Shivam Dube
Shivam Dube

IPL 2024: আইপিএলের অপেক্ষায় প্রহর গুণছে ক্রিকেটদুনিয়া। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে মার্চ মাসের ২২ তারিখ থেকে শুরু হতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) নতুন মরসুম। সপ্তদশ মরসুমের প্রতীক্ষা অবশ্য শুরু হয়েছে গত বছরের নভেম্বর মাস থেকেই। ২৬ নভেম্বর ছিলো রিলিজ-রিটেনশন তালিকা প্রকাশের দিন। শেষ মুহূর্তে যেভাবে গুজরাত টাইটান্স থেকে বিপুল অর্থের বিনিময়ে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) ছিনিয়ে আনে মুম্বই ইন্ডিয়ান্স, তা আভাস দিয়েছিলো এক উত্তেজক টুর্নামেন্টের। এছাড়াও আইপিএলের উত্তেজনা বহুগুণ বেড়েছিলো ১৯ ডিসেম্বরের মিনি নিলামে। দুবাইয়ের কোকা-কোলা এরিনাতে আক্ষরিক অর্থেই দেখা যায় অর্থের বৃষ্টি। ২০ কোটির মাইলস্টোন টপকে নতুন রেকর্ড স্থাপন করেন প্যাট কামিন্স (Pat Cummins)। তাঁকে টপকে ২৪.৭৫ কোটিতে কলকাতা নাইট রাইডার্সে নাম লেখান মিচেল স্টার্ক।

প্রতিবারের মত এবারও চর্চার কেন্দ্রে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (CSK)। হলুদ জার্সিতে এটাই ধোনির শেষ আইপিএল মরসুম বলে মনে করছে ক্রিকেটদুনিয়া। ‘ক্যাপ্টেন কুল’-এর বিদায়টা ট্রফি হাতেই হোক, চাইছেন অনেকে। ২০২৩-এর চ্যাম্পিয়নরা তাঁদের তারকাখচিত স্কোয়াডে এবার যোগ করেছে ড্যারিল মিচেল (Daryl Mitchell), রচিন রবীন্দ্র, মুস্তাফিজুর রহমানদের মত আন্তর্জাতিক ক্রিকেটের মহারথীদের। ঘরোয়া ক্রিকেটের আসর থেকে তারা বিপুল অর্থের বিনিময়ে নিয়েছে সমীর রিজভির মত তরুণ প্রতিভাকে। সব মিলিয়ে এবারও খেতাবের অন্যতম দাবীদার হিসেবেই চেন্নাইকে দেখছেন বিশেষজ্ঞরা। খাতায়-কলমে তাদের শক্তি নিয়ে কারও মনে প্রশ্ন নেই। কিন্তু মরসুম শুরুর আগে ক্রিকেটারদের চোট-আঘাত চিন্তায় রেখেছে সমর্থকদের। দিনকয়েক আগে আহত হয়েছিলেন মুস্তাফিজুর। এবার বড় চোট পেলেন শিবম দুবেও (Shivam Dube)।

Read More: IPL 2024: এগিয়ে আসছে IPL, সূচি প্রকাশে চমক রাখছে বিসিসিআই !!

রঞ্জি খেলতে গিয়ে আহত শিবম-

Shivam Dube | IPL 2024 | Image: Getty Images
Shivam Dube | Image: Getty Images

রঞ্জি ট্রফিতে ফোকাস করতে হবে জাতীয় দলের তারকাদের। দিনকয়েক আগেই এই নিদান দেওয়া হয়েছে ভারতের ক্রিকেট বোর্ডের তরফ থেকে। সেই নিয়ম মানতে গিয়েই এবার আইপিএলের (IPL) ঠিক আগে চোটের কবলে শিবম দুবে। মুম্বইয়ের শেষ গ্রুপ ম্যাচে অসমের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন শিবম (Shivam Dube)। সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াতে (TOI) প্রকাশিত খবর অনুযায়ী ব্যাটিং করার সময় চোট পেয়েছেন তিনি। বাইল্যাটারাল সাইড স্ট্রেনের জন্য আপাতত মাঠ থেকে ছিটকে গিয়েছেন তিনি। মুম্বই ক্রিকেটমহল সূত্রে জানা গিয়েছে যে রঞ্জি ট্রফির কোয়ার্টারফাইনালে খেলার কোনোরকম সম্ভাবনা নেই তাঁর। কবে মাঠে ফিরতে পারবেন, সেই সম্পর্কেও কোনো তথ্য এখনও জানা যাচ্ছে না। আইপিএলের নতুন মরসুম শুরু হতে বাকি আর মাত্র এক মাস। দলের গুরুত্বপূর্ণ সদস্য শিবম চোটের কারণে ছিটকে যাওয়ায় দুশ্চিন্তা বাড়ছে চেন্নাই সুপার কিংস শিবিরে।

শিবমের (Shivam Dube) চোট সম্পর্কে মুম্বই ক্রিকেট সংস্থা সূত্র মারফৎ টাইমস অফ ইন্ডিয়াকে জানানো হয়েছে যে, “দুবের বাইল্যাটারাল সাইড স্ট্রেন রয়েছে। মনে করা হচ্ছে রঞ্জি ট্রফির বাকি মরসুমে তিনি আর মাঠে নামতে পারবেন না। গত ম্যাচে অসমের বিরুদ্ধে ব্যাটিং করার সময় তিনি চোট পেয়েছিলেন। সেই কারণেই অসমের দ্বিতীয় ইনিংসের সময় আর ফিল্ডিং করতে মাঠে নামেন নি। ওঁর গ্রেড-ওয়ান টিয়ার রয়েছে। ওর বিকল্প হতে পারে মুশির খান।” শেষ আটের যুদ্ধে মুম্বই মুখোমুখি হবে বরোদার। আগামী ২৩ ফেব্রুয়ারি বান্দ্রা কুরলা কমপ্লেক্সে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে কোয়ার্টারফাইনালের জন্য দল বাছতে বসবেন নির্বাচকেরা। পৃথ্বী শ (Pritivi Shaw), অজিঙ্কা রাহানেদের মত তারকাদের নাম টিম লিস্টে থাকলেও বাইরেই থাকতে হচ্ছে শিবমকে।

চমৎকার ফর্মে রয়েছেন শিবম দুবে-

Shivam Dube | IPL 2024 | Image: Getty Images
Shivam Dube | IPL 2024 | Image: Getty Images

চোটের কারণে শিবম দুবে (Shivam Dube) যদি আইপিএল (IPL) থেকে ছিটকে যান, তাহলে নিঃসন্দেহে সমস্যায় পড়বে চেন্নাই সুপার কিংস। ২০২২ সালের মেগা অকশনে ৪ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনিরা (MS Dhoni)। দীর্ঘদেহী অলরাউন্ডার গত দুই মরসুমে চেন্নাই শিবিরের অন্যতম ধারাবাহিক ক্রিকেটার। ২০২২ মরসুমে তিনি ১১ ম্যাচে করেছিলে ২৮৯ রান। লোয়ার অর্ডারে ফিনিশার হিসেবে নেমে ২ টি অর্ধশতক করেন তিনি। ব্যাট করেছিলেন প্রায় ১৫৭ স্ট্রাইক রেটে। ২০২৩ মরসুমে তিন বা চারে ব্যাট করেছেন তিনি। ১৬ ম্যাচ খেলে করেন ৪১৮ রান। স্ট্রাইক রেট বেড়ে দাঁড়িয়েছিলো ১৫৯-এর কাছাকাছি। অর্ধশতক ছিলো তিনটি।

সাম্প্রতিক ম্যাচগুলিতেও দুরন্ত ফর্মে রয়েছেন শিবম দুবে (Shivam Dube)। আফগানিস্তানের বিরুদ্ধে জাতীয় দলের জার্সিতে হয়েছেন সিরিজের সেরা ক্রিকেটার। যুবরাজ সিং-এর পর দ্বিতীয় ভারতীয় অলরাউন্ডার হিসেবে একই আন্তর্জাতিক টি-২০ ম্যাচে অর্ধশতক ও উইকেট নেওয়ার নজির গড়েছেন তিনি। টানা দুটি ম্যাচে পঞ্চাশের গণ্ডী পেরোন তিনি। ছন্দে ছিলেন চলতি রঞ্জি ট্রফিতে। পাঁচটি ম্যাচ খেলে ৬৭.৮৩ গড়ে করছিলেন ৪০৭ রান। দুটি শতরানও রয়েছে তাঁর ঝুলিতে। অসমের বিরুদ্ধে চোট পেলেও ব্যাট হাতে ১২১* রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া বল হাতেও ১২.০৮ গড়ে নিয়েছিলেন ১২ উইকেট। দারুণ ফর্মে থাকা দুবে’কে (Shivam Dube) আগামী টি-২০ বিশ্বকাপের দলেও দেখতে চাইছেন অনেকে। চোট পাওয়ার পর আপাতত অনিশ্চিত তাঁর ক্রিকেট ভবিষ্যৎ।

Also Read: IPL 2024: টুর্নামেন্ট শুরুর আগেই বড় ধাক্কা খেল KKR, ছিটকে গেলেন কোটি-কোটির টাকার এই ফাস্ট বোলার !!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *