T20 World Cup: ২০০৭ থেকে ২০২৪, মাঝে সতেরোটা বছরের ব্যবধান। প্রথম সংস্করণেই খেতাব জয়ের পর দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপের (T20 Word Cup) ট্রফি স্পর্শ করার জন্য টিম ইন্ডিয়াকে অপেক্ষা করতে হলো এই দীর্ঘ সময়। এর মধ্যে সেমিফাইনাল, ফাইনালে বেশ কয়েকবার পৌঁছেছে তারা। কিন্তু প্রতিবারই ফিরতে হয়েছে খালি হাতে। ক্রিকেটদুনিয়ার নতুন চোকার্স, তকমাটা ধীরে ধীরে জাঁকিয়ে বসেছিলো ‘মেন ইন ব্লু’র গায়ে। আজ সেই অনভিপ্রেত ট্যাগ ঝেড়ে ফেলার উদ্দেশ্য নিয়েই যেন মাঠে নেমেছিলো দল। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার সামনেও সুযোগ ছিলো প্রথমবার ট্রফি জেতার। ভারতের সামনে বাধার প্রাচীর গড়ে তুলেছিলো তারা। কিন্তু দাঁতে দাঁত চেপে লড়াই করে শেষমেশ খেতাব ঘরে তুলেই মাঠ ছাড়লেন রোহিত শর্মা (Rohit Sharma) ও তাঁর সতীর্থরা।
টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। মাঠের পরিসংখ্যানও বলছিলো যে এখানে প্রথম ব্যাট করে জয়ের সংখ্যাই বেশী। কিন্তু টপ-অর্ডারের ব্যর্থতায় দ্রুত ৩ উইকেট হারিয়ে বসে চাপে পড়ে যায় তারা। কঠিন পরিস্থিতিতে দলের ভার কাঁধে তুলে নেন অক্ষর প্যাটেল ও বিরাট কোহলি (Virat Kohli)। দুরন্ত জুটি গড়ে ভারতকে লড়াইতে রেখেছিলেন তাঁরা। অক্ষরের ৪৭ ও কোহলির ৭৬ আজ টিম ইন্ডিয়ার ইনিংসের ভিত গড়ে দেয়। ভালো খেলেন শিবম দুবে, হার্দিক পান্ডিয়াও। ১৭৬ রানে থামে টিম ইন্ডিয়া (Team India)। জবাবে ব্যাটিং করতে নেমে দ্রুত দুই উইকেট হারালেও একটা সময় চালকের আসনে বসেছিলো দক্ষিণ আফ্রিকাই। হেনরিখ ক্লাসেনের তাণ্ডবে ম্যাচ ঢলে পড়েছিলো তাদের দিকে। কিন্তু হাল ছাড়ে নি ভারত। হার্দিক-বুমরাহ’র আগুনে স্পেলে জয়ীর মুকুট শেষমেশ তাদেরই।
Read More: “ছেড়ে যেও না আমাদের…” আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করলেন বিরাট করলেন, সমাজ মাধ্যম জুড়ে নিস্তব্ধতা !!
T20 থেকে সরে দাঁড়ালেন বিরাট-
ওডিআই বিশ্বকাপ জিতেছেন ২০১১তে, চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ২০১৩ সালে। কিন্তু সাদা বলের খেলার তৃতীয় খেতাব অর্থাৎ টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) কিছুতেই জেতার সৌভাগ্য হচ্ছিলো না বিরাট কোহলির (Virat Kohli)। শেষ ল্যাপে গিয়ে আটকে যাচ্ছিলেন বারবার। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। পরিসংখ্যানও অবিশ্বাস্য। দুইবার জিতেছেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরষ্কার। তবুও কোথাও যেন খামতি থেকেই যাচ্ছিলো। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো আজ বার্বাডোজের কেনসিংটন ওভালে। অধরা শৃঙ্গজয়ের পর বিরাট যেন শিশুর মত উচ্ছল। ভাসলেন আবেগে। ৭৬ রানের সুবাদে ম্যাচের সেরার পুরষ্কার নিতে এসে জানিয়ে দেন, “এটাই আমার শেষ টি-২০ বিশ্বকাপ ছিলো। এটাই আমরা অর্জন করতে চেয়েছিলাম।”
গোটা টুর্নামেন্ট রান খরা ভুগিয়েছে তাঁকে। কিন্তু আজ ফাইনালে জ্বলে ওঠেন ব্যাট হাতে। ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে কোহলি (Virat Kohli) জানান, “কিছু কিছু দিন আপনার মনে হয় যে আপনি কিছুতেই রান করতে পারবেন না। কিন্তু ঈশ্বর মহান। ‘আজ নয়ত কখনও নয়’ এমন পরিস্থিতি তৈরি হয়েছিলো আজ।” এরপরেই বোমা ফাটান ভারতীয় মহাতারকা। জানিয়ে দেন, “এটাই ভারতের হয়ে আমার শেষ টি-২০ ম্যাচ ছিলো।” অবসর সম্পর্কে আরও বলেন, “আমরা চেয়েছিলাম কাপ’টা জিততে। আমি নিজেও অবশ্যই চেয়েছিলাম। এটা (অবসর) একটা ওপেন সিক্রেট ছিলো। এমনটা নয় যে আমরা যদি আজ না জিততাম, তাহলে ঘোষণা করতাম না। আমার মনে হয় টি-২০তে এবার পরবর্তী প্রজন্মের এগিয়ে আসা উচিৎ। আমাদের জন্য এটা একটা দীর্ঘ অপেক্ষা ছিলো।”
সতীর্থ রোহিত শর্মা’কে (Rohit Sharma) বিশ্বকাপ (T20 World Cup) জয়ের শুভেচ্ছা জানাতে ভোলেন নি বিরাট। সঞ্চালক ইয়ান বিশপ’কে তিনি জানান, “আমরা আইসিসি ট্রফি জেতার জন্য অপেক্ষা করছিলাম। আপনি রোহিতের মত কাউকে দেখুন, এটা ওর নবম টি-২০ বিশ্বকাপ। আমি সেখানে ছয়টি খেলেছি। এটা একটা দুর্দান্ত দিন। আমি কৃতজ্ঞ।” নিজের বক্তব্যে বিরাট জানান যে বিশ্বকাপের জয়ের অভিঘাতে অবসরের আবেগ বিশেষ অনুভব করতে পারছেন না। তবে সময়ের সাথে সাথে তাও যে ভিতর থেকে বেরিয়ে আসবে সে বিষয়ে তিনি নিশ্চিত। বিশ্বসেরার ট্রফি জিতেই কুড়ি-বিশের ফর্ম্যাটকে আজ বিদায় জানালেন ভারতের মহাতারকা।
Also Read: T20 World Cup: “অনেক দিনের পরিশ্রমের ফসল…” রুদ্ধশ্বাসে ফাইনালে জয় ভারতের, ট্রফিখরা কাটতেই আনন্দে উদ্বেল সোশ্যাল মিডিয়া !!