কোহলির সাথে প্রতারণা করেছে BCCI, চাঞ্চল্যকর অভিযোগে সরগরম ক্রিকেটমহল !! 1

গত ২৯ জুন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিদের (Virat Kohli) হাত ধরে স্বপ্ন পূরণ হয়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। দীর্ঘ সতেরো বছরের অপেক্ষা শেষে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ট্রফি এসেছে দেশে। বার্বাডোজের কেনসিংটন ওভালে একটা সময় ম্যাচে চালকের আসনে বসেছিলো দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচের রাশ হাতে তুলে নেয় টিম ইন্ডিয়া (Team India)। জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত বোলিং-এ পিছিয়ে পড়ে প্রোটিয়ারা। ম্যাচ শেষে উৎসবে মেতেছিলেন ক্রিকেটাররা। মাঠে দাঁড়িয়েই টি-২০ থেকে অবসর ঘোষণা করেন বিরাট (Virat Kohli)। সাংবাদিক সম্মেলনে এসে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন রোহিত শর্মা’ও। ‘মেন ইন ব্লু’র দুই স্তম্ভই বিশ্বজয়ের তৃপ্তি বুকে নিয়ে বিদায় জানান ক্ষুদ্রতম ফর্ম্যাটকে।

রোহিত টি-২০ থেকে অবসর নেওয়ার পর অধিনায়কশূন্য হয়ে পড়েছিলো ভারতীয় দল। জিম্বাবুয়ে সফরে কার্যনির্বাহী দায়িত্ব দেওয়া হয় শুভমান গিল’কে। তবে স্থায়ী নেতা হিসেবে অভিজ্ঞতর কেউই যে দায়িত্ব পাবেন তা নিশ্চিতই ছিলো। দৌড়ে ছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও সূর্যকুমার যাদব। শোনা যাচ্ছিলো জসপ্রীত বুমরাহ’র নাম’ও। হার্দিক গত ২০২২ থেকে রোহিতের অনুপস্থিতিতে বিভিন্ন সময়ে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মত প্রতিপক্ষের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। গত অক্টোবরে হার্দিকের গোড়ালিতে চোট লাগার পর সূর্যকুমারকেও (Suryakumar Yadav) অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাজিয়ে দেখেছিলেন নির্বাচকেরা। আয়ারল্যান্ডের বিপক্ষে অধিনায়কত্বের অভিজ্ঞতা ছিলো বুমরাহ’র। শেষমেশ দৌড়ে অবশ্য জেতেন সূর্যকুমারই। নয়া কোচ গম্ভীরের ভোট যায় তাঁর দিকে।

Read More: মুম্বই ছাড়ছেন রোহিত শর্মা, গর্বের সাথে এন্ট্রি নেবেন KKR শিবিরে !!

কথার খেলাপ কোহলির সাথে, থাকছে ভিন্ন অধিনায়ক-

Sourav Ganguly and Virat Kohli | Image: Getty Images
Sourav Ganguly and Virat Kohli | Image: Getty Images

দিনকয়েক আগে শ্রীলঙ্কা সফরের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন ভারতীয় নির্বাচকেরা। টি-২০ নেতৃত্বে বদল এলেও ওয়ান ডে’তে নেতা হিসেবে থেকেই গিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। সীমিত ওভারের ক্রিকেটে দুই আলাদা ফর্ম্যাটে দুই আলাদা অধিনায়কের নাম দেখে পুরনো প্রসঙ্গ টেনে আনতে দেখা গিয়েছে বিরাট কোহলির (Virat Kohli) অনুরাগীদের। ২০২১ সালে যে পরিস্থিতিতে বিরাটকে অধিনায়কত্ব থেকে সরানো হয়েছিলো তা নিয়ে সরব হয়েছেন তাঁরা। নেতৃত্ব হস্তান্তর নিয়ে সেই সময় জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছিলো ভারতীয় ক্রিকেটে। বিরাট কোহলি কেবল টি-২০ থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন। কিন্তু  তৎকালীন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) স্পষ্ট জানিয়ে দেন সাদা বলের দুই ফর্ম্যাটে আলাদা অধিনায়ক চান না তাঁরা। ফলে ওডিআই থেকেও সরিয়ে দেওয়া হয় কোহলিকে।

ক্ষুব্ধ বিরাট (Virat Kohli) সাংবাদিক সম্মেলন করে নিশানা করেছিলেন সৌরভকে। রাগে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে টেস্ট নেতৃত্বও ছেড়ে দেন তিনি। প্রথমে সাদা বলে ও পরে লাল বলের খেলাতেও রোহিতের (Rohit Sharma) হাতেই দায়িত্ব তুলে দেওয়া হয় সৌরভের নেতৃত্বাধীন বোর্ডের তরফ থেকে। এরপর প্রায় তিন বছর কেটে গেলেও বিরাট ভক্তরা যে সেই অপসারণের ঘটনা ভোলেন নি তা প্রমাণিত হলো সূর্যকুমার নেতা নির্বাচিত হওয়ার পর। যদিও বিশেষজ্ঞমহলের বিশ্লেষণ বলছে যে দুটি ঘটনা মোটেই এক রকম নয়। প্রথমত সৌরভ এখন আর প্রেসিডেন্ট নেই। ক্ষমতায় রজার বিনি। পূর্বসূরির সিদ্ধান্তে অনড় থাকার দায় তাঁর নেই। দ্বিতীয়ত রোহিত অবসর নেওয়ায় অন্য বিকল্প বাছতেই হত বোর্ডকে। যেহেতু সূর্যকুমার ওডিআই-তে নিয়মিত নন, সেহেতু এই মুহূর্তে রোহিতের হাতে দায়িত্ব রেখে দেওয়া ছাড়া উপায়ও ছিলো না বোর্ডের হাতে।

Also Read: TOP 3: হারিয়ে যেতে বসা তিন ভারতীয় ক্রিকেটার, যাঁরা নবজন্ম লাভ করবেন ‘গুরু’ গম্ভীরের হাত ধরে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *