টি-২০ বিশ্বকাপে অফ ফর্ম কাটিয়ে আলোয় ফিরেছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ফাইনালের শেষ ওভারে দুই উইকেট তুলে নিয়ে ভারতের ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। তাঁর ফিটনেস নিয়ে খানিক চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। সেই কারণেই রোহিত শর্মা (Rohit Sharma) সরে দাঁড়ানোর পর হার্দিক নয় বরং সূর্যকুমার যাদবকে বেছে নেওয়া হয়েছে স্থায়ী টি-২০ অধিনায়ক হিসেবে। নেতৃত্ব না পেলেও হার্দিকের (Hardik Pandya) গুরুত্বকে অস্বীকার করার কথা ভাবেন নি নয়া কোচ অজিত আগরকার। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০তে তাই ডেকে নিয়েছেন দলের অন্যতম সেরা অস্ত্রকে। কেরিয়ারের কঠিন সময় কাটিয়ে হার্দিক যখন সাফল্যের শৃঙ্গজয়ের উদ্দেশ্যে এগোচ্ছেন, তখন তাঁর দাদা ক্রুণালের (Krunal Pandya) কেরিয়ার দাঁড়িয়ে এক গুরুত্বপূর্ণ মোড়ে।
Read More: IND vs SL, 2nd T20i: বল হাতে দুর্দান্ত কামব্যাক ভারতের, কুশল পেরেরার অর্ধশতক সত্ত্বেও শ্রীলঙ্কা থামলো ১৬১ রানে !!
জাতীয় দলে ব্রাত্য ক্রুণাল পান্ডিয়া-
আইপিএল (IPL) ও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো পারফর্ম্যান্সের সুবাদে ২০১৮ সালে প্রথমবার টিম ইন্ডিয়ার ডাক আসে ক্রুণালের (Krunal Pandya) কাছে। কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হয় তাঁর। ২০১৮ থেকে ২০২১-এর মধ্যে ১৯টি টি-২০তে দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। তারপর প্রায় তিন বছর কেটে গেলেও আর দ্বিতীয় সুযোগ আসে নি তাঁর সামনে। ২০২১ সালে পুনের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে অভিষেক হয় তাঁর। প্রথম ম্যাচেই ব্যাট হাতে অর্ধশতরান করেন তিনি। ঐ বছরই কলম্বোর মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের পঞ্চম ও শেষ ওয়ান ডে ম্যাচটি খেলেন ক্রুণাল (Krunal Pandya)। এরপরে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটেও আর ডাক আসে নি তাঁর। ঝিমিয়ে পড়া আন্তর্জাতিক কেরিয়ারকে পুনরায় চাঙ্গা করে তুলতে বছর ৩৩-এর অলরাউন্ডারকে তাই নতুন কিছু ভাবতে হচ্ছে।
ওয়ারউইকশায়ারের হয়ে মাঠে নামবেন ক্রুণাল ?
ভারতে ঘরোয়া ক্রিকেটে বরোদার হয়ে নিয়মিত খেলছেন ক্রুণাল পান্ডিয়া (Krunal Pandya)। আইপিএলেও লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের জার্সিতে দেখা যায় তাঁকে। এবার নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের উদ্দেশ্যে দেশ ছেড়ে ইংল্যান্ড পাড়ি দিতে চলেছেন তিনি। চলছে রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপ। ইংল্যান্ডের লিস্ট-এ টুর্নামেন্টে খেলছেন বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার। নর্দাম্পটনশায়ারের হয়ে খেলছেন পৃথ্বী শ, লেস্টারশায়ারের হয়ে মাঠে নামতে দেখা গিয়েছে অজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane)। সম্প্রতি ল্যাঙ্কাশায়ার কাউন্টির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। এই তালিকায় যুক্ত হতে পারেন ক্রুণাল’ও (Krunal Pandya)। ক্রিকেটমহলে জোর গুঞ্জন যে ওয়ারউইকশায়ারের হয়ে খেলতে দেখা যাবে তাঁকে। বিদেশে খেলার অভিজ্ঞতা কুরণালকে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটাতে সাহায্য করে কিনা নজর থাকবে সেইদিকে।
ক্রুণাল পান্ডিয়ার কেরিয়ার পরিসংখ্যান-
২০১৮ সালে ভারতের হয়ে টি-২০ অভিষেক হয় ক্রুণাল পান্ডিয়ার (Krunal Pandya)। প্রথম ম্যাচেই ব্যাট হাতে মাত্র ৯ বলে অপরাজিত ২১ রান করেছিলেন তিনি। ১৯টি আন্তর্জাতিক টি-২০তে ২৪.৮০ গড়ে ১২৪ রান করেছেন তিনি। এছাড়াও বল হাতে নিয়েছেন ১৫টি উইকেট। ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে অভিষেক হয় তাঁর। মাত্র ৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে সুযোগ পেয়েছেন তিনি। করেছেন ১৫০ রান। গড় ৬৫.০০। অর্ধশতকের সংখ্যা ১। ২টি উইকেট পেয়েছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৯ ম্যাচে ৪৬৮ রান করেছেন তিনি। ২টি শতরান ও ২টি অর্ধশতকও করেছেন। নিয়েছেন ১৪ উইকেট। লিস্ট-এ ক্রিকেটে ৮৪ ম্যাচে ২৪২৪ রান করেছেন ও নিয়েছেন ১০১ উইকেট। ১৯৮ টি-২০তে রান সংখ্যা ২৭০৯, উইকেট ১৩৭টি।