ipl-bumrah-shines-with-ball-vs-rcb

IPL 2024: ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ আইপিএলের (IPL) আট বনাম নয়ের লড়াই। মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টুর্নামেন্টে নিজেদের প্রথম তিন ম্যাচে টানা হারলেও দিল্লীর বিরুদ্ধে গত ম্যাচে জিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে মুম্বই। আজ জিততে পারলে প্লে-অফের আশা জিইয়ে রাখতে পারবেন হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা’রা। অন্যদিকে পাঁচ ম্যাচ খেলে চারটিতে হেরে বিপর্যস্ত অবস্থা বেঙ্গালুরু’র। অস্তিত্ব টিকিয়ে রাখতে জয় ছাড়া রাস্তা খোলা নেই বিরাট কোহলি, ফাফ দু প্লেসিদের সামনেও। আজকের দ্বৈরথে টসের মুদ্রা পড়ে হোম টিমের পক্ষে। প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নেন হার্দিক পান্ডিয়া।

পছন্দের ওয়াংখেড়েতে আজ রানের মুখ দেখলেন না কোহলি। মহাতারকাকে খুইয়ে শুরুতেই চাপের মুখে পড়েছিলো বেঙ্গালুরু। এরপর ফেরেন উইল জ্যাকস’ও। সমস্যাসঙ্কুল পথে বেঙ্গালুরু ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে দেখা গেলো রজত পতিদার ও অধিনায়ক ফাফ দু প্লেসি’কে। জোড়া অর্ধশতক এলো তাঁদের ব্যাটে। ইনিংসের ভিত গড়েন তিনিই। গ্লেন ম্যাক্সওয়েল, মহীপাল লোমরোর’দের ব্যাটিং ব্যর্থতা’র দিনে লোয়ার অর্ডারে ঢাল হয়ে উঠলেন দীনেশ কার্তিক। তাঁর কার্যকরী ইনিংস নির্ধারিত ২০ ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে পৌঁছে দেয় ৮ উইকেটের বিনিময়ে ১৯৬ রানে। বল হাতে নজর কাড়লেন জসপ্রীত বুমরাহ।

Read More: IPL 2024: বেঙ্গালুরুর বেহাল দশার পিছনে ‘ভিলেন’ বীরেন্দ্র শেহবাগের ভাগ্নে, কোহলির খেতাব জয়ের পথে হচ্ছেন কাঁটা !!

লড়াই জারি রইলো দু প্লেসি, পতিদারের ব্যাটে-

Faf du Plessis and Rajat Patidar | IPL 2024 | Image: Getty Images
Faf du Plessis and Rajat Patidar | IPL 2024 | Image: Getty Images

গত ৫ ইনিংসে বিরাট কোহলি করেছিলেন ৩১৬ রান। ছিলো দুটি অর্ধশতক, একটি শতরান। আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামেও তাঁর থেকে বড় রানের আশা রেখেছিলেন সমর্থকেরা। কিন্তু প্রত্যাশাপূরণে ব্যর্থ হলেন তিনি। ওপেন করতে নেমে বেশ জড়সড় লাগলো তাঁকে। বিশেষ করে জসপ্রীত বুমরাহকে সামলাতে গিয়ে সমস্যায় পড়ছিলেন বিরাট। শেষমেশ তাঁর বলেই উইকেট হারান বেঙ্গালুরু মহাতারকা। ৯ বল খেলে ৩ রানের বেশী এগোতে পারেন নি আইপিএলের কমলা টুপির মালিক। উইকেটরক্ষক ঈশান কিষণের হাতে ক্যাচ তুলে দেন তিনি। আজ আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন উইল জ্যাকস। ইংল্যান্ড তারকার সংগ্রহ ৮। তাঁকে ফেরান আকাশ মাধওয়াল।

২৩ রানের মধ্যে দুই উইকেট খুইয়ে বসেছিলো বেঙ্গালুরু। সমস্যার পাহাড় সরিয়ে তাদের লড়াইয়ের জায়গায় নিয়ে আসেন অধিনায়ক ফাফ দু প্লেসি ও রজত পতিদার। দুজনেরই অফ ফর্ম নিয়ে বিস্তর কথা চলছিলো। আজ প্রতিরোধের দেওয়াল তুলে ধরেন তারাই। শুরুতে আগ্রাসী ভূমিকা নিয়েছিলেন মধ্যপ্রদেশের রজত। ঝোড়ো ইনিংস খেলেন তিনি। মাত্র ২৬ বলে ৩ টি চার ও ৪টি ছক্কার সাহায্যে করেন ৫০ রান। ১৯২.৩১ স্ট্রাইক রেটে ব্যাটিং করতে দেখা গেলো তাঁকে। জেরাল্ড ক্যুৎসি’র বলে ভাঙে পতিদার ও দু প্লেসি’র ৮২ রানের জুটি। গ্লেন ম্যাক্সওয়েলের হতশ্রী ফর্ম অব্যাহত। গত পাঁচ ম্যাচে করেছিলেন ৩৮। আজ ০ রানে ফিরলেন শ্রেয়স গোপালের বলে।

দুর্দান্ত বুমরাহ, অসাধারণ অর্ধশতক কার্তিকের-

Dinesh Karthik | IPL 2024 | Image: Getty Images
Dinesh Karthik | IPL 2024 | Image: Getty Images

পতিদার, ম্যাক্সওয়েল ফিরে যাওয়ার পরেও অনেকক্ষণ ব্যাট হাতে লড়াই চালিয়ে যান ফাফ দু প্লেসি। ক্যুৎসিয়ে, মাধওয়াল, শ্রেয়স গোপালদের সামলাতে পারলেও জসপ্রীত বুমরাহ’র অ্যান্টিডোট খুঁজে বের করতে পারলেন না তিনি। দ্বিতীয় স্পেলে ভারতীয় পেসার ফেরার পরেই সাজঘরের পথ ধরতে হয় বেঙ্গালুরু অধিনায়ককে। ৪০ বলে ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৬১ রান করেন তিনি। রোজকার মত আজও অসাধারণ বোলিং করলেন বুমরাহ। প্রতি ম্যাচেই নিজেকে আলাদা উচ্চতায় নিয়ে যাচ্ছেন তিনি। আজ মুম্বই ইন্ডিয়ান্সের পেস তারকার পরিসংখ্যান ৪-২১-৫। বুমরাহ’র দুর্ধর্ষ ইয়র্কার খুঁজে নেয় মহীপাল লোমরোরের প্যাড। নিজের চতুর্থ ওভারে বুমরাহ’র শিকার সৌরভ চৌহান ও বিজয়কুমার বৈশাখ।

ছয় নম্বরে ব্যাট করতে নেমেছিলেন দীনেশ কার্তিক। বাকিদের ব্যর্থতার দিনে লোয়ার অর্ডারে লড়াই চালিয়ে গেলেন অভিজ্ঞ উইকেটরক্ষক’ই। তাঁর ব্যাট থেকে এলো ২৩ বলে ৫৩ রান। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে রজত পতিদারের জায়গায় নামা সৌরভ চৌহান আজ করেন ৯ রান। ০ করেন বৈশাখ। আকাশ দীপের সংগ্রহ ২*। বুমরাহ ছাড়াও মুম্বইয়ের হয়ে বল হাতে আজ সফল ক্যুৎসিয়ে, মাধওয়াল ও শ্রেয়স গোপাল। ১টি করে উইকেট পান তাঁরা। ওয়াংখেড়েতে টি-২০ ম্যাচে ১৯৬ যথেষ্ট চ্যালেঞ্জিং স্কোর, তবে চলতি মরসুমে বেঙ্গালুরু বোলিং এর আগের ম্যাচগুলোতে যে পারফর্ম্যান্স করেছে, তাতে ইনিংসের বিরতিতে মুম্বই ইন্ডিয়ান্সকেই ফেভারিট বলছেন বিশেষজ্ঞরা।

Also Read: IPL 2024: ট্রফি অধরাই থাকছে বেঙ্গালুরু’র, চ্যাট জিপিটি’র মতে এই দল জিততে চলেছে এবারের আইপিএল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *