের তিন শহরকে চিহ্নিত করা হয়েছিলো ভেন্যু হিসেবে। বৃষ্টির কারণে ফ্লোরিডাতে এখনও অবধি ম্যাচ হয় নি। কিন্তু নিউ ইয়র্ক ও টেক্সাসে বাইশ গজের লড়াইকে ঘিরে অভূতপূর্ব সাড়া মিলেছে। ভারত-পাক ম্যাচে নাসাও কাউন্টির নবনির্মিত স্টেডিয়ামে একটি আসনও খালি ছিলো না।
ধীরে ধীরে সুপার এইট পর্বের দিকে এগোচ্ছে ২০২৪-এর টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে অধিকাংশ দলই। পয়েন্টের হিসেবে শীর্ষে থাকা দুটি করে দল পা রাখবে সুপার এইটে। সেই আট দলকে আবার দুই গ্রুপে ভাগ করে এগোবে টুর্নামেন্ট। শীর্ষ দুটি করে দল যাবে সেমিফাইনালে। তারপর শেষ চারের যুদ্ধে জয়ী দুই দল মুখোমুখি হবে খেতাবী যুদ্ধে। মার্কিন যুক্তরাষ্ট্রে বাকি রয়েছে আর মাত্র ৩টি ম্যাচ। তারপরের অংশটুকু সম্পূর্ণটাই আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ। ২০২৪-এর টুর্নামেন্ট চলাকালীনই ২০২৬-এর কুড়ি-বিশের বিশ্বযুদ্ধ (T20 World Cup) নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে আইসিসি। অন্তত ৮টি দল এবারের প্রতিযোগিতা থেকেই আগামী সংস্করণের টিকিট আদায় করে নিতে চলেছে।
Read More: ব্রেকিং নিউজ: আমেরিকার বিরুদ্ধে ম্যাচেই দল থেকে ‘ভ্যানিশ’ এই ভারতীয় ক্রিকেটার, জারি হলো নিখোঁজ সংবাদ !!
রক্ষা পেলো শ্রীলঙ্কা, প্রশ্নের মুখে পাক শিবির-
আইসিসি জানিয়েছে যে এই টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) যে আটটি দল সুপার এইটের যোগ্যতা অর্জন করতে পারবে তারা সরাসরি ২০২৬-এর টি-২০ বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাবে। ইতিমধ্যেই ভারত (IND), অস্ট্রেলিয়া (AUS), ওয়েস্ট ইন্ডিজ (WI), দক্ষিণ আফ্রিকার (SA) মত দেশ গ্রুপ পর্বের বাধা টপকে পৌঁছে গিয়েছে শেষ আটে। পরবর্তী সংস্করণে নিশ্চিত তারা। ‘মেন ইন ব্লু’র অবশ্য যোগ্যতা অর্জনের চিন্তা ছিলো না। আগামী টুর্নামেন্টের আয়োজক হিসেবে জায়গা নিশ্চিত ছিলো তাদের। ২০২৬ সালে ভারতের সাথে যৌথ আয়োজক হিসেবে রয়েছে শ্রীলঙ্কা (SL)। যার ফলে গ্রুপ পর্বে তিন ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে প্রায় ছিটকে যাওয়ার মুখে দাঁড়িয়ে থাকা লঙ্কান ব্রিগেড’কেও যোগ্যতা অর্জন পর্বে মাঠে নামতে হবে না।
বাংলাদেশ (BAN), আফগানিস্তান (AFG), মার্কিন যুক্তরাষ্ট্র (USA), স্কটল্যান্ডের (SCO) মত দল রয়েছে যোগ্যতা অর্জনের দৌড়ে। তবে যে পথে এগোচ্ছে এবারের টি-২০ বিশ্বকাপ, তাতে পরবর্তী সংস্করণে অংশ নিতে যোগ্যতা অর্জন পর্বের বাধার মুখে পড়তে হতে পারে বেশ কিছু হেভিওয়েট দলকে। তালিকায় রয়েছে পাকিস্তান (PAK), নিউজিল্যান্ড (NZ) ও ইংল্যান্ড (ENG)। গ্রুপ-এ’তে ৩ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে চাপে রয়েছে পাক শিবির। আমেরিকা যুক্তরাষ্ট্র যদি হারায় আয়ারল্যান্ডকে, অথবা ভেস্তে যায় ম্যাচ, তাহলেই ছিটকে যাবে তারা। ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে বিদায়ের মুখে নিউজিল্যান্ডও। ২০২২-এর চ্যাম্পিয়ন ইংল্যান্ড ২ ম্যাচ থেকে পেয়েছে ১ পয়েন্ট। নামিবিয়া বা ওমানের বিরুদ্ধে যদি সম্পূর্ণ পয়েন্ট না পায় তারা, তাহলে চিন্তা বাড়বে বাটলারদের।