টি-২০ বিশ্বকাপের জন্য প্রস্তুত নিউজিল্যান্ড, শক্তিশালী স্কোয়াড ঘোষণা কিউই শিবিরের !!

অপেক্ষা আর মাসখানেকের। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে জুন মাসের গোড়াতেই বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের (T20 world Cup) আসর। ইতিমধ্যেই ক্রিকেট অনুরাগীদের মধ্যে চড়তে শুরু করেছে প্রত্যাশার পারদ। নতুন ফর্ম্যাটে, ২০ দল নিয়ে আয়োজিত হতে চলেছে এবারের টুর্নামেন্ট। খেতাব জেতার ব্যপারে অন্যতম ফেয়ারিট নিউজিল্যান্ড। ব্ল্যাক ক্যাপসরা ২০২১ সালে ফাইনাল থেকে ফিরেছিলো খালি হাতে, ২০২২-এর […]

নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল (New Zealand National Cricket Team)-

ক্রিকেটকে বলা হয় জেন্টলম্যানস গেম বা ভদ্রলোকের খেলা। বাইশ গজের দুনিয়ায় খেলোয়াড়োচিত মনভাবের জন্য সুবিদিত দলগুলির মধ্যে অন্যতম নিউজিল্যান্ড (New Zealand Cricket Team)। ১৮৯৪ সালে নিউজিল্যান্ড ক্রিকেট দলের স্থাপনা হলেও তারা প্রথম টেস্ট ম্যাচ খেলে ১৯৩০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ক্রাইস্টচার্চের মাঠে। লাল বলের লড়াইতে প্রথম জয় অর্জন করতে নিউজিল্যান্ডকে অপেক্ষা করতে হয়েছিলো ২৬ বছর। ১৯৫৬ সালে তারা প্রথম হারায় ওয়েস্ট ইন্ডিজকে। ইডেন পার্কের মাঠে রচিত হয় ইতিহাস। পাকিস্তানের বিরুদ্ধে ১৯৭২-৭৩ মরসুমে নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ খেলে।

গত শতকের অধিকাংশ সময়েই ‘চোকার্স’ তকমা গায়ে লাগিয়ে মাঠে নেমেছে নিউজিল্যান্ড জাতীয় দল (New Zealand Cricket Team)। একাধিক বড় টুর্নামেন্টে ফাইনাল বা সেমফাইনাল থেকে খালি হাতে ফিরতে হয়েছিলো তাদের। ছবিতে খানিক বদল আসে ২০০০ সালে। যখন ভারতকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে। এরপরের বড় সাফল্য অবশ্যই ২০১৫ সালে। নিউজিল্যান্ড দল ওডিআই বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছিলো ব্রেন্ডন ম্যাকালামের অধিনায়কত্বে। মেলবোর্নে যদিও অস্ট্রেলিয়া হারিয়ে দেয় তাদের। ২০১৯ বিশ্বকাপেও ফাইনাল খেলে তারা। বিতর্কিত ম্যাচ জেতে ইংল্যান্ড। ২০২১-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে দ্বিতীয় আইসিসি ট্রফি ঘরে তোলে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল সম্পর্কীত তথ্যাবলী (New Zealand Cricket Team General Information)-

সম্পূর্ণ নাম নিউজিল্যান্ড ক্রিকেট দল
ডাক নাম কিউই, ব্ল্যাক ক্যাপস
স্থাপনা ১৮৯৪
নিয়ামক সংস্থা নিউজিল্যান্ড ক্রিকেট (NZC)
সভাপতি/চেয়ারম্যান লেসলি মার্ডক
হেড কোচ গ্যারি স্টেড
ক্যাপ্টেন টিম সাউদী (টেস্ট), কেন উইলিয়ামসন (ওডিআই, টি-২০)
ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া ফেসবুক- @blackcapsfan/
ইন্সটাগ্রাম- @blackcapsnz
ট্যুইটার (X)- @BLACKCAPS
ওয়েবসাইট- https://www.nzc.nz/
ই-মেল [email protected]
সম্পূর্ণ ঠিকানা লেভেল ৪ ৮ নিউজেন্ট স্ট্রিট, গ্রাফটন, অকল্যান্ড ১০২৩
নেট ওয়ার্থ (২০২৩-২৪) ৯ মিলিয়ন মার্কিন ডলার (৭৫,০৩,৩৪,০৫০ টাকা)
স্পন্সর এ এন জি, আশাহি, ক্যান্টারবেরি, ড্রিম ইলেভেন, ডিওলাক্স, ফোর্ড, জিলেট, কে এফ সি, লাইফ ডায়রেক্ট, স্পার্ক।

নিউজিল্যান্ড ক্রিকেট দলের ইতিহাস (New Zealand Team’s History in Bengali)-

  • ১৮৯৪ সালের ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি নিউ সাউথ ওয়েলসের বিরুদ্ধে ক্রাইস্টচার্চের ল্যাঙ্কাস্টার পার্কের মাঠে একটি দল নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করে। এই দলকেই প্রথম নিউজিল্যান্ড দলের স্বীকৃতি দেওয়া হয়ে থাকে। সেই ম্যাচে নিউ সাউথ ওয়েলস ১৬০ রানের ব্যবধানে জেতে। ১৮৯৫-৯৬ মরসুমে ফের ম্যাচ হয় দুই শিবিরের মধ্যে। নিউজিল্যান্ড সেই ম্যাচে জেতে ১৪২ রানের ব্যবধানে।
  • নিউজিল্যান্ড প্রথম আন্তর্জাতিক ম্যাচ (টেস্ট নয়) খেলে প্রতিবেশী অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে ১৯০৪-০৫ মরসুমে। ভিক্টর ট্রাম্পার, ক্লেম হিল, ওয়ারউইক আর্মস্ট্রং-এর মত তারকাদের নিয়ে গড়া অজি শিবিরের বিরুদ্ধে বৃষ্টি প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে রক্ষা করলেও দ্বিতীয় ম্যাচে তাদের হারতে হয় ইনিংস ও ৩৫৮ রানের ব্যবধানে।
  • ১৯৩০ সালে নিউজিল্যান্ড প্রথম সরকারী টেস্ট ম্যাচ খেলে ইংল্যান্ডের বিরুদ্ধে ক্রাইস্টচার্চের মাঠে।
  • প্রথম টেস্ট খেলার ২৬ বছর পর, ১৯৫৬ সালে প্রথমবার টেস্ট ক্রিকেটে জয়লাভ করে নিউজিল্যান্ড। অকল্যান্ডের ইডেন পার্কে তারা ক্যারিবিয়ানদের হারায় ১৯০ রানে। ম্যাচে নিউজিল্যান্ডের অধিনায়ক ছিলেন জন রিড। পরবর্তী ২০ বছরে অবশ্য তারা মাত্র ৭টি টেস্ট জিতেছিলো।
  • ১৯৯২ সালের ওডিআই বিশ্বকাপে আশা জাগিয়েও ব্যর্থ হয় নিউজিল্যান্ড। পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালে হেরে ছিটকে গিয়েছিলো তারা।
  • আইসিসি আয়োজিত প্রথম সাদা বলের প্রতিযোগিতা জয়ের জন্য নিউজিল্যান্ডকে অপেক্ষা করতে হয়েছিলো ২০০০ সাল অবধি। নাইরোবিতে ভারতকে হারিয়ে তারা আইসিসি নক-আউট (চ্যাম্পিয়ন্স ট্রফি) জিতেছিলো।
  • ২০২১ সালে ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জয় নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ সাফল্য।

বর্তমান নিউজিল্যান্ড স্কোয়াড (Present New Zealand Squad in Bengali)-

নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড (New Zealand Test Squad in Bengali)-

নাম ভূমিকা খেলার ধরণ জার্সি নম্বর
টিম সাউদী (অধিনায়ক) বোলার ডান হাতি ব্যাটার

ডান হাতি মিডিয়াম ফাস্ট বোলার

৩৮
কেন উইলিয়ামসন ব্যাটার ডান হাতি ব্যাটার

ডান হাতি অফব্রেক বোলার

২২
টম ব্লান্ডেল উইকেটরক্ষক-ব্যাটার ডান হাতি ব্যাটার

ডান হাতি অফব্রেক বোলার

৬৬
রচিন রবীন্দ্র অলরাউন্ডার বাম হাতি ব্যাটার

বাম হাতি অর্থোডক্স বোলার

মাইকেল ব্রেসওয়েল অলরাউন্ডার বাম হাতি ব্যাটার

ডান হাতি অফব্রেক বোলার

ডেভন কনওয়ে উইকেটরক্ষক-ব্যাটার বাম হাতি ব্যাটার

ডান হাতি মিডিয়াম ফাস্ট বোলার

৮৮
উইলিয়াম ও’ রুরকে বোলার ডান হাতি ব্যাটার

ডান হাতি মিডিয়াম ফাস্ট বোলার

কাইল জেমিসন বোলার ডান হাতি ব্যাটার

ডান হাতি মিডিয়াম ফাস্ট বোলার

১২
টম ল্যাথাম উইকেটরক্ষক-ব্যাটার বাম হাতি ব্যাটার

ডান হাতি মিডিয়াম ফাস্ট বোলার

৪৮
ড্যারিল মিচেল অলরাউন্ডার ডান হাতি ব্যাটার

ডান হাতি মিডিয়াম ফাস্ট বোলার

৭৫
হেনরি নিকোলস ব্যাটার বাম হাতি ব্যাটার

ডান হাতি অফব্রেক বোলার

৮৬
আজাজ প্যাটেল বোলার বাম হাতি ব্যাটার

বাম হাতি স্লো অর্থোডক্স স্পিনার

২৪
গ্লেন ফিলিপস উইকেটরক্ষক-ব্যাটার ডান হাতি ব্যাটার

ডান হাতি অফব্রেক বোলার

২৩
মিচেল স্যান্টনার বোলার বাম হাতি ব্যাটার

বাম হাতি স্লো অর্থোডক্স স্পিনার

৭৪
উইল ইয়ং ব্যাটার ডান হাতি ব্যাটার

ডান হাতি অফব্রেক

৩২
ডাগ ব্রেসওয়েল বোলার ডান হাতি ব্যাটার

ডান হাতি মিডিয়াম ফাস্ট বোলার

৩৪
ঈশ সোধি বোলার ডান হাতি ব্যাটার

ডান হাতি লেগব্রেক বোলার

৬১
ব্লেয়ার টিকনার বোলার ডান হাতি ব্যাটার

ডান হাতি মিডিয়াম ফাস্ট বোলার

১৩
ম্যাট হেনরি বোলার ডান হাতি ব্যাটার

ডান হাতি ফাস্ট মিডিয়াম বোলার

২১

নিউজিল্যান্ড ওডিআই স্কোয়াড (New Zealand ODI Squad in Bengali)-

নাম ভূমিকা খেলার ধরণ জার্সি নম্বর
কেন উইলিয়ামসন (অধিনায়ক) ব্যাটার ডান হাতি ব্যাটার

ডান হাতি অফব্রেক বোলার

২২
টম ল্যাথাম উইকেটরক্ষক-ব্যাটার বাম হাতি ব্যাটার

ডান হাতি মিডিয়াম ফাস্ট বোলার

৪৮
ফিন অ্যালেন উইকেটরক্ষক-ব্যাটার ডান হাতি ব্যাটার

উইকেটরক্ষক

১৬
টম ব্লান্ডেল উইকেটরক্ষক-ব্যাটার ডান হাতি ব্যাটার

ডান হাতি অফব্রেক বোলার

৬৬
জেকব ডাফি বোলার ডান হাতি ব্যাটার

ডান হাতি ফাস্ট মিডিয়াম বোলার

২৭
চ্যাড বাওয়েস ব্যাটার ডান হাতি ব্যাটার

ডান হাতি মিডিয়াম পেস বোলার

৩০
কোল ম্যাককনচি অলরাউন্ডার ডান হাতি ব্যাটার

ডান হাতি অফব্রেক বোলার

৪৪
ডেভন কনওয়ে উইকেটরক্ষক-ব্যাটার বাম হাতি ব্যাটার

ডান হাতি মিডিয়াম ফাস্ট বোলার

৮৮
মার্ক চাপম্যান অলরাউন্ডার বাম হাতি ব্যাটার

বাম হাতি স্লো অর্থোডক্স স্পিনার

৮০
লকি ফার্গুসন বোলার ডান হাতি ব্যাটার

ডান হাতি ফাস্ট বোলার

৬৯
ড্যারিল মিচেল অলরাউন্ডার ডান হাতি ব্যাটার

ডান হাতি মিডিয়াম ফাস্ট বোলার

৭৫
জেমস নীশম অলরাউন্ডার বাম হাতি ব্যাটার

ডান হাতি ফাস্ট মিডিয়াম বোলার

৫০
হেনরি নিকোলস ব্যাটার বাম হাতি ব্যাটার

ডান হাতি অফব্রেক বোলার

৮৬
গ্লেন ফিলিপস উইকেটরক্ষক-ব্যাটার ডান হাতি ব্যাটার

ডান হাতি অফব্রেক বোলার

২৩
মিচেল স্যান্টনার বোলার বাম হাতি ব্যাটার

বাম হাতি স্লো অর্থোডক্স স্পিনার

৭৪
ঈশ সোধি বোলার ডান হাতি ব্যাটার

ডান হাতি লেগব্রেক বোলার

৬১
অ্যাডাম মিলনে বোলার ডান হাতি ব্যাটার

ডান হাতি ফাস্ট বোলার

২০
ট্রেন্ট বোল্ট বোলার বাম হাতি ব্যাটার

বাম হাতি ফাস্ট মিডিয়াম বোলার

১৮
কাইল জেমিসন বোলার ডান হাতি ব্যাটার

ডান হাতি মিডিয়াম ফাস্ট বোলার

১২
টিম সাউদী বোলার ডান হাতি ব্যাটার

ডান হাতি মিডিয়াম ফাস্ট বোলার

৩৮
উইল ইয়ং ব্যাটার ডান হাতি ব্যাটার

ডান হাতি অফব্রেক বোলার

৩২
হেনরি শিপলি বোলার ডান হাতি ব্যাটার

ডান হাতি মিডিয়াম ফাস্ট বোলার

৪৬
রচিন রবীন্দ্র অলরাউন্ডার বাম হাতি ব্যাটার

বাম হাতি অর্থোডক্স বোলার

বেন লিস্টার বোলার ডান হাতি বোলার

বাম হাতি ফাস্ট মিডিয়াম

১৭
ব্লেয়ার টিকনার বোলার ডান হাতি ব্যাটার

ডান হাতি মিডিয়াম ফাস্ট বোলার

১৩
আদিত্য অশোক বোলার ডান হাতি ব্যাটার

ডান হাতি লেগব্রেক বোলার

উইলিয়াম ও’ রুরকে বোলার ডান হাতি ব্যাটার

ডান হাতি মিডিয়াম ফাস্ট বোলার

জশ ক্লার্কসন অলরাউন্ডার ডান হাতি ব্যাটার

ডান হাতি মিডিয়াম ফাস্ট বোলার

২৬
ডিন ফক্সক্রফট অলরাউন্ডার ডান হাতি ব্যাটার

ডান হাতি অফব্রেক বোলার

৩২
ম্যাট হেনরি বোলার ডান হাতি ব্যাটার

ডান হাতি ফাস্ট মিডিয়াম বোলার

২১

নিউজিল্যান্ড টি-২০ স্কোয়াড (New Zealand T20 Squad in Bengali)-

নাম ভূমিকা খেলার ধরণ জার্সি নম্বর
কেন উইলিয়ামসন (অধিনায়ক) ব্যাটার ডান হাতি ব্যাটার

ডান হাতি অফব্রেক বোলার

২২
চ্যাড বাওয়েস ব্যাটার ডান হাতি ব্যাটার

ডান হাতি মিডিয়াম পেস বোলার

৩০
ট্রেন্ট বোল্ট বোলার বাম হাতি ব্যাটার

বাম হাতি ফাস্ট মিডিয়াম বোলার

১৮
ডেভন কনওয়ে উইকেটরক্ষক-ব্যাটার বাম হাতি ব্যাটার

ডান হাতি মিডিয়াম ফাস্ট বোলার

৮৮
জেকব ডাফি বোলার ডান হাতি ব্যাটার

ডান হাতি ফাস্ট মিডিয়াম বোলার

২৭
ব্লেয়ার টিকনার বোলার ডান হাতি ব্যাটার

ডান হাতি মিডিয়াম ফাস্ট বোলার

১৩
রচিন রবীন্দ্র অলরাউন্ডার বাম হাতি ব্যাটার

বাম হাতি অর্থোডক্স বোলার

ড্যারিল মিচেল অলরাউন্ডার ডান হাতি ব্যাটার

ডান হাতি মিডিয়াম ফাস্ট বোলার

৭৫
ঈশ সোধি বোলার ডান হাতি ব্যাটার

ডান হাতি লেগব্রেক বোলার

৬১
গ্লেন ফিলিপস উইকেটরক্ষক-ব্যাটার ডান হাতি ব্যাটার

ডান হাতি অফব্রেক বোলার

২৩
মিচেল স্যান্টনার বোলার বাম হাতি ব্যাটার

বাম হাতি স্লো অর্থোডক্স স্পিনার

৭৪
ফিন অ্যালেন উইকেটরক্ষক-ব্যাটার ডান হাতি ব্যাটার

উইকেটরক্ষক

১৬
মার্ক চাপম্যান অলরাউন্ডার বাম হাতি ব্যাটার

বাম হাতি স্লো অর্থোডক্স স্পিনার

৮০
জশ ক্লার্কসন অলরাউন্ডার ডান হাতি ব্যাটার

ডান হাতি মিডিয়াম ফাস্ট বোলার

২৬
লকি ফার্গুসন বোলার ডান হাতি ব্যাটার

ডান হাতি ফাস্ট বোলার

৬৯
ডিন ফক্সক্রফট অলরাউন্ডার ডান হাতি ব্যাটার

ডান হাতি অফব্রেক বোলার

৩২
কাইল জেমিসন বোলার ডান হাতি ব্যাটার

ডান হাতি মিডিয়াম ফাস্ট বোলার

১২
টম ল্যাথাম উইকেটরক্ষক-ব্যাটার বাম হাতি ব্যাটার

ডান হাতি মিডিয়াম ফাস্ট বোলার

৪৮
বেন লিস্টার বোলার ডান হাতি বোলার

বাম হাতি ফাস্ট মিডিয়াম

১৭
অ্যাডাম মিলনে বোলার ডান হাতি ব্যাটার

ডান হাতি ফাস্ট বোলার

২০
কোল ম্যাককনচি অলরাউন্ডার ডান হাতি ব্যাটার

ডান হাতি অফব্রেক বোলার

৪৪
টিম সিফার্ট উইকেটরক্ষক-ব্যাটার ডান হাতি ব্যাটার

উইকেটরক্ষক

৪৩
হেনরি শিপলি বোলার ডান হাতি ব্যাটার

ডান হাতি মিডিয়াম ফাস্ট বোলার

৪৬
টিম সাউদী বোলার ডান হাতি ব্যাটার

ডান হাতি মিডিয়াম ফাস্ট বোলার

৩৮
উইল ইয়ং ব্যাটার ডান হাতি ব্যাটার

ডান হাতি অফব্রেক বোলার

৩২
জেমস নীশম অলরাউন্ডার বাম হাতি ব্যাটার

ডান হাতি ফাস্ট মিডিয়াম বোলার

৫০
ডিন ক্লিভার উইকেটরক্ষক-ব্যাটার ডান হাতি ব্যাটার

ডান হাতি লেগব্রেক বোলার

১৫
ম্যাট হেনরি বোলার ডান হাতি ব্যাটার

ডান হাতি ফাস্ট মিডিয়াম বোলার

২১

আইসিসি প্রতিযোগিতায় নিউজিল্যান্ড জাতীয় দলের পারফর্ম্যান্স-

  • ১৯৯২ সালের ওডিআই বিশ্বকাপে নিউজিল্যান্ড সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে হেরে ছিটকে গিয়েছিলো।
  • ২০১৫ সালের ওডিআই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিউজিল্যান্ড ফাইনালে পৌঁছেছিলো। কিন্তু মেলবোর্নের এমসিজি’তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে থমকে গিয়েছিলো তাদের বিশ্বজয়ের স্বপ্ন।
  • ২০১৯ সালে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে জায়গা করে নিয়েছিলো নিউজিল্যান্ড। ফাইনালে নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে ম্যাচ ড্র হয়। টাই হয় সুপার ওভারও। এরপর বিতর্কিত বাউন্ডারি কাউন্ট নিয়মে জয়ী ঘোষণা করা হয় ইংল্যান্ডকে।
  • ২০০০ সালে ভারতকে হারিয়ে নিউজিল্যান্ড প্রথম আইসিসি ট্রফির স্বাদ পায়। নাইরোবিতে তারা জেতে চ্যাম্পিয়ন্স ট্রফি। নিউজিল্যান্ড অধিনায়ক ছিলেন স্টিফেন ফ্লেমিং।
  • ২০১৯-২০২১ সালের টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ চক্রের ফাইনালে নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিলো ভারতের। সাউদাম্পটনের মাঠে ভারতকে হারিয়ে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জয়ী হয় তারা। কিউই ক্যাপ্টেন ছিলেন কেন উইলিয়ামসন।

নিউজিল্যান্ড ক্রিকেটারদের পরিসংখ্যান (New Zealand Players’ Stats)-

টেস্টে সেরা পাঁচ ব্যাটার-

        নাম ম্যাচ মোট রান ব্যাটিং গড় শতরান অর্ধশতরান সর্বোচ্চ
কেন উইলিয়ামসন ১০০ ৮৭৪৩ ৫৪.৯৮ ৩২ ৩৪ ২৫১
রস টেলস ১১২ ৭৬৮৩ ৪৪.৬৬ ১৯ ৩৫ ২৯০
স্টিফেন ফ্লেমিং ১১১ ৭১৭২ ৪০.৬০ ০৯ ৪৬ ২৭৪
ব্রেন্ডন ম্যাকালাম ১০১ ৬৪৫৩ ৩৮.৬৪ ১২ ৩১ ৩০২*
মার্টিন ক্রো ৭৭ ৫৪৪৪ ৪৫.৩৬ ১৭ ১৮ ২৯৯

টেস্টে সেরা পাঁচ বোলার-

    নাম ম্যাচ উইকেট বোলিং গড় ইনিংসে ৫ উইকেট ম্যাচে ১০ উইকেট সর্বোচ্চ
রিচার্ড হ্যাডলি ৮৬ ৪৩১ ২২.২৯ ৩৬ ০৯ ৯/৫২
টিম সাউদী ১০০ ৩৮০ ২৯.৬১ ১৫ ০১ ৭/৬৪
ড্যানিয়েল ভেত্তরি ১১২ ৩৬১ ৩৪.১৫ ২০ ০৩ ৭/৮৭
ট্রেন্ট বোল্ট ৭৮ ৩১৭ ২৭.৪৯ ১০ ০১ ৬/৩০
নিল ওয়াগনার ৬৪ ২৬০ ২৭.৫৭ ০৯ ০০ ৭/৩৯

ওডিআই’তে সেরা পাঁচ ব্যাটার-

নাম ম্যাচ মোট রান ব্যাটিং গড় শতরান অর্ধশতরান সর্বোচ্চ
রস টেলর ২৩৬ ৮৬০৭ ৪৭.৫৫ ২১ ৫১ ১৮১*
স্টিফেন ফ্লেমিং ২৭৯ ৮০০৭ ৩২.৪১ ০৮ ৪৯ ১৩৪*
মার্টিন গাপ্টিল ১৯৮ ৭৩৪৬ ৪১.৭৩ ১৮ ৩৯ ২৩৭*
নাথান অ্যাশলে ২২৩ ৭০৯০ ৩৪.৯২ ১৬ ৪১ ১৪৫*
কেন উইলিয়ামসন ১৬৫ ৬৮১০ ৪৮.৬৪ ১৩ ৪৫ ১৪৮

ওডিআই’তে সেরা পাঁচ বোলার-

    নাম ম্যাচ উইকেট বোলিং গড় ইনিংসে ৫ উইকেট সর্বোচ্চ
ড্যানিয়েল ভেত্তরি ২৯১ ২৯৭ ৩১.৯৬ ০২ ৫/৭
কাইল মিলস ১৭০ ২৪০ ২৭.০২ ০১ ৫/২৫
টিম সাউদী ১৬১ ২২১ ৩৩.৭০ ০৩ ৭/৩৩
ট্রেন্ট বোল্ট ১১৪ ২১১ ২৪.৩৯ ০৬ ৭/৩৪
ক্রিস হ্যারিস ২৫০ ২০৩ ৩৭.৫০ ০১ ৫/৪২

টি-২০তে সেরা পাঁচ ব্যাটার-

নাম ম্যাচ মোট রান ব্যাটিং গড় শতরান অর্ধশতরান সর্বোচ্চ
মার্টিন গাপ্টিল ১২২ ৩৫৩১ ৩১.৮১ ০২ ২০ ১০৫
কেন উইলিয়ামসন ৮৯ ২৫৪৭ ৩৩.৯৬ ০০ ১৮ ৯৫
ব্রেন্ডন ম্যাকালাম ৭১ ২১৪০ ৩৫.৬৬ ০২ ১৩ ১২৩
রস টেলর ১০২ ১৯০৯ ২৬.১৫ ০০ ০৭ ৬৩
গ্লেন ফিলিপস ৭৪ ১৮১৭ ৩৩.০৩ ০২ ১০ ১০৮

টি-২০তে সেরা পাঁচ বোলার-

    নাম ম্যাচ উইকেট বোলিং গড় ইনিংসে ৫ উইকেট সর্বোচ্চ
টিম সাউদী ১২৩ ১৫৭ ২৩.১৫ ০২ ৫/১৭
ঈশ সোধি ১১৩ ১৩৩ ২৩.০৫ ০০ ৪/২৮
মিচেল স্যান্টনার ১০০ ১১১ ২২.১৩ ০০ ৪/১১
ট্রেন্ট বোল্ট ৫৭ ৭৪ ২৩.২৪ ০০ ৪/১৩
অ্যাডাম মিলনে ৫৩ ৬১ ২৪.৯৮ ০১ ৫/২৬

নিউজিল্যান্ডের প্রধান স্টেডিয়ামগুলি (Famous Stadiums in New Zealand in Bengali)-

  • বেসিন রিজার্ভ, ওয়েলিংটন
  • ইডেন পার্ক, অকল্যান্ড
  • ম্যাকলিন পার্ক, নেপিয়ার
  • হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ
  • সেডন পার্ক, হ্যামিল্টন
  • বে ওভাল, মাউন্ট মঙ্গানুই

নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট সম্পর্কীত কিছু প্রশ্নাবলী (New Zealand National Cricket Team FAQs)-

বর্তমানে নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক কে?

বর্তমানে নিউজিল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক টিম সাউদী। ওয়ান ডে ও টি-২০ দলের অধিনায়ক কেন উইলিয়ামসন।

নিউজিল্যান্ড আইসিসি আয়োজিত কোন প্রতিযোগিতাগুলিতে জয় পেয়েছে?

নিউজিল্যান্ড ২০০০ সালে আইসিসি আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে। ২০২১ সালে জেতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ।

নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল কোন নামে প্রসিদ্ধ?

নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেটদলকে অনুরাগীরা 'কিউইস' ও 'ব্ল্যাক ক্যাপস' নামে ডেকে থাকেন।

নিউজিল্যান্ড এখনও অবধি কতবার বিশ্বকাপ ফাইনাল খেলেছে?

নিউজিল্যান্ড ২০১৫ ও ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনাল খেলেছে। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপ ফাইনাল খেলেছে। যদিও ট্রফি জেতে নি।