IPL 2023: “বোলারদের শাসন করতে এসেছে…” গুজরাতের ইনিংস শেষে সোশ্যাল মিডিয়া আজ ভরলো শুভমান বন্দনায় !! 1

IPL 2023: সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে শতরান, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে শতরান, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কঠিন পিচে লড়াকু ৪২ এবং মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আবার শতরান- আইপিএলে গত চারটি ইনিংসে শুভমান গিলের ব্যাটিং পরিসংখ্যান এমনটাই। ভিডিও গেমেও হয়ত সম্ভব নয় এমন ব্যাটিং, কিন্তু সেটাই বাস্তবে করে দেখিয়েছেন গুজরাত টাইটান্সের ২৩ বর্ষীয় ওপেনার। ২০২৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগকে নিজের ব্যাটিং মাহাত্ম্যে মাতিয়ে দিয়েছেন তরুণ তারকা। দিনকয়েক আগে সুনীল গাওস্করকে বলেছিলেন, “৫-৬টা ম্যাচ বাকি আছে, আশা করছি শতরান পেয়ে যাবো।” একটি নয়, তিনটি শতরান করে সেই কথা রাখলেন শুভমান গিল।

GT vs MI | IPL 2023 | image: Twitter

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে হারায় আজ আহমেদাবাদে ফের একবার ফাইনালে যাওয়ার পথ খুঁজতে মাঠে নামতে হয়েছে গুজরাত টাইটান্সকে। দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের প্রতিপক্ষ এলিমিনেটর ম্যাচের বিজয়ী মুম্বই ইন্ডিয়ান্স। লক্ষ্ণৌ সুপারজায়ান্টসকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে পা রেখেছে তারা। টসে জিতে প্রথমে গুজরাতকেই ব্যাট করতে পাঠিয়েছিলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। তাঁর সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে ফিরলো শুভমান গিলের ব্যাটিং দাপটে। শুরুতে ঋদ্ধিমান সাহাকে হারালেও সাই সুদর্শনকে সঙ্গে নিয়ে রানের পাহাড় গড়লেন শুভমান। ৬০ বলে করলেন ১২৯ রান। মারলেন ৭টি চার এবং ১০টি ছক্কা।

GT vs MI | IPL 2023 | image: twitter

শুভমানের ব্যাটিং দেখে উদ্বেল হয়ে উঠেছে নেটমাধ্যম। কমলা টুপির দৌড়ে ফাফ দু প্লেসিকে পিছনে ফেলতে ১৮ রান দরকার ছিলো তাঁর। আজ সহজেই তা হাসিল করে নেন তিনি। ২৩ বছরেই আইপিএলে কমলা টুপির মালিক তিনি। শুভমানের ব্যাটে চার-ছক্কার বৃষ্টি দেখে জনৈক নেটনাগরিকের প্রতিক্রিয়া, ‘অভাবনীয়, বোলারদের শাসন করতেই এসেছে শুভমান।’ অন্য আরেকজন তাঁর ব্যাটিং-এ মোহিত হয়ে লিখেছেন, ‘আগামী কয়েক বছরে নিজেকে কোন উচ্চতায় শুভমান নিয়ে যাবে তা ভাবতেও পারছি না।’ আগামীতে জাতীয় দলের জার্সিতেও তাঁর ব্যাট যেন এমনই কথা বলে। সমবেত প্রার্থনা নেটিজেনদের। ২০ ওভারে ২৩৩ রান তুলেছে গুজরাত। ‘এই ম্যাচে কঠিন লড়াই হবে’, খানিক হতাশ হয়েই সোশ্যাল মিডিয়ার দেওয়ালে লিখেছেন জনৈক মুম্বই ইন্ডিয়ান্স সমর্থক।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

দেখে নিন ট্যুইটচিত্র-

https://twitter.com/_wxsay7/status/1662131643358887949?s=20.

https://twitter.com/kunchalaVT/status/1662131643061264385?s=20

https://twitter.com/Shekar4266/status/1662131635624742914?s=20

https://twitter.com/DinuRoyalC/status/1662131634525868032?s=20

https://twitter.com/utkarshh_tweet/status/1662131632097333250?s=20

https://twitter.com/_RCBTweets04/status/1662131630180544513?s=20

https://twitter.com/_mayanktiwari__/status/1662131629744336896?s=20

https://twitter.com/AvinashBhi29768/status/1662131627445882880?s=20

https://twitter.com/vishal_CBD/status/1662136546504634369?s=20

https://twitter.com/Krprince_19/status/1662136543740571649?s=20

https://twitter.com/itsme_rrr9438/status/1662136535528120320?s=20

https://twitter.com/CricHammad/status/1662136514350923780?s=20

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *