IPL 2024: “বিরাট এখনও প্রচণ্ড চাপে…” ভারতীয় সুপারস্টারের পাশে দাঁড়ালেন পাক প্রাক্তনী ওয়াসিম আক্রম !! 1

IPL 2024: চলতি আইপিএলে (IPL) এখনও অবধি ব্যাকফুটেই বিরাট কোহলির (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। টুর্নামেন্টের শুরুর দিকে একের পর এক ম্যাচ হেরে পয়েন্ট তালিকায় সবার শেষে নেমে গিয়েছিলো তারা। গত তিন ম্যাচে টানা জিতলেও সাত নম্বরের উপরে উঠে আসতে পারে নি রয়্যাল চ্যালেঞ্জার্স। খাতায়-কলমে এখনও তাদের প্লে-অফের যোগ্যতা অর্জনের সুযোগ রয়েছে ঠিকই, কিন্তু রাস্তাটা বেশ কঠিন। সতেরো বছরের চেষ্টাতেও খেতাব হাতের মুঠোয় ধরতে না পারার জন্য সমাজমাধ্যমে রীতিমত কটাক্ষের তীর বিদ্ধ হতে হচ্ছে বেঙ্গালুরু (RCB) ফ্র্যাঞ্চাইজিকে। ব্যাট হাতে রান পেয়েও সমালোচনা এড়াতে পারছেন না বিরাট কোহলি (Virat Kohli) স্বয়ং। চলছে তাঁর স্ট্রাইক রেট নিয়ে কাটাছেঁড়া।

পরিসংখ্যান বলছে এই মুহূর্তে আইপিএলের (IPL) সফলতম ব্যাটার বিরাট কোহলিই। ১১ ম্যাচে তিনি করেছেন ৫৪২ রান। ব্যাটিং গড় ৬৭.৭৫। স্ট্রাইক রেট’ও ১৪৮.০৯। তা সত্ত্বেও ক্রিকেট বিশেষজ্ঞদের নিশানায় তিনি। যে গতিতে ইনিংস শুরু করছেন তিনি, সময়ের সাথে সাথে তা মন্থর হয়ে যাচ্ছে-এমনটাই দাবী করছেন তাঁরা। এই নিয়ে কোহলি (Virat Kohli) নিজে অবশ্য বিশেষ ভাবিত নয় বলেই জানিয়েছেন। দিনকয়েক আগে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলা শেষে সাক্ষাৎকার দেওয়ার সময় রীতিমত একহাত নিয়েছিলেন ধারাভাষ্যকারদের একাংশকে। পালটা দেন কিংবদন্তি সুনীল গাওস্কর’ও (Sunil Gavaskar)। এই নিয়ে আপাতত তরজা চলছে ভারতীয় ক্রিকেটমহলে। এহেন অগ্নিগর্ভ পরিস্থিতিতে কোহলি পাশে পেলেন পড়শি দেশের কিংবদন্তি প্রাক্তনী ওয়াসিম আক্রমকে।

Read More: “বেচারা শোধরাবে না…” ব্যান হওয়ার পরেও সেলিব্রেশন অব্যহত হার্ষিত রানার, সমাজ মাধ্যমে পড়লেন ট্রোলের মুখে !!

কোহলি নয়, বাকিদের উপর দায় চাপালেন আক্রম-

Virat Kohli | IPL 2024 | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

একটা সময় আইপিএলের (IPL) সাথে সরাসরি যুক্ত ছিলেন ওয়াসিম আক্রম (Wasim Akram)। ছিলেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) বোলিং পরামর্শদাতা। এখন পদে না থাকলেও আইপিএলের দিকে নজর রেখেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টসকীড়াকে দেওয়া সাক্ষাৎকারে সাম্প্রতিক স্ট্রাইক রেট বিতর্কে মুখ খুললেন ‘সুলতান অফ স্যুইং।’ পাশে দাঁড়ালেন বিরাট কোহলির (Virat Kohli)। ওয়াসিম আক্রমের স্পষ্ট বক্তব্য, “ও (কোহলি) সমালোচিত হচ্ছে কেন? একজন ক্রিকেটার ১৫০ স্ট্রাইক রেটে ১০০ করছে, সেটা যথেষ্ট নয়? দল যদি জিতত এত কথাই হত না। কোহলি যখন অধিনায়ক ছিলো, ও চাপে থাকত। এখন অধিনায়ক নয়, তবুও প্রচণ্ড চাপে রয়েছে ও।”

“…ও রান করছে। কিন্তু একজন খেলোয়াড় ম্যাচ জেতাতে পারে না। সমালোচনা অপ্রয়োজনীয়, অযৌক্তিক। কোহলির মধ্যে এখনও অনেক ক্রিকেট বেঁচে রয়েছে। আরসিবিকে ভাবতে হবে তাদের পারফর্ম্যান্সে গত ষোলো বছর ধরে ধারাবাহিকতার অভাব কেন। ব্যাটিং তবু ঠিক আছে। বোলাররা খুবই দুর্বল।” যোগ করেছেন আক্রম (Wasim Akram)। মাঠকে দুষছেন অনেকে। ছোট বাউন্ডারির সুবিধা কাজে লাগিয়ে রান তুলছেন ব্যাটাররা, বলছেন বিশেষজ্ঞরা। মানতে রাজী নন আক্রম। তিনি জানান, “মাঠের পরিধি তো আপনি আগে থেকেই জানেন। ওটা তো একই রয়েছে। সেই অনুযায়ী খেলুন। ওখানে (চিন্নাস্বামী) আমি ১৯৮৭তে টেস্ট খেলেছিলাম, এখনও মাঠ তো তেমনই রয়েছে।”

স্ট্রাইক রেট নিয়ে আলোচনা অবান্তর, বলছেন আক্রম-

Wasim Akram | IPL 2024 | Image: Getty Images
Wasim Akram | Image : Getty Images

আইপিএল ইতিহাসে সফলতম ব্যাটার বিরাট কোহলিই (Virat Kohli)। তিনি ২৪৭ ম্যাচে ৩৮.৮৩ গড়ে করেছেন ৭৭৬৩ রান। স্ট্রাইক রেট ১৩১.০২। ৮টি শতরান ও ৫৪টি অর্ধশতক রয়েছে তাঁর। চলতি মরসুমে তাঁর স্ট্রাইক রেট নিয়ে যে বিতর্ক চলছে তার জন্য টি-২০ ক্রিকেটের সাম্প্রতিক বদলকেই দায়ী করছেন ওয়াসিম আক্রম। ২০১৩ সালে পুণে ওয়ারিয়র্স ইণ্ডিয়ার (PWI) বিপক্ষে বেঙ্গালুরুর (RCB) তোলা ২৬৩ রান প্রায় এক দশক আইপিএলের (IPL) ইতিহাসে সর্বোচ্চ রানের ইনিংস ছিলো। কিন্তু এই বছর এর মধ্যেই বেশ কয়েকবার তার বেশী রান করে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) তুলে ফেলেছে ২০ ওভারে ২৮৭ রান। ২৬১ করেও হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে।

আক্রম (Wasim Akram) সাক্ষাৎকারে জানান, “আপনি যদি এবারের আইপিএলের দিকে তাকান, তাহলে মনে হবে সব শেষ। অ্যাঙ্করের ভূমিকায় যে খেলছে, তাঁর স্ট্রাইক রেট ১৫০ হলেও লোকে তাঁকে মন্থর বলছে। পিচ আর পারফর্ম্যান্সের দিকে তাকালে এমনটাই হয়ত মনে হবে। প্রথম বল থেকে আপনাকে এখন মারতে হবে। এক মুহূর্ত থামতে পারবেন না।” পাক কিংবদন্তির বক্তব্যের পরেও স্ট্রাইক রেট বিতর্ক যে এখনি মিটছে না তা বলাই বাহুল্য। এরই মধ্যে আগামী ৯ তারিখ মাঠে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। হিমাচল প্রদেশের ধর্মশালার মাঠে তাদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। প্লে-অফের ক্ষীণ স্বপ্ন জিইয়ে রাখতে হলে জিততেই হবে বিরাটদের।

Also Read: IPL-এর সাথে সরাসরি সংঘাতের পথে হাঁটছে পাকিস্তান, বড় সিদ্ধান্ত নিতে চলেছে PCB !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *