জুন মাসের ২৯ তারিখ কেনসিংটন ওভালের সবুজ ঘাসে ইতিহাস লিখলো রোহিত শর্মা’র নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া (Team India)। সতেরো বছর পর ঘরে তুললো দ্বিতীয় টি-২০ বিশ্বকাপ খেতাব। এগারো বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর আইসিসি প্রতিযোগিতায় লাগাতার ব্যর্থতাই সঙ্গী হয়েছিলো তাদের। টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জেতায় সেই অন্ধকার যুগ থেকেও বেরিয়ে আসতে সক্ষম হলো দল। এই সাফল্যের সাথে সাথেই একটা যুগও শেষ হলো ভারতীয় ক্রিকেটে। মাঠে দাঁড়িয়েই ক্ষুদ্রতম ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। পরে সাংবাদিক সম্মেলনে অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দেন যে তিনিও আর খেলবেন না দেশের হয়ে টি-২০। রোহিতের (Rohit Sharma) এই আংশিক অবসরের সিদ্ধান্তের পর বড় পদক্ষেপ নিতে চলেছে বিসিসিআই-ও। আপাতত ওডিআই ক্রিকেট থেকেও দূরে রাখা হতে পারে তাঁকে।
Read More: গম্ভীরেই আস্থা বোর্ডের, দায়িত্ব নেওয়ার আগে দল গোছানোর স্বাধীনতা পাচ্ছেন নয়া কোচ !!
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ রয়েছে ভারতের-
এই মুহূর্তে টিম ইন্ডিয়া রয়েছে জিম্বাবুয়েতে। তারা পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলছে শেভ্রনদের বিপক্ষে। এখনও অবধি খেলা হয়েছে দুইটি ম্যাচ। ফলাফল ১-১। ১৪ তারিখ অবধি চলবে এই দ্বৈরথ। এরপর পড়শি দেশ শ্রীলঙ্কাতে তিনটি ওডিআই ও তিনটি টি-২০ ম্যাচ খেলতে উড়ে যাবে ‘মেন ইন ব্লু।’ ২৭ জুলাই, ২৮ জুলাই ও ৩০ জুলাই রয়েছে তিনটি টি-২০ ম্যাচ। এরপর অগস্টের ২, ৪ ও ৭ তারিখ থাকছে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ। এখনও পর্যন্ত এই সিরিজের জন্য দল ঘোষণা করেন নি নির্বাচকেরা। একই সাথে কোচ নিয়োগ নিয়েও চলছে টালবাহানা। দল ঘোষণার জন্য নতুন কোচের নাম ঘোষণা অবধি অপেক্ষা করা হবে নাকি আগেই তা সেরে ফেলবেন কর্মকর্তারা, সেই প্রশ্নের সঠিক জবাব নেই কারও কাছে। তবে সিনিয়রদের অধিকাংশকেই যে বাইরে রাখা হবে তা নিশ্চিত।
নেই রোহিত শর্মা, খেলছেন না কোহলিও-
টি-২০ থেকে অবসর নিলেও রোহিত শর্মা ও বিরাট কোহলি জানিয়েছেন যে ক্রিকেটের বাকি দুই ফর্ম্যাটে অংশ নেবেন তাঁরা। তা সত্ত্বেও তাঁদের বাদ দিয়েই সম্ভবত ভারত শ্রীলঙ্কা সিরিজের জন্য দল ঘোষণা করতে পারে। জুলাইয়ের শেষ দিকে শুরু হতে চলা এই সিরিজেও তরুণ তুর্কিদেরই জায়গা দিতে চলেছে অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। আসলে অগস্ট মাস থেকে একের পর এক গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ রয়েছে টিম ইন্ডিয়ার। প্রথমে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে মোট ৫টি টেস্ট রয়েছে। তারপর ৫টি টেস্ট রয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে। এই ম্যাচগুলিতে সেরা অস্ত্রদের যাতে তরতাজা অবস্থায় পাওয়া যায় তা নিশ্চিত করতেই শ্রীলঙ্কা সফরের মত কম গুরুত্বপূর্ণ সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে রোহিত-কোহলিদের।
অধিনায়কত্ব করতে পারেন কে এল রাহুল-
রোহিত শর্মা না থাকলে কে ভারতীয় দলের অধিনায়ক হবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। এর আগে মনে করা হয়েছিলো হার্দিক পান্ডিয়াকেই পাকাপাকিভাবে টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক করা হয়েছে সাদা বলের খেলায়। কিন্তু এই নিয়ে কোনো সরকারী ঘোষণা আসে নি বিসিসিআই-এর তরফে। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মত প্রতিপক্ষের বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে চুটিয়ে অধিনায়কত্ব করতে দেখা গিয়েছে কে এল রাহুল’কে। ‘পেকিং অর্ডারে’ তিনি দ্বিতীয় না তৃতীয় স্থানে সেই নিয়ে রয়েই গিয়েছে ধোঁয়াশা। জটিলতা দূর হতে পারে আসন্ন শ্রীলঙ্কা সিরিজেই। হার্দিক যে দলে ফিরছেন তা এক প্রকার পরিষ্কার। থাকছেন রাহুল’ও। নেতৃত্ব নিয়ে প্রতিদ্বন্দ্বীতা এই দুজনের মধ্যেই। সংবাদমাধ্যমের একাংশ দাবী করছে যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়ের পুরষ্কারস্বরূপ শ্রীলঙ্কার বিপক্ষেও নেতার ভূমিকায় রাখা হবে রাহুলকে।