IPL 2024: দীর্ঘ দুই মাসের জমজমাট ক্রিকেটীয় দ্বৈরথ শেষে গতকাল যবনিকা পড়লো আইপিএলের (IPL) সপ্তদশতম মরসুমে। চেন্নাইয়ের মাঠে সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স লড়াই দিয়ে শুরু হয়েছিলো মরসুম। শেষ হলো সেই চেন্নাইয়ের মাঠেই। শুধু বদলে গেলো যুযুধান দুই দলের নাম। চিপকে একপেশে ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে (SRH) ৮ উইকেটের ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের জন্য আইপিএল (IPL) ট্রফি জিতলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। এর আগে ২০১৪ সালে শেষবার সাফল্যের স্বাদ পেয়েছিলো ‘সিটি অফ জয়।’ তার পুরো এক দশক পর ট্রফি এলো কলকাতায়। সানরাইজার্সের ব্যাটিং বিভাগকে টুর্নামেন্টের অন্যতম সেরা বলা হচ্ছিলো, তাদের গুঁড়িয়ে দিয়েই বাজিমাত নাইটদের।
টসের মুদ্রা গতকাল পড়েছিলো সানরাইজার্সের বিরুদ্ধে। প্রথমে ব্যাটিং বেছে নেন প্যাট কামিন্স। শুরুতেই স্টার্ক, বৈভব, হর্ষিতদের দাপটে লাগাতার উইকেট হারিয়ে চাপে পড়ে হায়দ্রাবাদ। শেষমেশ ১৮.৩ ওভারে ১১৩ রানেই গুটিয়ে গিয়েছিলো তারা। রান তাড়া করতে নেমে শুরুতে সুনীল নারাইনকে (Sunil Narine) হারাতে হলেও দমে যায় নি কলকাতা। রহমানুল্লাহ গুরবাজ ও ভেঙ্কটেশ আইয়ারের জুটি জয়ের দিকে এগিয়ে নিয়ে যায় তাদের। শেষমেশ গুরবাজ আউট হলেও অপরাজিত অর্ধশতকে ট্রফি নিশ্চিত করেন ভেঙ্কটেশ (Venkatesh Iyer)। তাঁকে সঙ্গ দিলেন শ্রেয়স আইয়ার। ৫৭ বল বাকি থাকা অবস্থাতেই খেতাব জিতে যায় নাইটরা। আইপিএলের (IPL) অন্যতম জমজমাট মরসুম দেখা গিয়েছে এইবার। ৭৪টি ম্যাচ খুঁটিয়ে বিশ্লেষণ করে টুর্নামেন্টের যে সেরা দল বেছে নিয়েছে ইএসপিএন ক্রিকইনফো, তা নিম্নরূপ।
Read More: “এবার বিশ্বকাপটাও জিতবো…” IPL জয়ের মঞ্চ থেকেই সদর্পে ঘোষণা করলেন রিঙ্কু সিং !!
ওপেনিং-এ বিরাট-নারাইন, চমক রিয়ান পরাগ-
ইএসপিএন ক্রিকইনফোর তরফে যে সেরা দল ঘোষণা করা হয়েছে সেখানে ওপেনার হিসেবে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli) ও সুনীল নারাইন। ২০২৪ আইপিএলে ৭৪১ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা টুপি জিতেছেন কোহলি। দ্বিতীয়বার এই পালক যুক্ত হয়েছে তাঁর মুকুটে। দ্বিতীয় ওপেনার সুনীল নারাইন (Sunil Narine) ব্যাট হাতে করেছেন ৪৮৮ রান। বল হাতে তাঁর সংগ্রহে ১৮ উইকেট। সঙ্গত কারণেই টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। তৃতীয়বার এই পুরষ্কার পেলেন ক্যারিবিয়ান কিংবদন্তি। তিন নম্বরে রাখা হয়েছে সঞ্জু স্যামসনকে (Sanju Samson)। রাজস্থান রয়্যালসের (RR) হয়ে সঞ্জুর চলতি মরসুমে সংগ্রহ ৫৩১ রান। সামনে থেকে যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি, তাতে অধিনায়কের দায়িত্ব’ও কেরলের ক্রিকেটারের হাতেই সঁপেছে ইএসপিএন।
চার নম্বরে রাখা হয়েছে রিয়ান পরাগ’কে (Riyan Parag)। অসমের তরুণ গত বছরের ব্যর্থতাকে পিছনে ফেলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন এইবার। ভরসা দিয়েছেন রাজস্থান রয়্যালস মিডল অর্ডারকে। করেছেন ৫৭৩ রান। পাঁচে থাকছেন নিকোলাস পুরান। লক্ষ্ণৌ সুপারজায়ান্টস প্লে-অফে জায়গা করে নিতে না পারলেও ওয়েস্ট ইন্ডিয়ান তারকা পুরান’কে (Nicholas Pooran) বেশ কিছু ম্যাচে দেখা গিয়েছে ত্রাতা হয়ে উঠতে। ছয় নম্বরে জায়গা হয়েছে দিল্লী ক্যাপিটালসের ট্রিস্টান স্টাবসের (Tristan Stubbs)। ডেথ ওভারে ঝড় তুলেছেন প্রোটিয়া তরুণ। ১৪ ম্যাচে ৫৪ গড়ে তিনি করেছেন ৩৭৪ রান। স্ট্রাইক রেট ১৯০.৯১। ৩টি অর্ধশতকও করেছেন তিনি। এছাড়াও বল হাতে নিয়েছেন ৪ উইকেট। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাটিং বিভাগে স্থান হয়েছে রজত পতিদারের (Rajat Patidar)।
বুমরাহ, রাসেলদের সাথে রয়েছেন হর্ষিত’ও-
ব্যাট হাতে এবারের আইপিএলে (IPL) বিশেষ কার্যকরী ছিলেন না আন্দ্রে রাসেল (Andre Russell)। করেছেন ২২২ রান। কিন্তু বল হাতে নাইট রাইডার্স জার্সিতে নজর কেড়েছেন তিনি। ১৫ ম্যাচে নিয়েছেন ১৯ উইকেট। ফাইনালেও ৩ উইকেট নিয়েছেন তিনি। পেস বিভাগে ইএসপিএন ক্রিকইনফোর তরফে রাসেলের সাথে রাখা হয়েছে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও সন্দীপ শর্মা’কে (Sandeep Sharma)। এবারের আইপিএলে (IPL) প্রায় প্রতিটি ম্যাচেই দেখা গিয়েছে রানের উৎসব। ২৮৭ রান উঠতে দেখা গিয়েছে ২০ ওভারে। হতদ্যম হয়ে পড়া বোলারদের মাঝে উজ্জ্বল ব্যতিক্রম জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। মাত্র ৬.৪৮ ইকোনমি রেট ও ১৬.৮০ গড়ে তিনি তুলে নিয়েছেন ২০টি উইকেট। নজর কেড়েছেন সন্দীপ’ও। ১১ ম্যাচে তিনি নিয়েছেন ১৩ উইকেট। ইকোনমি ৮.১৮।
তৃতীয় পেসার হিসেবে রাখা হয়েছে তরুণ হর্ষিত রাণা’কে (Harshit Rana)। কলকাতা নাইট রাইডার্সের পেসার মরসুমে নিয়েছেন ১৮ উইকেট। সানরাইজার্স, রয়্যাল চ্যালেঞ্জার্সের মত প্রতিপক্ষের বিরুদ্ধে ডেথ ওভারে নিয়ন্ত্রিত বোলিং করেছেন হর্ষিত। তাঁকে আগামীর তারকা বলছেন অনেকেই। তবে ‘পার্পল ক্যাপ’ জয়ী হর্ষল প্যাটেলকে (Harshal Patel) দেখা যায় নি ইএসপিএন নির্বাচিত সেরা দলে। তাঁর ঝুলিতে ২৪ উইকেট থাকলেও ৯.৭৩ ইকোনমি রেট বিপক্ষে গিয়েছে হর্ষলের। স্পিন বিভাগে সুনীল নারাইনের সাথে রয়েছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। চায়নাম্যান স্পিনার নিজের ফর্ম ধরে রেখেছিলেন সদ্যসমাপ্ত আইপিএলেও (IPL)। ১১ ম্যাচে তিনি নিয়েছেন ১৬ উইকেট। নাইট রাইডার্সের হয়ে ২১ উইকেট নেওয়া বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) রয়েছেন বোলিং বিভাগে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে।
এক নজরে IPL-এর সেরা দল-
বিরাট কোহলি, সুনীল নারাইন, সঞ্জু স্যামসন (অধিনায়ক/উইকেটরক্ষক), রিয়ান পরাগ, নিকোলাস পুরান, ট্রিস্টান স্টাবস, আন্দ্রে রাসেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, হর্ষিত রাণা, সন্দীপ শর্মা।
ইমপ্যাক্ট প্লেয়ার- রজত পতিদার ও বরুণ চক্রবর্তী।