IPL 2024, LSG vs GT, Match Highlights: যশ-ক্রুণালের দুরন্ত বোলিং-এ গুজরাত বধ লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের, টানা দ্বিতীয় পরাজয়ের সম্মুখীন শুভমান’রা !!

IPL 2024: গত ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয়ের দোরগোড়া থেকেও খালি হাতে ফিরতে হয়েছিলো গুজরাত টাইটান্সকে (GT)। আজ লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে আগাগোড়া পিছিয়েই রইলেন শুভমান গিল’রা। টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন লক্ষ্ণৌ অধিনায়ক কে এল রাহুল। ওপেনিং জুটিতে বেশী রান ওঠে নি। দ্বিতীয় উইকেটও আসে দ্রুত। এরপর মার্কাস স্টয়নিস ও রাহুলের জুটি খানিক প্রতিরোধ […]

ক্রুণাল পান্ডিয়া (Krunal Pandya)

ভারতীয় অলরাউন্ডারদের মধ্যে প্রথম সারিতেই থাকবেন ক্রুণাল পান্ডিয়া। গুজরাতের আহমেদাবাদে জন্মগ্রহন করেন ক্রুণাল। বাবা’র নাম হিমাংশু পান্ডিয়া, মা নলিনী পান্ডিয়া। ক্রুণালের ছোটভাই হার্দক পান্ডিয়াও বর্তমানে প্রতিথযশা ক্রিকেটার। (Krunal Pandya Family Information) অল্প বয়স থেকেই ক্রিকেট ধ্যানজ্ঞান ছিলো তাঁর। বরোদা ও আশেপাশের অঞ্চলে ক্রুণাল ও তাঁর ভাই হার্দিকের জনপ্রিয়তা ছিলো টেনিস বল ক্রিকেটে ভালো পারফর্ম্যান্সের জন্য। ক্রুণাল ও তাঁর ভাই হার্দিকের ক্রিকেট কেরিয়ারের উন্নতির কথা ভেবেই পান্ডিয়া পরিবাব সুরাত থেকে বরোদায় চলে আসে। ক্রুণালের উত্থানের পিছনে হাত রয়েছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কিরণ মোরেরও। তিন বছর বিনা বেতনে নিজের অ্যাকাডেমিতে হার্দক ও ক্রুণালকে অনুশীলন করতে দিয়েছিলেন তিনি।

বরোদার হয়ে ২০১৩ সালে ঘরোয়া টি-২০ ম্যাচে অভিষেক হয় ক্রুণালের। প্রথম ম্যাচে প্রতিপক্ষ ছিলো বাংলা। এরপর ২০১৪ সালে প্রথম খেলেন লিস্ট-এ ক্রিকেট। বিজয় হাজারে ট্রফির ম্যাচে প্রতিপক্ষ ছিলো গুজরাত। ২০১৬ সালে ক্রুণাল পান্ডিয়া বরোদার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা শুরু করেন। জয়পুরের মাঠে প্রতিপক্ষ ছিলো সেই গুজরাতই। (Krunal Pandya Debut) তার আগে অবশ্য আইপিএল খেলার সুযোগ হয়েছিলো তাঁর। মুম্বই ইন্ডিয়ান্সে সই করেছিলেন হার্দিক ও ক্রুণাল দুই ভাই’ই। হার্দিকের জন্য মুম্বই খরচ করেছিলো ১০ লক্ষ টাকা। ক্রুণালকে তারা সই করায় ২ কোটি টাকায়, অর্থাৎ ২০ গুণ বেশী দামে। ২০২২ সালে ক্রুণাল যোগ দেন লক্ষ্ণৌ সুপারজায়ান্টস দলে। ২০১৭ সালে পানখুরি শর্মার সাথে বিয়ে হয় ক্রুণালের (Krunal Pandya Wife Name)।

বাংলায় ক্রুণাল পান্ডিয়ার বায়োগ্রাফি (Krunal Pandya Biography in Bengali)-

সম্পূর্ণ নাম ক্রুণাল হিমাংশু পান্ডিয়া
ডাকনাম সিনিয়র পান্ডিয়া
জন্মস্থান আহমেদাবাদ, গুজরাত
জন্মতারিখ ২৪ মার্চ, ১৯৯১
উচ্চতা ৫ ফিট ১০ ইঞ্চি (১৮০ সেন্টিমিটার)
চোখের মণির রং কালো
জাতীয় দল ভারত
আইপিএল দল লক্ষ্ণৌ সুপারজায়ান্টস
জার্সি নম্বর ২৫ (আইপিএল), ৩৬ (ভারত)
ব্যাটিং-এর ধরণ বাম হাতি ব্যাটার
বোলিং-এর ধরণ বাম হাতি স্লো অর্থোডক্স স্পিনার
ক্রিকেটীয় ভূমিকা অলরাউন্ডার
স্ত্রী-র নাম পানখুরি শর্মা
সন্তানের নাম কবীর ক্রুণাল পান্ডিয়া
রাশিচিহ্ন মীন
শখ বই পড়া
পঠনপাঠন এম কে হাই স্কুল, বরোদা
ইন্সটাগ্রাম প্রোফাইল @krunalpandya_official
ফেসবুক প্রোফাইল @KrunalPandyaOfficial
ট্যুইটার (X) হ্যান্ডেল @krunalpandya24

ক্রুণাল পান্ডিয়ার আন্তর্জাতিক অভিষেক (Krunal Pandya International Debut in Bengali)-

ফর্ম্যাট তারিখ প্রতিপক্ষ ভেন্যু
টেস্ট
ওয়ান ডে ২৩/০৩/২০২১ ইংল্যান্ড পুণে
টি-২০ ০৪/১১/২০১৮ ওয়েস্ট ইন্ডিজ কলকাতা

ক্রুণাল পান্ডিয়ার কেরিয়ার পরিসংখ্যান (Krunal Pandya Career Stats in Bengali)-

ফর্ম্যাট ম্যাচ মোট রান সর্বোচ্চ রান ব্যাটিং গড় স্ট্রাইক রেট শতরান অর্ধশতক উইকেট
Test
ODI ০৫ ১৩০ ৫৮* ৬৫.০০ ১০১.৫৬ ০০ ০১ ০২
T20i ১৯ ১২৪ ২৬* ২৪.৮০ ১৩০.৫২ ০০ ০০ ১৫
IPL ১২০ ১৫৭২ ৮৬ ২১.৮৩ ১৩৩.৬৭ ০০ ০১ ৭৫
FC ০৯ ৪৮৬ ১৬০ ২৮.৫৮ ৬৫.১৪ ০২ ০২ ১৪
List-A ৮৪ ২৪২৪ ১৩৩* ৩৬.১৭ ৮৫.৭৭ ০২ ১৩ ১০১
T20 ১৯১ ২৬৩৪ ৮৬ ২৪.৩৮ ১৩২.০৩ ০০ ০৮ ১৩৬

যে দলগুলির হয়ে খেলেছেন ক্রুণাল পান্ডিয়া (Teams Krunal Pandya Has Played For)-

ভারত, ভারত-এ, ভারত ব্লু, বরোদা, বরোদা অনুর্দ্ধ-১৭, বরোদা অনুর্দ্ধ-১৯, বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশ, মুম্বই ইন্ডিয়ান্স, লক্ষ্ণৌ সুপারজায়ান্টস।

ক্রুণাল পান্ডিয়ার রেকর্ড ও কৃতিত্বসমূহ (Krunal Pandya Records in Bengali)-

  • ২০২১-এর ২৩ মার্চ ইংল্যন্ডের বিরুদ্ধে নিজের অভিষেক ম্যাচেই ৩১ বলে অপরাজিত ৫৮ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন ক্রুণাল পান্ডিয়া। ক্রিকেট ইতিহাসে অভিষেক ওডিআই ম্যাচে এর চেয়ে দ্রুততর অর্ধশতক আর কেউ করতে পারেন নি। (Krunal Pandya Achievements)
  • ক্রুণাল ও হার্দিক পান্ডিয়া দুই ভাই ২০১৬ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নেমে নজির গড়েছিলেন। একই সাথে ২০২৩ সালে ক্রুণাল যখন লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের অধিনায়কত্ব সামলাচ্ছিলেন, তখন প্রতিপক্ষ গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবে ক্রুণালের মুখোমুখি হন ভাই হার্দিক।

ক্রুণাল পান্ডিয়া নেট ওয়ার্থ (Krunal Pandya Net Worth in Bengali)-

  • আইপিএল ২০২৪- ৮.২৫ কোটি টাকা
  • মোট নেট ওয়ার্থ- ৮০ কোটি টাকা (আনুমানিক)

ক্রুণাল পান্ডিয়া বাড়ি ও গাড়িসমূহ (Krunal Pandya Car Collection in Bengali)-

গুজরাতের বরোদায় ক্রুণাল পান্ডিয়ার একটি প্রাসাদপম বাড়ি রয়েছে যার বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ৬০ লক্ষ টাকা। গাড়ির শখ রয়েছে ক্রুণাল পান্ডিয়ার। তাঁর গ্যারাজে রয়েছে অজি এ ৬, ল্যাম্বরগিনি হুরাকান, টয়োটা ইটিওস, মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস, মার্সিডিজ বেঞ্জ জি ওয়াগনের মত গাড়িগুলি। ক্রুণালের বাহনগুলির দাম রয়েছে ভারতীয় মূল্যে ৯.২৪ লক্ষ থেকে ২ কোটি ৪২ লক্ষ টাকার মধ্যে।

ক্রুণাল পান্ডিয়ার বাণিজ্যিক চুক্তিসমূহ (Krunal Pandya Endorsements in Bengali)-

  • হালা প্লে
  • ফ্যানক্রেজ
  • টাইমস্টোন
  • ড্রিম ইলেভেন

ক্রুণাল পান্ডিয়া সম্পর্কীত প্রশ্নাবলী (Krunal Pandya FAQs)-

ক্রুণাল পান্ডিয়ার আন্তর্জাতিক অভিষেক কবে হয়েছিলো?

২০১৮ সালের ৪ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্রুণাল পান্ডিয়ার জাতীয় দলের জার্সিতে টি-২০ অভিষেক হয়েছিলো।

ক্রুণাল পান্ডিয়ার স্ত্রী’র নাম কি?

ক্রুণাল পান্ডিয়ার স্ত্রী’র নাম পানখুরি শর্মা। পেশায় তিনি একজন মডেল। তাঁদের কবীর ক্রুণাল পান্ডিয়া নামে এক পুত্রসন্তান রয়েছে।

ক্রুণাল পান্ডিয়া কোন দলের হয়ে আইপিএল খেলেন?

ক্রুণাল পান্ডিয়া লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের হয়ে আইপিএল খেলেন।

ক্রুণাল পান্ডিয়ার পছন্দের ক্রিকেটার কারা?

উঃ ক্রুণাল পান্ডিয়ার পছন্দের ক্রিকেটাররা হলেন রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, ম্যাথু হেডেন ও ব্রেট লি।

ক্রুণাল পান্ডিয়ার পছন্দের অভিনেত্রী কে?

ক্রুণাল পান্ডিয়ার পছন্দের অভিনেত্রী হলেন ইয়ামি গৌতম।