Ks Bharat, ind vs eng
KS Bharat | Image: Getty Images

IND vs ENG: বছরের শুরুটা বেশ ভালো করেছে টিম ইন্ডিয়া, দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করে টিম ইন্ডিয়া। শুরুতেই দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে ভারতীয় দল। ১-১ ব্যাবধানে টেস্ট সিরিজ ড্র করে টিম ইন্ডিয়া বেশ খোশমেজাজে রয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩-০ ব্যাবধানে পরাজিত হওয়ার পর ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিল থেকে নিচে নেমে এসেছে। যে কারণেই এই ভারত ও ইংল্যান্ড সিরিজ বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। আর ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে কেএল রাহুল (KL Rahul) দলের ফার্স্ট চয়েস উইকেটকিপার-ব্যাটার নন। তার পরিবর্তে স্পেশ্যালিস্ট কিপার কেএস ভরতের (KS Bharat) ওপরেই ভরসা রাখছে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন | IND vs ENG: ইশান কিষাণের দলে ফেরা নিয়ে মিথ্যের আশ্রয় নিয়েছিলেন রাহুল দ্রাবিড়, ফাঁস হয়ে গেল গোপন তথ্য !!

টেস্ট ম্যাচে কিপিং করবেন না রাহুল

ভারত ও ইংল্যান্ডের (IND vs ENG) নব্য প্রকাশিত হওয়া স্কোয়াডে ভারতীয় দলে সুযোগ করে নিয়েছেন ৩ জন উইকেট কিপার ব্যাটসম্যান। আর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিততে টার্নিং উইকেট দেখা যেতে পারে। রাহুল বর্তমানে বেশ দারুন ফর্মে রয়েছেন, পাশপাশি তিনি বেশ দারুন পারফরমেন্স করেছেন গ্লাভস হাতেও। এশিয়া কাপের মঞ্চে ভারতীয় দলের হয়ে দুরন্ত কামব্যাক করেছিলেন রাহুল, প্রথম ম্যাচেই শতরান হাঁকিয়ে ফেলেন রাহুল এরপরেও থেমে থাকেননি তিনি।

বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচেই ৯৭ রানের ম্যাচ উইনিং নক, নেদারল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে বিশ্বকাপে দ্রুত শতরান হাঁকিয়েছিলেন রাহুল। এমনকি বিশ্বকাপ ফাইনালেও সর্বাধিক রান এসেছিল তার ব্যাট থেকেই, কয়েকদিন আগে সমাপ্ত হওয়া দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে কঠিন পরিস্থিতির মুখে শতরান হাঁকিয়েছেন রাহুল, তবে একটানা ক্রিকেট খেলা ও চোটের পরেই ২ ফরম্যাটে উইকেটকিপিং করা সহজ হবে না রাহুলের পক্ষে। যে কারণেই ভারতীয় স্কোয়াডে রাহুল ব্যাতিত দুজন স্পেশালিস্ট কিপার-ব্যাটার রাখা হয়েছে।

ভারতের উপর তুলে দেওয়া হবে দায়িত্ব

KS Bharat, ind vs eng
KS Bharat | Image: Getty Images

কেএস ভরত (KS Bharat) এবং ধ্রুব জুরেলকে সুযোগ দেওয়া হয়েছে এই মেগা টেস্ট সিরিজের জন্য। সূত্রের খবর অনুযায়ী, দক্ষিণ আফ্রিকায় বাউন্সি উইকেটের জন্য তাকে উইকেট কিপার বানানো হয়েছিল। তবে ভারতের উইকেটে স্পিনারদের বিরুদ্ধে রাহুল কতটা সক্ষম হবেন তা নিয়ে আশাবাদী নন টিম ম্যানেজমেন্ট।

সূত্রের খবর অনুযায়ী এক BCCI অধিকারী জানিয়েছেন, “ভারতীয় দল আরও একবার টার্নার ট্র্যাকে খেলবে ঘরের মাঠে। ইংল্যান্ডের বিরুদ্ধে স্পিনারদের দিয়েই কাজ চালাতে চায় টিম ইন্ডিয়া, যে কারণে রাহুলকে নিয়ে চিন্তায় আছে ম্যানেজমেন্ট এবং তাকে কিপার হিসাবে খেলিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না ম্যানেজমেন্ট।” রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), কুলদীপ যাদব (Kuldeep Yadav) এবং অক্ষর প্যাটেল (Axar Patel) ইংল্যান্ডের বিরুদ্ধে স্পিনের।এই পরিস্থিতিতে কেএস ভারতের (KS Bharat) হাতেই উঠবে গ্লাভস। ব্যাট হাতে এখনও পর্যন্ত আহামরি পারফরমেন্স দেখান নি ভারত, ৫ টেস্টে ১৮.৪৩ গড়ে ১২৯ রান বানিয়েছেন।

আরও পড়ুন | “কুছ তো লোগ কহেঙ্গে!” রোহিত-বিরাটের T20 দলে কামব্যাক নিয়ে বড় মন্তব্য করলেন যুবরাজ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *