IPL 2024: চলতি আইপিএল (IPL) মরসুমে বেশ বেকায়দায় মুম্বই ইন্ডিয়ান্স (MI)। নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার হাত ধরে ষষ্ঠ ট্রফির লক্ষ্যে মাঠে নেমেছিলো তারা। কিন্তু পড়তে হয়েছে মুখ থুবড়ে। টুর্নামেন্ট যত এগিয়েছে ততই পয়েন্ট তালিকার নীচের দিকে নেমেছে তারা। বর্তমানে অবস্থা এমনই যে আইপিএল থেকে বিদায় একপ্রকার নিশ্চিতই তাদের। পরবর্তী পর্বে যাওয়ার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে গেলে কেবল নিজেদের বাকি ম্যাচগুলি জিতলেই হবে না। একই সাথে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির দিকেও। অঙ্কের হিসেবে সম্ভাবনা ০.০০০৬ শতাংশ। এহেন মিরাকলের আশা সম্ভবত করছেন না অতি বড় মুম্বই ইন্ডিয়ান্স (MI) ভক্ত’ও।
গতকাল ঘরের মাঠ ওয়াংখেড়েতে বড় পরীক্ষা ছিলো মুম্বই ইন্ডিয়ান্সের (MI)। টুর্নামেন্টে টিকে থাকতে গেলে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে জয় প্রয়োজন ছিলো তাদের। ভালো ফর্মে থাকা সানরাইজার্সের বিপক্ষে প্রথম পর্বের খেলায় হেরেছিলো মুম্বই। তাই দ্বিতীয় পর্বের ম্যাচের আগে রীতিমত চাপে ছিলো হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দল। কিন্তু যাবতীয় হিসেবনিকেশ উলটে অনবদ্য জয় ছিনিয়ে নিয়ে শেষমেশ আইপিএলে ভেসে রইলো তারা। প্রথমে ব্যাটিং করে ১৭৪ রানের লক্ষ্য মুম্বইকে ছুঁড়ে দেন প্যাট কামিন্সরা। শুরুতে তিন উইকেট হারালেও সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) শতরানে ভর করে জয় ছিনিয়ে নেয় মুম্বই। গতকালের ম্যাচে মুম্বই জিতলেও তাদের সাজঘরের একটি মুহূর্ত বেশ ভাইরাল হয়েছে। হতাশায় রোহিত শর্মার (Rohit Sharma) চোখে দেখা গিয়েছে জল।
Read More: “আমি চাই ও জিতুক…”, টি-২০ বিশ্বকাপ নিয়ে চমকপ্রদ ভবিষ্যদ্বাণী যুবরাজ সিংয়ের, এই অধিনায়কের হাতে দেখছেন ট্রফি !!
রোহিতের চোখে জল? ভাইরাল ভিডিও-
গত কয়েক মরসুম ধরেই আইপিএলে (IPL) নিজের ব্যাটিং প্রতিভার সাথে ন্যায়বিচার করে উঠতে পারছেন না রোহিত শর্মা (Rohit Sharma)। ২০২০ থেকে ২০২৩-এই চার বছরে তাঁর রান সংখ্যা ছিলো যথাক্রমে ৩৩২, ৩৮১, ২৬৮ ও ৩৩২। অধিনায়কত্বের ভার যাতে তার ব্যাটিং-কে প্রভাবিত না করে সেই কথা মাথায় রেখেই এই বছর তাঁকে সরিয়ে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) হাতে তুলে দেওয়া হয়েছিলো নেতৃত্বের ব্যাটন। শুরুটাও রোহিত (Rohit Sharma) করেছিলেন আশা জাগিয়ে। একটা সময় কমলা টুপির দৌড়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। স্ট্রাইক রেট’ও ঘোরাফেরা করছিলো ১৫৫ বা ১৬০-এর আশেপাশে। ব্যাটার রোহিতের বিক্রম মুগ্ধ করেছিলো তাঁর অনুরাগীদের। চেন্নাইয়ের বিরুদ্ধে কঠিন পিচে অপরাজিত ১০৫ রানও করেন তিনি। কিন্তু এরপর থেকেই ক্রমাগত নীচে নেমেছে তাঁর পারফর্ম্যান্সের গ্রাফ।
৩৬, ৬, ৮, ৪, ১১, ৪- শেষ ছয়টি আইপিএল (IPL) ম্যাচে রোহিতের (Rohit Sharma) পরিসংখ্যান এমনটাই। ১১.৫ গড়ে তিনি করেছেন মাত্র ৬৯ রান। দুই অঙ্কের ঘরে তাঁর রান পৌঁছেছে কেবল দুই বার। বাকি আর মাত্র দুই ম্যাচ। এবারও যে আইপিএল (IPL) মরসুম ব্যর্থতার সাথেই শেষ হবে তা সম্ভবত বুঝতে পেরেছেন রোহিত নিজেই। গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিরুদ্ধে প্যাট কামিন্সের বলে উইকেট ছুঁড়ে দিয়ে আসার পর তাই বেশ বিমর্ষ দেখাচ্ছিলো তাঁকে। সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরা মুম্বই ইন্ডিয়ান্স (MI) সাজঘরে ধরেছিলো রোহিত’কে। দেখা যায় থমথমে মুখে বসে রয়েছেন তিনি। হাত দিয়ে চোখ ঢাকতেও দেখা যায় পাঁচবার আইপিএল জয়ী অধিনায়ককে। রোহিত কি কাঁদছিলেন? এই ভিডিও ক্লিপ শেয়ার করে প্রশ্ন করতে থাকেন নেটিজেনরা। সামনেই টি-২০ বিশ্বকাপ, হিটম্যানের ফর্ম চিন্তা বাড়িয়েছে তাদের।
দেখে নিন ভিডিও-
Rohit Sharma crying in the dressing room. pic.twitter.com/GRU5uF3fpc
— Gaurav (@Melbourne__82) May 6, 2024
Also Read: IPL 2024: “বিরাট এখনও প্রচণ্ড চাপে…” ভারতীয় সুপারস্টারের পাশে দাঁড়ালেন পাক প্রাক্তনী ওয়াসিম আক্রম !!