ঘর ভাঙছে মুম্বাই ইন্ডিয়ান্সের, মরসুম শুরুর আগেই সরছেন এই তারকারা !! 1

IPL 2025: ঘর ভাঙছে মুম্বই ইন্ডিয়ান্সের (MI), ২০২৪ মরশুমে MI টিম ম্যানেজমেন্টের নেওয়া সিদ্ধান্তর উপর উঠেছিল একাধিক প্রশ্ন। আইপিএল ২০২৪ চলাকালীন ভারতীয় দলের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা (Rohit Sharma) এমনকি তিনি আইপিএলের মঞ্চে সবথেকে সফল অধিনায়কও ছিলেন। তবুও তাকে উপেক্ষা করে মুম্বই দলের অধিনায়ক করা হয় হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। আর তারপর থেকে শুরু হয় সংসারে অশান্তি মুম্বাই ইন্ডিয়া আজ ২০২৪ সালে এক দুর্দান্ত দল ছিল স্টার প্লেয়ারে ভরপুর দলটি টেবিলের একেবারে শেষ স্থানে সমাপ্ত করে। প্রথম থেকেই চাপের মধ্যে দেখা গিয়েছিল হার্দিক পান্ডিয়া কে ঘরের মাঠেই হোক কিংবা ঘরের বাইরে প্রায়শই মুম্বাইকে ব্যাকফুটে দেখা গিয়েছে।

হার্দিক পান্ডিয়াকে দলের অধিনায়ক বানানোর পর মুম্বাই ইন্ডিয়ান্স দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল বলেও জানা যায় একদিকে রোহিত শর্মাকে সমর্থন করতেন বেশ কিছুক্ষণ অন্যদিকে হার্দিক পান্ডিয়াকে সমর্থন করতেন বেশ কিছু প্লেয়ার। তাছাড়া দলের দুই ষ্টার ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্ব মেনে নিতে পারেননি। আসলে রহিত শর্মার পর মুম্বাই দলের যোগ্য অধিনায়ক হওয়ার দাবিদার ছিলেন সূর্য কুমার এবং জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এই ফরম্যাট এ দুজনেই অসাধারণ প্রদর্শন দেখিয়ে আসেন এবং মুম্বাই দলের হয়ে লম্বা সময় ধরে তারা খেলেছেন, তবুও ম্যানেজমেন্টের পছন্দের পাত্র ছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)।

Read More: IPL 2025: LSG ছাড়ছেন কেএল রাহুল, কোটি টাকার চুক্তিতে আইপিএল জয়ী এই দলে নিচ্ছেন এন্ট্রি !!

মুম্বই ইন্ডিয়ান্সে দেখা গিয়েছে ফাটল

Mi, ipl 2024
Mumbai Indians | Image: Getty Images

এমনটাও শুনতে পাওয়া গিয়েছিল যে, হার্দিককে ক্যাপ্টেন করায় রোহিত শর্মা নিজেই খুশি ছিলেন না। কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে একটি কথোপকথন বেশ ভাইরাল হয়েছিল। যেখানে রোহিতের মুখ থেকে শোনা গিয়েছিল, “আমি এই মন্দিরটি বানিয়েছি, আমার আর কি, এটাই আমার শেষ।

যদিও কোন প্রসঙ্গে তিনি এই বয়ানটি দিয়েছিলেন তা স্পষ্টত জানা যায়নি। ক্রিকেট অভিজ্ঞরা জানিয়ে দিয়েছিলেন রোহিত আর মুম্বই দলের হয়ে খেলবেন না। রোহিত, স্কাই ও বুমরাহ দল ছেড়ে অন্য কোনো দলে যোগ দিতে পারেন। আর এই ভারতীয় কিংবদন্তিদের ছেড়ে দিলেই মুম্বই দল ফিকে পরে যাবে। ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত এখনও ট্রফি হীন।

Read Also: IPL 2025: লক্ষ্ণৌর সাথে সম্পর্কে ইতি KL রাহুলের, অধিনায়ক হিসেবে যোগ দিচ্ছেন এই ফ্র্যাঞ্চাইজিতে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *