Ishan kishan,BCCI
Ishan Kishan | Image: Getty Images

গত বছরের ডিসেম্বর থেকেই ক্রিকেটদুনিয়ার ফোকাসে রয়েছেন ঈশান কিষণ (Ishan Kishan)। ঝাড়খণ্ডের তরুণ উইকেটরক্ষক-ব্যাটারের সাথে ঠান্ডা যুদ্ধ চলছে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই-এর। দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে মানসিক স্বাস্থ্যের অবনতির কারণ দেখিয়ে সরে দাঁড়াতে চেয়েছিলেন তিনি। তাঁর আবেদন মঞ্জুর করে বোর্ড। কিন্তু এরপর তাঁর কার্যকলাপে ক্ষোভ বাড়ে কর্মকর্তাদের মধ্যে। শাস্তিস্বরূপ কেন্দ্রীয় চুক্তি থেকে বাদই দেওয়া হয় তাঁকে। একমাত্র আইপিএল (IPL) ছাড়া গোটা বছরে এখনও অবধি কোনো টুর্নামেন্টে ক্রিকেট খেলেন নি ঈশান (Ishan Kishan)। এখনই যে তাঁকে ফেরানো হচ্ছে না আন্তর্জাতিক স্তরে, তা পরিষ্কার শ্রীলঙ্কা সফরের স্কোয়াড থেকেই। সম্ভবত ২০২৫-এর আইপিএলেই ফের মাঠে দেখা যাবে তাঁকে। তবে তখন বদলে যেতে পারে তাঁর জার্সির রং।

Read More: আবার শুরু হচ্ছে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ, জয় শাহের কাছে প্রস্তাব রাখলো PCB !!

মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন ঈশান কিষণ-

Ishan Kishan | Image: Getty Images
Ishan Kishan | Image: Getty Images

২০১৬ সাল থেকে আইপিএল খেলছেন ঈশান কিষণ (Ishan Kishan)। ১০৫ ম্যাচে তিনি করেছেন ২৬৪৪ রান। গড় ২৮.৪৩। স্ট্রাইক রেট ১৩৬-এর আশেপাশে। গুজরাত লায়ন্স দলের হয়ে অভিষেক হয়েছিলো তাঁর। ২০১৮ সাল থেকে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সে (MI)। মাঝে ২০২২ মরসুমে তাঁকে আরও একবার নিলাম থেকে দলে সামিল করেছিলো মুম্বই। কিন্তু ২০২৫-এর মেগা অকশনের আগে সম্ভবত ঈশানের সাথে ফ্র্যাঞ্চাইজির দীর্ঘ সম্পর্ক ছিন্ন হতে চলেছে। তিনজন ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ ফ্র্যাঞ্চাইজিগুলিকে দিতে চলেছে বিসিসিআই। বিশেষজ্ঞদের ধারণা যে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও হার্দিক পান্ডিয়াকেই (Hardik Pandya) ধরে রাখার পথে হাঁটতে পারে মুম্বই ফ্র্যাঞ্চাইজি। সেক্ষেত্রে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে আরও একবার নিলামে অংশ নেবেন ঈশান।

বেঙ্গালুরু হতে পারে ঈশানের গন্তব্য-

Ishan Kishan | Image: Getty Images
Ishan Kishan | Image: Getty Images

২০২৪ সালের আইপিএলের (IPL) পরেই ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। ফলে একজন নতুন উইকেটরক্ষক-ব্যাটার একান্তই প্রয়োজন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। কার্তিকের বিদায়ে যে শূন্যস্থান তৈরি হয়েছে আরসিবি স্কোয়াডে, তা পূরণের জন্য আদর্শ বিকল্প হতে পারেন ঈশান কিষণ (Ishan Kishan)। দস্তানা হাতে বেশ নির্ভরযোগ্য ঈশান। যা কাজে আসবে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির। এছাড়াও সম্ভবত ফাফ দু প্লেসি’কে (Faf du Plessis) ছেঁটে ফেলতে চলেছে তারা। ফলে বিরাট কোহলির সাথে ওপেন করার জন্য পরীক্ষিত কাউকে প্রয়োজন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB)। ঈশানকে (Ishan Kishan) দলে নিলে উইকেটকিপিং-এর পাশাপাশি ওপেনার নিয়েও দীর্ঘ সময়ের জন্য চিন্তা মিটবে তাদের। সব দিক মাথায় রেখে ঝাড়খণ্ডের তরুণ ক্রিকেটারের জন্য সর্বস্ব বাজি রেখে ঝাঁপাতে দেখা যেতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্সকে।

মুম্বই ছাড়তে পারেন রোহিত শর্মা’ও-

Rohit Sharma | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

২০২৫ আইপিএলের আগে মুম্বই ইন্ডিয়ান্স (MI) শিবির ছাড়তে পারেন রোহিত শর্মা’ও (Rohit Sharma)। ২০১১ থেকে ফ্র্যাঞ্চাইজির সাথে রয়েছেন তিনি। কিন্তু গত মরসুম থেকেই আম্বানিদের সাথে তাঁর সম্পর্কের শৈত্য নজরে এসেছে। অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে রোহিতকে। মনে করা হচ্ছে হার্দিকের অধিনায়কত্বে আর খেলতে রাজী নন তিনি। মেগা অকশনের আগেই চেয়ে নিতে পারেন রিলিজ। এক দশকেরও বেশী সময় পর তাঁকে দেখা যেতে পারে নিলামে। টি-২০ বিশ্বকাপজয়ী (T20 World Cup) অধিনায়ককে নিয়ে রয়েছে ব্যাপক দড়ি টানাটানির সম্ভাবনা। ক্রিকেটমহলে জোর গুঞ্জন যে রোহিত নিলামের টেবিলে এলে তাঁকে পেতে মরিয়া হয়ে ঝাঁপাতে পারে গুজরাত টাইটান্স ও দিল্লী ক্যাপিটালসের মত দল।

Also Read: “ওদের সবেতেই সমস্যা…” পাকিস্তানকে একহাত নিলেন মহম্মদ শামি, চ্যাম্পিয়ন্স ট্রফি বিতর্কের মাঝেই করলেন বিস্ফোরক মন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *