ipl-ambanis-trolled-during-srh-vs-mi

IPL 2024: আইপিএলে (IPL) আজ মুখোমুখি সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স। মরসুমের প্রথম ম্যাচে হারতে হয়েছে দুই শিবিরকেই। আজকের ম্যাচ থেকে দুই পয়েন্ট যাতে হাতছাড়া না হয়, তা নিশ্চিত করতে মরিয়া তাই দুই পক্ষই। সানরাইজার্সের হোম গ্রাউন্ড রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ খেলা শুরুর আগে টসের মুদ্রা পড়েছিলো মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষে। প্রথমে বোলিং বেছে নিয়েছিলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ‘অরেঞ্জ আর্মি’র হয়ে আজ ওপেন করতে নেমেছিলেন মায়াঙ্ক আগরওয়াল ও ট্র্যাভিস হেড। হার্দিকের বলে মায়াঙ্ক দ্রুত ফিরলেও ব্যাট হাতে বাইশ গজে আজ ছড়ি ঘোরালেন হেড। ওডিআই বিশ্বকাপ ফাইনালের নায়ক আজ সানরাইজার্স জার্সিতে অভিষেক ম্যাচে ঝড় তুললেন রীতিমত। আর তাতেই বেসামাল মুম্বই বোলিং।

Read More: IPL 2024: মুম্বই বোলিং নিয়ে ছেলেখেলা হেড, ক্লাসেনদের, RCB-কে টপকে রেকর্ড স্কোর সানরাইজার্সের !!

প্রথম উইকেটের পতনের পর হেডের সাথে যোগ দেন অভিষেক শর্মা। আজ রোখা যায় নি পাঞ্জাবের তরুণকেও। দুরন্ত অর্ধশতক এলো তাঁর ব্যাটেও। অজি তারকা ২৪ বলে ৬২ করেন। স্ট্রাইক রেটের নিরিখে তাঁকে ছাপিয়ে গেলেন অভিষেক। করেন ২৩ বলে ৬৩ রান। ৩টি চার ও ৭টি বিশাল ছক্কা হাঁকান তিনি। তাঁরা দুজন ফেরার পরেও রুদ্ধ হয় নি রানের গতি। ইনিংসের হাল ধরেন এইডেন মার্করাম ও হেনরিখ ক্লাসেন। দুই প্রোটিয়া ব্যাটার মিলে যোগ করেন ১১৬ রান। মার্করাম ২৮ বলে ৪২ করে অপরাজিত থাকেন। কলকাতার বিরুদ্ধে বিধ্বংসী অর্ধশতক করলেও দলকে জয় এনে দিতে পারেন নি হেনরিখ ক্লাসেন। আজ সেই আক্ষেপ মেটাতেই যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন তিনি। ৩৪ বলে অপরাজিত ৮০ রান করে সানরাইজার্সকে পৌঁছে দেন ২৭৭ রানে।

এতদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ২৬৩ রানই ছিলো আইপিএলের আঙিনায় এক ইনিংসে সর্বোচ্চ রান। কিন্তু আজ মুম্বইয়ের বিরুদ্ধে তাকে ছাপিয়ে গেলো সানরাইজার্স। ফ্র্যাঞ্চাইজির বেহাল দশা গ্যালারিতে বসে দেখতে হলো মালিক নীতা আম্বানি ও আকাশ আম্বানি’কে। তাঁদের বিষণ্ণ মুখের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে দ্রুত। মরসুম শুরুর আগে পরীক্ষিত অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে নেতার আসনে বসিয়েছে মুম্বই দল। আজ নীতা ও আকাশ আম্বানির বিমর্ষ মুখের ছবি শেয়ার করতে কটাক্ষ করতে ছাড়েন নি রোহিত সমর্থকেরা। একজন লিখেছেন, ‘নেতা বদলের ফলাফল চোখের সামনে রয়েছে…’। ‘কি হলো হার্দিককে অধিনায়ক করে?’ প্রশ্ন তুলেছেন একজন। ‘রোহিত অধিনায়ক থাকলে এমনটা কখনোই হত না’ মন্তব্য আরও একজনের। ‘যেমন মালিক, তেমনই দলের অধিনায়ক,এটা প্রাপ্যই ছিলো’ সখেদে লিখেছেন এক নেটিজেন।

দেখে নিন ট্যুইটচিত্র-

.

Also Read: IPL 2024: “এখনই পদত্যাগ করা উচিত…”, হায়দরাবাদের ব্যাটিং দেখে হার্দিককে ব্যাপক ট্রোল নেটিজেনদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *