rinku-singh-eyes-t20-wc-after-ipl-win

২০১৪ সালে নিজদের দ্বিতীয় আইপিএল (IPL) ট্রফি জিতেছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। এরপর নয়টি মরসুম কেটেছে অন্ধকারে। ২০২১ সালে ফাইনালে পৌঁছালেও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হেরেই মাঠ ছাড়তে হয়েছিলো কলকাতাকে। অবশেষে কাটলো অন্ধকার। দ্বিতীয় সাফল্যের ঠিক এক দশক পর তৃতীয় ট্রফির আলোয় আলোকিত ‘সিটি অফ জয়।’ ২০১২ ও ২০১৪ সালে অধিনায়ক হিসেবে নাইটদের ট্রফি ক্যাবিনেটকে সমৃদ্ধ করেছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তৃতীয় ট্রফি জয়ের সাথেও জড়িয়ে রইলো তাঁর নাম। মরসুমের শুরুতে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস ছেড়ে মেন্টর হিসেবে তিনি যোগ দিয়েছিলেন নাইট শিবিরে। তাঁর হাত ধরেই অসাধ্যসাধন করে দেখালো কলকাতা।

টসে জিতে গতকাল ব্যাটিং বেছে নিয়েছিলো সানরাইজার্স (SRH)। চিপকের বাইশ গজে নাইট পেসারদের দাপটে কূলকিনারা খুঁজে পেলেন না ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা’রা। ১৮.৩ ওভারে মাত্র ১১৩ রানের মধ্যে গুটিয়ে যায় তাদের ইনিংস। আইপিএলের (IPL) সবচেয়ে বিধ্বংসী ব্যাটিং লাইন-আপ’কে ব্যাকফুটে পাঠিয়ে ম্যাচে নিজেদের আধিপত্য শুরুতেই প্রতিষ্ঠা করে ফেলেছিলো নাইট রাইডার্স। জয় ছিলো সময়ের অপেক্ষা। মাত্র ৭২ মিনিটে ১০.৩ ওভারেই ১১৪ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে তারা। অপরাজিত অর্ধশতক করে জয়ের পথ মসৃণ করে দেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। মিচেল স্টার্ক, আন্দ্রে রাসেল, সুনীল নারাইনের মত আন্তর্জাতিক তারকা থেকে হর্ষিত রাণা, বৈভব আরোরাদের মত ভারতীয় তরুণ-ট্রফি জয়ের আনন্দে উদ্বেল সকলেই। উচ্ছ্বাস বাঁধ ভাঙলো রিঙ্কু সিং-এর (Rinku Singh)। আইপিএল জয়ের মঞ্চে দাঁড়িয়ে আগামীর অঙ্গীকার করলেন তিনই।

Read More: টিম ইন্ডিয়ার হটসিটে বসতে চলেছেন গম্ভীর, সিদ্ধান্তে সিলমোহর দিলেন জয় শাহ !!

‘আরও একটা স্বপ্ন বাকি…’ জানিয়ে দিলেন রিঙ্কু-

Rinku Singh with IPL Trophy | Image: Twitter
Rinku Singh with IPL Trophy | Image: Twitter

গত মরসুমে দলের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন রিঙ্কু সিং (Rinku Singh)। কলকাতা নাইট রাইডার্স জার্সিতে প্রায় ৬০ গড়ে করেছিলেন ৪৭৪ রান। মহাতারকাদের ছাপিয়ে হয়েছিলেন নাইটদের সর্বোচ্চ রান সংগ্রাহক। গুজরাত টাইটান্সের (GT) বিরুদ্ধে শেষ ওভারে পাঁচ ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে জায়গা করে নিয়েছিলেন আইপিএলের (IPL) ইতিহাসের পাতায়। ২০২৪ মরসুমে তার পুনরাবৃত্তি করে উঠতে পারেন নি তিনি। টিম কম্বিনেশনের জন্য কখনও ছয়ে আবার কখনও তারও পরে ব্যাটিং করতে হয়েছে। সুযোগই পান নি দীর্ঘ ইনিংস খেলার। তাতেও কোনো আক্ষেপ নেই উত্তরপ্রদেশের তরুণের। নাইট রাইডার্স ট্রফি জেতায় শিশুর মতই উচ্ছ্বল তি্নি। সতীর্থদের সাথে মেতেছেন উদ্‌যাপনে। আনন্দ ভাগ করে নিয়েছেন মেন্টর গৌতম গম্ভীর, দলমালিক শাহরুখ খানের (Shah Rukh Khan) সাথেও।

সাত বছর আগে কলকাতা নাইট রাইডার্সই প্রথম লাইমলাইটে আসার সুযোগ করে দিয়েছিলো রিঙ্কুকে (Rinku Singh)। তাদের হয়ে ট্রফি জিততে পেরে আবেগে ভাসছেন রিঙ্কু। খেলা শেষে সাক্ষাৎকার দেওয়ার সময়েও তাঁর গলা চুঁইয়ে বেরিয়ে এলো সেই আবেগ’ই। রিঙ্কু জানান, “সবটাই ঈশ্বরের পরিকল্পনা। দারুণ অনুভূতি। অশেষ ধন্যবাদ। সাত বছর ধরে এই দলের সাথে খেলে আসছি। সাত বছর পরে এসে আজ ট্রফি ওঠানোর সুযোগ পাবো।” এরপর টি-২০ বিশ্বকাপে জাতীয় দলের অংশ হতে চলেছেন রিঙ্কু। ম্যাচের পর জানালেন, “একটাই কথা বলতে চাই, একটা স্বপ্ন সত্যি হয়েছে। আর একটা স্বপ্ন অধরা রয়েছে। সেটা বিশ্বকাপ। একাই আমেরিকা যাচ্ছি পরশু। আজ একটা ট্রফি হাতে তুলবো। পরবর্তী লক্ষ্য হবে বিশ্বকাপ।”  

দেখে নিন রিঙ্কুর সাক্ষাৎকার-

Also Read: IPL 2024 Final: ট্রফি জিতে আত্মহারা শাহরুখ খান, সেলিব্রেশনে খোঁচা দিলেন BCCI-কে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *