World Cup 2023: চোটের কারণে ছিটকে গেলেন তারকা পেসার, সঙ্কটের মুখে পাকিস্তানের বিশ্বজয়ের স্বপ্ন !! 1

World Cup 2023: বেজে গিয়েছে বিশ্বকাপের (ICC World Cup 2023) দামামা। ভারতের মাটিতে আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ক্রিকেটদুনিয়ার সবচেয়ে বড় প্রতিযোগিতা। প্রতিযোগিতায় সেরার শিরোপা আদায় করে নেওয়ার আশায় বুক বাঁধছে অংশগ্রহণকারী দশ দলই। বিশ্বের বিভিন্ন প্রান্তে চূড়ান্ত প্রস্তুতি চালাচ্ছে তারা। চলছে শেষ মুহূর্তের ঘষামাজা। ইংল্যান্ডের মাটিতে বাটলার-স্টোকসদের বিপক্ষে একদিনের সিরিজ খেলছে নিউজিল্যান্ড। আবার দক্ষিণ আফ্রিকায় প্রোটিয়াদের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। অন্যদিকে উপমহাদেশের দেশগুলি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে খেলছে এশিয়া কাপ (Asia Cup 2023)। গ্রুপ পর্ব, সুপার ফোর পর্ব পেরিয়ে এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত এবং শ্রীলঙ্কা। আশা জাগিয়েও খালি হাতেই ফিরছে পাকিস্তান।

এবারের এশিয়া কাপের যুগ্ম আয়োজন ছিলো পাকিস্তান। টুর্নামেন্টের শুরুটাও তারা বেশ ভালো ভাবেই করেছিলো। উদ্বোধনী ম্যাচে নেপালকে হারিয়েছিলো ২৩৮ রানের ব্যবধানে। গ্রুপ পর্বের খেলায় ভারতকেও বেশ বেকায়দায় ফেলেছিল তারা। এরপর বাবর আজমের (Babar Azam) দলকেই সম্ভাব্য চ্যাম্পিয়ন বেছে নিয়েছিলেন বহু বিশেষজ্ঞ। পরিস্থিতির নাটকীয় পরিবর্তন হয় সুপার ফোর পর্বে। বাংলাদেশকে হারালেও ভারতের বিরুদ্ধে ২২৮ রানে হারে তারা। একই সাথে চোটের কারণে হারাতে হয় পেস বিভাগের দুই সেরা অস্ত্র নাসিম শাহ (Naseem Shah) এবং হারিস রউফকে (Haris Rauf)। শ্রীলঙ্কার বিরুদ্ধে রুদ্ধ্বশ্বাস ম্যাচে ২ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে যায় পাকিস্তান। হারের যন্ত্রণার মাঝেই আরও বড় দুঃসংবাদ অপেক্ষা করেছিলো পাক শিবিরের জন্য। জানা যাচ্ছে তরুণ নাসিম শাহ’র চোট বেশ গুরুতর। বিশ্বকাপের ঠিক আগে এই ধাক্কা অনেকটা পিছিয়ে দিয়েছে পাকিস্তানকে।

Asia Cup 2023 Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad

বিশ্বকাপে নেই নাসিম, মাথায় হাত পাক দলের-

Naseem Shah and Mohammad Rizwan | World Cup 2023 | Image: Getty Images
Naseem Shah and Mohammad Rizwan | Image: Getty Images

ভারতের বিরুদ্ধে দুই দিন ধরে চলে পাকিস্তানের সুপার ফোর পর্বের ম্যাচ। প্রথম দিন বৃষ্টির কারণে ফলাফল নির্ধারিত না হওয়ায় রিজার্ভ ডে’তে গড়িয়েছিলো খেলা। প্রথম দিনে পাঁজরে টান ধরায় হারিস রউফ (Haris Rauf) নিজেকে সরিয়ে নিয়েছিলেন খেলা থেকে। আর দ্বিতীয় দিনে ভারতের ইনিংস চলাকালীন ৪৬তম ওভারে কাঁধে চেপে ধরে মাঠ ছাড়েন নাসিম শাহ (Naseem Shah)। প্রাথমিকভাবে মনে করা হয়েছিলো চোট তেমন গুরুতর নয়। বিশ্বকাপের আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তাঁকে বাকি এশিয়া কাপে (Asia Cup 2023) খেলানো হবে না বলে জানানো হয়। কিন্তু পরে স্ক্যানের পর জানা গিয়েছে বেশ বড়সড় চোটের কবলে পড়েছেন তরুণ ডান হাতি পেসার। পাক বোর্ডের তরফে জানানো হয়েছে বোলিং আর্মের ঠিক নীচে পেশীতে আঘাত পেয়ছেন নাসিম।

World Cup 2023 | World Cup Tickets & ScheduleIndia Squad | Pakistan Squad Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad

প্রাথমিক স্ক্যানের রিপোর্ট দেখে এখনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে নারাজ চিকিৎসকেরা। তবে দ্বিতীয় দফায় স্ক্যান রিপোর্টে যদি কোনো উন্নতির চিহ্ন না মেলে তাহলে বিশ্বকাপে (ICC World Cup 2023) নাসিমের না খেলার সিদ্ধান্তে সিলমোহর দেওয়া ছাড়া উপায় থাকবে না তাঁদের। কেবলমাত্র বিশ্বকাপ নয়, আগামী বছরের গোড়ায় পাকিস্তানের হয়ে অস্ট্রেলিয়া সফরেও যাওয়া হবে না তাঁর। এমনকি ২০২৪ সালের পিএসএল থেকেই ছিটকে যেতে পারেন তিনি। ২০ বর্ষীয় নাসিম একদিনের ক্রিকেটে পাকিস্তানের অন্যতম সেরা বোলার। মাত্র ১৪ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৩২। এরমধ্যে মাত্র ১টি খেলায় উইকেটশূন্য ছিলেন তিনি। ভারতের বিরুদ্ধে বাকি বোলারদের ব্যর্থতার দিনেও নাসিমের (Naseem Shah) নিয়ন্ত্রিত বোলিং নজর কেড়েছিলো। কিন্তু চোট শেষ করে দিলো বিশ্বকাপ (ICC World Cup 2023)  খেলার স্বপ্ন।

নাসিমের বিকল্প সন্ধান করতে হবে পাকিস্তানকে-

Naseem Shah and Virat Kohli | World Cup 2023 | Image: Getty Images
Naseem Shah | Image: Getty Images

এশিয়া কাপ শুরুর আগে পাকিস্তানের পেস ত্রয়ীকে বিশ্বের সেরা বলা হচ্ছিলো। শাহীন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi), হারিস রউফ (Haris Ruaf) এবং নাসিম শাহ (Naseem Shah) ছন্দে থাকলে কতটা ভয়ঙ্কর হতে পারেন তার আন্দাজ খানিকটা মিলেছিলো ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বে্র খেলায়। রোহিত, বিরাট, শ্রেয়স, শুভমানের মত তারকারাও মাথা তুলে দাঁড়াতে পারেন নি সেইদিন। কিন্তু পরপর নাসিম এবং হারিসের চোট তাদের বেশ বেসামাল করে দিয়েছে। পাঁজরের চোট সারিয়ে হারিস সম্ভবত ফিরবেন বিশ্বকাপের (ICC World Cup 2023)  দলে। কিন্তু সহজাত ছন্দে ফিরতে তাঁর কতটা সময় লাগবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। সেক্ষেত্রে বাড়তি দায়িত্ব চাপতে চলেছে শাহীন শাহ আফ্রিদির কাঁধে। বাঁ-হাতি পেসার এশিয়া কাপে ১০ উইকেট নিয়েছেন। বিশ্বকাপেও তাঁর দিকেই তাকিয়ে থাকবেন বাবর-রিজওয়ানরা।

নাসিম বিশ্বকাপ (ICC World Cup 2023)  খেলতে না পারলে দ্রুত তাঁর বদলি খুঁজে নিতে হবে পাকিস্তানকে। দৌড়ে রয়েছে বেশ কয়েকটি নাম। সম্প্রতি বিকল্প ক্রিকেটার হিসেবে এশিয়া কাপে অংশ নিয়েছিলেন জামান খান (Zaman Khan)। শ্রীলঙ্কার বিরুদ্ধে চাপের মুখে বেশ ভালোই বোলিং করেছেন তিনি। তাঁর কথা ভাবতেই পারে পিসিবি। এছাড়াও ভাবনাতে থাকতে পারেন শাহনওয়াজ দাহানি (Shahnawaz Dahani)। ভারতের বিরুদ্ধে এর আগে বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এছাড়াও দৌড়ে থাকবেন ইহসানুল্লাহ (Ihsanullah)। তরুণ এই পেসার পিএসএলে নজর কেড়েছেন। নিয়মিত ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টা বা তার বেশী গতিতে বোলিং করতে পারেন তিনি। বিশ্বকাপে গতির ঝড় তুলে পাকিস্তানের এক্স-ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা থাকছে তাঁর।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *