manoj-tiwary-points-finger-at-ms-dhoni

সম্প্রতি প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানালেন মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। বাংলার জার্সিতে ‘ঘরের মাঠ’ ইডেন গার্ডেন্সে বিহারের বিরুদ্ধে কেরিয়ারের শেষ ম্যাচ খেললেন তিনি। এক ইনিংস ও ২০৪ রানের ব্যবধানে জিতে প্রাক্তন অধিনায়কের বিদায়টা স্মরণীয় করে রাখলো বাংলা দল। ২০০৪ সালে দিল্লীর বিরুদ্ধে প্রথমবার রঞ্জি ট্রফির ম্যাচে বাংলার জার্সি গায়ে চাপিয়ে মাঠে নেমেছিলেন হাওড়ার ক্রিকেটার। অভিষেকেই নজর কেড়েছিলেন ১৩ বলে অপরাজিত ২১ রানের ইনিংস খেলে। এরপর আর পিছন ফিরে তাকাতে হয় নি তাঁকে। দীর্ঘ দুই দশকে প্রথম শ্রেণির খেলায় ১৪৮ ম্যাচে ১০১৯৫ রান করেছেন মনোজ (Manoj Tiwary)। করেছেন ৩০টি শতরান। চারবার খেলেছেন রঞ্জি ট্রফি ফাইনাল। লিস্ট-এ ক্রিকেটে তাঁর সংগ্রহ ১৬৯ ম্যাচে ৫৫৮১ রান। টি-২০তে ১৮৯ ম্যাচ খেলে করেছেন ৩৪৩৬ রান।

ঘরোয়া ক্রিকেটের আসরে বরাবর দাপুটে পারফর্ম্যান্স করে জাতীয় দলে যেন ব্রাত্যই থেকে গিয়েছেন মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। ২০০৮ সালে আচমকাই চলে এসেছিলো আন্তর্জাতিক অভিষেকের সুযোগ। জেট ল্যাগ কাটিয়ে ওঠার আগেই মনোজকে নামিয়ে দেওয়া হয়েছিলো ব্রিসবেনের গতিশীল পিচে ব্রেট লি (Brett Lee), নাথান ব্র্যাকেন, মিচেল জনসনদের মোকাবিলা করতে। ১৬ বলে ২ রান করেন তিনি। দ্বিতীয় সুযোগ আসে ২০১১ সালে। ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচে বিশেষ সাফল্য পান নি ঠিকই, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করেন শতরান। কোনো অজানা কারণে এর পরেও সুযোগ আসে নি নিয়মিত। আস্তে আস্তে হারিয়েই যান আন্তর্জাতিক মানচিত্র থেকে। অবসরের পর তা নিয়ে আক্ষেপ শোনা গেলো মনোজের গলায়। আঙুল তুললেন তৎকালীন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) দিকে।

Read More: রাজনীতিতে এন্ট্রি নিলেন শুভমান গিল, পাঞ্জাব সরকারের হয়ে সামলাবেন এই বড় দায়িত্ব !!

বিদায়বেলায় ধোনিকে কঠিন প্রশ্ন মনোজের-

Manoj Tiwary and Virat Kohli | Image: Getty Images
Manoj Tiwary and Virat Kohli | Image: Getty Images

২০০৮ সালে ভারতের হয়ে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। শেষ ওডিআই খেলেছেন ২০১৫ সালে। সাত-আট বছর ব্যপী কেরিয়ারে খেলেছেন সাকুল্যে ১২টি ওডিআই ম্যাচ। আন্তর্জাতিক টি-২০ অভিষেক ২০১১তে। আর ২০১২’র পর কখনও দেশের হয়ে কুড়ি-বিশের ক্রিকেট খেলা হয় নি তাঁর। ম্যাচের সংখ্যা কেবল তিন। প্রতিভা থাকা সত্ত্বেও টিম ইন্ডিয়ার নীল জার্সিতে নিজেকে মেলে ধরার যথেষ্ট সুযোগ তিনি পান নি বলেই মনে করছেন মনোজ তিওয়ারি। অবসরের পর ক্ষোভ পুষে রাখেন নি তিনি। মুখ খুলেছেন সংবাদমাধ্যমের সামনে। আঙুল তুলেছেন তৎকালীণ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (Ms Dhoni) দিকে। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চেন্নাইয়ের মাঠে অপরাজিত ১০৪ রান করার পরেও কেন টানা ১১ ম্যাচ তাঁকে বাইরে বসিয়ে রাখা হয়েছিলো তা জানতে চেয়েছেন তিনি।

মনোজ (Manoj TIwary) জানান, “আমি এস এস ধোনিকে জিজ্ঞাসা করতে চাই কেন ২০১১ সালে শতরান করার পরেও আমাকে ১১ ম্যাচ বাইরে রাখা হয়েছিলো। আমার মধ্যে প্রতিভা ছিলো রোহিত শর্মা বা বিরাট কোহলির মত নায়ক হয়ে ওঠার। আজ যখন দেখি অনেকেই সুযোগ পাচ্ছে, তখন খারাপ লাগে।” সিএবি’র তরফে মনোজের জন্য সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিলো মনোজের জন্য। সেখানে ধোনিকে (MS Dhoni) প্রশ্ন করার পাশাপাশি আগামীর পরিকল্পনাও জানিয়ে দিলেন বাংলার ক্রিকেটের ‘ছোটা দাদা।’ ক্রিকেট কেরিয়ারে রঞ্জি জেতা হয় নি। অবসরেও পরেও সেই আকাঙ্ক্ষা যে জীবিত, তা জানান তিনি। মনোজ বলেন, “ক্রিকেট ছেড়ে দিলেও রঞ্জি জেতার স্বপ্ন শেষ হয় নি। প্রয়োজনে ভবিষ্যতে বাংলার কোচ হিসেবেও যোগ দিতে পারি। বাংলাকে ট্রফি দেওয়ার স্বপ্ন কখনও শেষ হবে না। আগামী পদক্ষেপ নিয়ে আলোচনা করবো।”

Also Read: IPL 2024: চোটের কারণে ছিটকে যাচ্ছেন শিবম দুবে, মরসুম শুরুর আগেই চিন্তায় চেন্নাই সুপার কিংস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *