ipl-hardik-fell-out-with-rohit-bumrah

IPL 2024: আজ থেকে আইপিএল (IPL) অভিযান শুরু করেছে মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ বারের চ্যাম্পিয়নরা প্রথম ম্যাচে মুখোমুখি গুজরাত টাইটান্সের। আহমেদাবাদের অ্যাওয়ে ম্যাচ ঘিরে টুর্নামেন্ট শুরু হওয়ার বহু আগে থেকেই ক্রিকেটমহলে শুরু হয়েছিলো গুঞ্জন। নেপথ্যে হার্দিক পান্ডিয়ার দলবদল। ২০২২ সালে গুজরাত ফ্র্যাঞ্চাইজির জন্মলগ্ন থেকেই দলের সাথে ছিলেন হার্দিক পান্ডিয়া। মুম্বই ইন্ডিয়ান্স থেকেই তিনি নাম লিখিয়েছিলেন টাইটান্স শিবিরে। পেয়েছিলেন অধিনায়কত্বের দায়িত্ব। প্রথম মরসুমে দলকে ট্রফির স্বাদও দেন। দ্বিতীয় মরসুমে নিয়ে গিয়েছিলেন ফাইনালে। সুখের সংসারে আচমকাই ভাঙনের খবর মেলে ২৬ নভেম্বর রিটেনশন তালিকা প্রকাশের পর। গুজরাতের রিটেনশন তালিকায় নাম ছিলো তারকা অলরাউন্ডারের। কিন্তু তার পরেও ট্রেডিং উইন্ডো ব্যবহার করে তাঁকে দলে ফেরায় মুম্বই।

Read More: IPL 2024: রোহিতের পাশে দাঁড়ানোর মূল্য চোকালেন দুই ক্রিকেটার, দল থেকে সটান ছাঁটাই করলেন ‘ক্যাপ্টেন’ হার্দিক !!

হার্দিকের দলবদল নাটকীয় মোড় নেয় মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ার পর। ক্ষোভে ফেটে পড়েছিলেন মুম্বই দলের সমর্থকদেরই একাংশ। দশ বছর নেতৃত্বভার সামলেছেন রোহিত শর্মা। দলকে পাঁচটি ট্রফিও জিতিয়েছেন। সম্প্রতি তিনি দায়িত্ব ছাড়ার কোনো ইঙ্গিত বা ইচ্ছাও প্রকাশ করেন নি। তারপরেও কেন রোহিতকে সরিয়ে হার্দিককে নেতার আসনে বসানো হলো? কৈফিয়ত চেয়ে সরব হন ক্রিকেটজনতা। নেতৃত্বে রদবদলের খবরে ক্ষোভের আঁচ পাওয়া যায় মুম্বই ইন্ডিয়ান্স সাজঘরের অন্দরেও। জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদবের মত তারকা ক্রিকেটার ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। রোহিত মুখ না খুললেও, তিনি যে খুশি নন তা স্পষ্ট হয়েছে স্ত্রী ঋতিকার ইনস্টাগ্রাম মন্তব্যে। হার্দিক নিজে ‘ফিল গুড’ পরিবেশের কথা বললেও তা কতদূর সত্যি তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন অনেক বিশেষজ্ঞই।

আজ আহমেদাবাদ প্রত্যাবর্তনের দিনে হার্দিক যে গুজরাত টাইটান্স সমর্থকদের থেকে উষ্ণ অভ্যর্থনা পাবেন না, তা এক প্রকার নিশ্চিতই ছিলো। দেখাও গেলো তেমনটাই। যতক্ষণ তিনি মাঠে রইলেন, তীব্র কটাক্ষ শুনতে হলো। উড়ে এলো দুয়োধ্বনি। একই সাথে নিজের দলের ক্রিকেটারদের সাথেও বাগ্‌বিতণ্ডায় জড়াতে দেখা গেলো হার্দিককে। তখন সদ্য শেষ হয়েছে গুজরাত টাইটান্স ইনিংস। ধীরে ধীরে সাজঘরের দিকে ফিরছিলেন ক্রিকেটাররা। হঠাৎ’ই দেখা যায় রোহিত ও জসপ্রীত বুমরাহ’র কাছে গিয়ে উত্তেজিত হয়ে কিছু বলছেন হার্দিক। একমত হতে পারেন নি বুমরাহ। তিনি মাথা নেড়ে নেতিবাচক প্রতিক্রিয়া দেন। বেশ কিছুক্ষণ কথার আদানপ্রদান হয় দুজনের। এর মধ্যে অংশ নেন রোহিত’ও। পরে সেখান থেকে সরে যান হার্দিক। একসাথে মাঠ ছাড়েন রোহিত-বুমরাহ। তাঁরা যে বিরক্ত, তা স্পষ্ট ছিলো মুখের অভিব্যক্তি থেকেই।

দেখে নিন ঘটনার ভিডিও-

Also Read: IPL 2024: “এমনটা আগে দেখি নি…” আহমেদবাদ জনতার রোষের কেন্দ্রে হার্দিক, অবিশ্বাস্য ঠেকছে নেটদুনিয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *