‘টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) আজ থেকে সুপার এইটের অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া। বার্বাডোজের কেনসিংটন ওভালে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান। এর আগে গ্রুপ পর্বের ম্যাচগুলিতে অপরাজিত থেকেছিলেন রোহিত শর্মা’রা (Rohit Sharma)। আয়ারল্যান্ড, পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এসেছিলো জয়। আর কানাডার বিপক্ষে ম্যাচটি ভেস্তে গিয়েছিলো বৃষ্টির কারণে। গ্রুপ পর্বে ভারতের ভালো পারফর্ম্যান্সের মূল কাণ্ডারী হিসেবে বারবার উঠে এসেছে বোলিং বিভাগের নাম। প্রথম দুটি ম্যাচে সেরা ক্রিকেটারের তকমা পেয়েছেন জসপ্রীত বুমরাহ, তিন ম্যাচ মিলিয়ে ৭টি করে উইকেট নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া ও আর্শদীপ সিং। পক্ষান্তরে ব্যাটিং বিভাগ নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছে। তিন ম্যাচেই নড়বড়ে লেগেছে টপ-অর্ডারকে। আজ আফগানিস্তানের বিরুদ্ধেও একই রইলো ছবিটা।
Read More: আক্রমণাত্মক ব্যাটিং বজায় রাখতে গিয়ে রশিদের ফাঁদে পড়লেন ঋষভ পন্থ, ২০ রান বানিয়ে হারালেন নিজের উইকেট !!
T20 বিশ্বকাপে লাগাতার ব্যর্থ কোহলি-
২০২২ অবধি ছয়টি টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) খেলেছিলেন বিরাট কোহলি। তাঁর মোট রান সংখ্যা ছিলো ১১৮১। ব্যাটিং গড় ছিলো ৮৯। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ রান স্কোরার হওয়ার রেকর্ড নিজের নামে করেছিলেন। ছয় সংস্করণের মধ্যে চারটিতে ভারতের সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন তিনি। কিন্তু ২০২৪-এ এসে বিরাটকে (Virat Kohli) যেন বেশ খানিকটা অচেনা লাগছে। একের পর এক ম্যাচ কেটে যাচ্ছে, কিন্তু রানের দেখা নেই তাঁর ব্যাটে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে শুরুটা করেছিলেন ১ রান করে। এরপর পাকিস্তানের বিরুদ্ধে এসেছিলো ৪। আর মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে ‘গোল্ডেন ডাক’ করে সাজঘরে ফিরতে হয়েছিলো তাঁকে। সুপার এইট পর্বে এসেও বদলালো না ছবিটা। নিজেকে সময় দিয়েছিলেন ক্রিজে থিতু হওয়ার, তবুও ২৪ বলে ২৪-এর বেশী এগোতে পারলেন না তিনি।
আইপিএলের (IPL) আসরে এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) হয়ে ওপেন করেছিলেন বিরাট কোহলি। ৬১.৭৫ গড়ে তাঁর ব্যাট থেকে এসেছিলো ৭৪১ রান। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা টুপিও উঠেছিলো তাঁরই মাথায়। আইপিএলের কারণেও আন্তর্জাতিক ক্রিকেটেও তাঁকে দিয়ে ওপেন করানোর চেষ্টায় রয়েছে ভারতীয় দল। পছন্দের তিন নম্বরে নয়, বরং টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) প্রতিটি ম্যাচেই রোহিতের সাথে ওপেন করতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু অনভ্যস্ত পজিশনে জাতীয় দলের নীল জার্সিতে মানিয়ে নিতে পারছেন না তিনি। সেই কারণেই সম্ভবত তাঁর ফর্মের গ্রাফ ক্রমশ নিম্নগামী। আজ আফগানিস্তান ম্যাচের পর সুপার এইটে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে হবে ভারতকে। ফর্ম হারানো বিরাটকে (Virat Kohli) দিয়ে ওপেন করানোর ঝুঁকি আগামীতেও নেওয়া হবে? উঠছে প্রশ্ন।
রিজার্ভ বেঞ্চেই সময় কাটছে যশস্বীর-
কোহলির (Virat Kohli) রানের ঝুলি পূর্ণ না হলেও টিম কম্বিনেশনের দোহাই দিয়ে প্রতিটি খেলাতেই তাঁকে ইনিংসের শুরুতে খেলানো হচ্ছে। তাতে আদতে দলের লাভ নয়, বরং ক্ষতি হচ্ছে বলেই মত ক্রিকেটবোদ্ধাদের অনেকের। কোহলি (Virat Kohli) ওপেন করায় একাদশে সুযোগ পাচ্ছেন না যশস্বী জয়সওয়াল’ও। ২০২২-এর কুড়ি-বিশের বিশ্বকাপের (T20 World Cup) পর প্রায় ১৪ মাস আন্তর্জাতিক টি-২০ খেলেন নি কোহলি। সেই সময় যশস্বীকে নিয়মিত দেখা গিয়েছিলো ভারতীয় একাদশে। ওয়েস্ট ইন্ডিজ হোক বা চীন অথবা ভারত-সব মাঠেই রান করেছেন তিনি। বিশেষজ্ঞ ওপেনার হিসেবে পাওয়ার প্লে’তে নতুন বল সামলানোর দক্ষতা রয়েছে তাঁর। তা সত্ত্বেও সুযোগের অপেক্ষাতেই সময় কাটছে মুম্বই-এর বছর ২২-এর তরুণের।