টি-২০ বিশ্বকাপের মাঝপথেই নেতৃত্বে বদল, রোহিতকে সরিয়ে ফের অধিনায়ক বিরাট কোহলি !! 1

এই মুহূর্তে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) খেলতে ব্যস্ত রয়েছে টিম ইন্ডিয়া (Team India)। গ্রুপ-এ’তে ছিলো দল। দারুণ ছন্দে দেখা গিয়েছে তাদের। নিউ ইয়র্কের নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ড (IRE), পাকিস্তান (PAK) ও মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) বিরুদ্ধে টানা তিন ম্যাচে জিতে কোনো সমস্যা ছাড়াই সুপার এইট পর্বে পা রেখেছে তারা। ফ্লোরিডার ফোর্ট লডারহিলে চতুর্থ ম্যাচে কানাডার মুখোমুখি হওয়ার কথা ছিলো ‘মেন ইন ব্লু’র। বৃষ্টিতে সেই ম্যাচটি ভেস্তে গেলেও কোনো সমস্যায়র সম্মুখীন হতে হয় নি রোহিতদের (Rohit Sharma)। এবার ফোকাসে নক-আউট পর্ব। সামনে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ ও অস্ট্রেলিয়া (AUS) ম্যাচ। কঠিন বাধা পেরোনোর প্রস্তুতি শুরু করে দিয়েছে দল। এর মধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে অধিনায়কত্ব বদলের দাবী ওঠায়।

Read More: লাইভ ম্যাচে ডাকাতি, ভাইরাল হলো বাংলাদেশী ব্যাটসম্যানদের কু-কীর্তি !!

উঠছে কোহলিকে অধিনায়ক করার দাবী-

Virat Kohli with Jasprit Bumrah | T20 World Cup | Image: Getty Images
Virat Kohli with Jasprit Bumrah | Image: Getty Images

গত ১২ জুন নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলা ছিলো ভারতের। টসে জিতে প্রথমে প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রজ জানায় টিম ইন্ডিয়া (Team India)। আর্শদীপ সিং (Arshdeep Singh), হার্দিক পান্ডিয়াদের (Hardik Pandya) বোলিং বিক্রমে মাত্র ১১০ রানেই থেমে গিয়েছিলো মার্কিন ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে সমস্যায় পড়েছিলো ‘মেন ইন ব্লু’ও। শুরুতেই কোহলি (Virat Kohli) ও রোহিতের (Rohit Sharma) মত দুই মহাতারকাকে হারিয়েছিলো তারা। চলতি টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারতের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার ঋষভ পন্থ’ও (Rishabh Pant) তিনে নেমে বড় রান পান নি। ৩৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসা টিম ইন্ডিয়ার ত্রাতা হয়ে ওঠেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও শিবম দুবে (Shivam Dube)। তাঁদের অবিচ্ছেদ্য জুটি শেষমেশ ৭ উইকেটের ব্যবধানে জয় এনে দেয় ভারতকে।

এই ম্যাচ চলাকালীন এই অদ্ভুত ঘটনা ঘটতে দেখা যায় নিউ ইয়র্কের মাঠে। গ্যালারি থেকে ওঠে অধিনায়ক বদলের দাবী। বিরাট কোহলি (Virat Kohli) তখন ফিল্ডিং করছিলেন বাউন্ডারি লাইনের কাছে। তাঁকে দেখে একদল সমর্থক স্লোগান দিতে থাকেন, “হামারে নেতা ক্যায়সা হো?  বিরাট কোহলি জ্যায়সা হো।” যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “আমাদের অধিনায়ক কেমন হওয়া উচিৎ? বিরাট কোহলির মত হওয়া উচিৎ।” ভারতীয় ক্রিকেট মহাতারকা হাত নেড়ে সমর্থকদের অভিবাদন জানান। প্রসঙ্গত ২০২১ সালের টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পরেই কুড়ি-বিশের ফর্ম্যাটে দেশের নেতৃত্ব ছেড়েছিলেন কোহলি (Virat Kohli)। এরপর বোর্ডের সাথে বিবাদের জেরে সরেন ওডিআই থেকে। পরে টেস্টেও পদ ছাড়েন তিনি। তিন ফর্ম্যাটেই নেতা করা হয়েছিলো রোহিত শর্মা’কে (Rohit Sharma)।

দেখুন ঘটনার ভিডিও-

অধিনায়ক রোহিতের পরিসংখ্যান-

Virat Kohli and Rohit Sharma | Image" Getty Images
Virat Kohli and Rohit Sharma | Image: Getty Images

স্টপগ্যাপ অধিনায়ক হিসেবে ২০১৭ সালের নিদাহাস ট্রফি (Nidahas Trophy) ও ২০১৮ সালের এশিয়া কাপ (Asia Cup) জিতেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। পূর্ণ সময়ের দায়িত্ব পাওয়ার পরেও তাঁর অধিনায়কত্বে ২০২৩ সালে শ্রীলঙ্কার মাটিতে এশিয়া কাপ জেতে ভারত। এখনও পর্যন্ত আইসিসি টুর্নামেন্টে খেতাব জয়ের স্বপ্ন অবশ্য পূরণ হয় নি। ২০২২ সালে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিলো ভারতকে। অন্যদিকে ২০২৩-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ও ওডিআই বিশ্বকাপের (ICC World Cup) ফাইনালে টিম ইন্ডিয়া পৌঁছলেও অস্ট্রেলিয়ার কাছে হেরে ফিরতে হয় খালি হাতেই। পরিসংখ্যান বলছে সাদা বলের আইসিসি (ICC) টুর্নামেন্টে এখনও অবধি তিনি কেবল ৩টি ম্যাচ হেরেছেন।

টেস্ট ক্রিকেটে এখনও অবধি ১৬টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। এর মধ্যে ১০টিতে জিতেছেন তিনি। হার ৪টি ম্যাচে। ড্র হয়েছে দুটি টেস্ট। একদিনের ক্রিকেটে তিনি ভারতকে নেতৃত্ব দিয়েছেন ৪৫টি ম্যাচে। এর মধ্যে জয় এসেছে ৩৪টিতে। হারতে হয়েছে ১০টি ম্যাচ ও ১টি ম্যাচে কোনোরকম ফলাফল পাওয়া যায় নি। টি-২০ ক্রিকেটে রোহিত টিম ইন্ডিয়ার (Team India) সফলতম অধিনায়ক। ৫৭ ম্যাচের মধ্যে ৪৪টিতে তাঁর নেতৃত্বে জয় পেয়েছে দল। হারের জন্য ১২, একটি ম্যাচ টাই হতে দেখা গিয়েছে। তাঁর সাফল্যের শতকরা হার ৭৭.১৯। শোনা যাচ্ছে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পর ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটকে বিদায় জানাবেন রোহিত (Rohit Sharma)। তখন বিকল্প অধিনায়কের কথা ভাবতে পারে বোর্ড। তবে টেস্ট ও ওডিআই’তে এই মুহূর্তে নেতা বদল না হওয়ারই সম্ভাবনা।

Also Read: T20 World Cup: জুনিয়র সাকিবের দাপটে নেপালকে হারালো বাংলাদেশ, পা রাখলো সুপার এইটে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *