IPL 2024: ব্যাটিং শক্তিতে বলীয়ান হায়দ্রাবাদ, পাঞ্জাবকে হারিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় কামিন্স’রা !! 1

IPL 2024: লীগ পর্বের শেষ ম্যাচেও দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েই মাঠ ছাড়লো সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট সংখ্যা ছিলো ১৫। আজ পাঞ্জাবের বিরুদ্ধে ঘরের মাঠে অসাধারণ জয়ের সুবাদে প্যাট কামিন্সের (Pat Cummins) দল পৌঁছে গেলো ১৭ পয়েন্টে। আপাতত তারা রয়েছে দ্বিতীয় স্থানে। ‘অরেঞ্জ আর্মি’র চূড়ান্ত অবস্থান কি হবে তা ঠিক হবে আজকের রাজস্থান রয়্যালস (RR) বনাম নাইট রাইডার্স (KKR) ম্যাচের পর। গুয়াহাটিতে যদি রাজস্থান জয় পায় তাহলে ১৮ পয়েন্টে পৌঁছে সানরাইজার্সকে টপকে যেতে পারেন সঞ্জু স্যামসনরা (Sanju Samson)। কলকাতা জিতলে বা ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হলে প্রথম কোয়ালিফায়ারে নাইট রাইডার্সের মুখোমুখি হতে আহমেদাবাদ উড়ে যাবেন কামিন্স, ভুবনেশ্বররা।

টসে জিতেছিলেন পাঞ্জাব কিংসের (PBKS) অন্তর্বর্তীকালীন অধিনায়ক জিতেশ শর্মা (Jitesh Sharma)। প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। জানানা স্কোরবোর্ডে বড় রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলতে চান তাঁরা। লক্ষ্যে বিফল বলা যাবে না পাঞ্জাবকে (PBKS)। প্রভসিমরণ সিং, অথর্ব তাইডে, রাইলি রুশোদের দাপটে ২১৮ রান করে তারা। কিন্তু চলতি আইপিএলে (IPL) যেভাবে পারফর্ম করছে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) ব্যাটিং, মনে হচ্ছে কোনো রানের লক্ষ্যই যথেষ্ট নয় তাদের বিরুদ্ধে। গত ম্যাচে লক্ষ্ণৌর বিরুদ্ধে ১০ উইকেটে জিতেছিলো হায়দ্রাবাদ। আজ ৬ উইকেট হারালেও জয় পেতে অসুবিধা হয় নি তাদের। ৫ বল বাকি থাকতেই  ৪ উইকেটের ব্যবধানে পকেটে পুরে ফেলে তারা।

Read More: RR vs KKR, IPL 2024 MATCH 70 TOSS REPORT: রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স টস !!

নায়ক প্রভসিমরণ, শেষ ম্যাচে ব্যাটিং ঝড় পাঞ্জাবের-

Prabhsimran Singh | IPL 2024 | Image: Getty Images
Prabhsimran Singh | IPL 2024 | Image: Getty Images

দেশে ফিরেছেন বিদেশী তারকাদের মধ্যে প্রায় সকলেই। রয়েছেন কেবল দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো। আজ সানরাইজার্সের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের উপরেই মূলত আস্থা রেখেছিলেন পাঞ্জাব কিংস কোচ ট্রেভর বেলিস। অধিনায়ক জিতেশ শর্মা’ও ম্যাচ শুরুর আগে জানালেন যে আজ ভারতীয় ক্রিকেটারদের নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ রয়েছে। কোচ-অধিনায়কের আস্থার দাম দিতে ভুল করেন নি প্রভসিমরণ সিং, অথর্ব তাইডে’রা। কামিন্স, ভুবনেশ্বর, নটরাজনদের মত অভিজ্ঞ বোলারদের বিরুদ্ধে ইনিংসের শুরুতেই গর্জে উঠেছিলো পাঞ্জাব ওপেনারদের ব্যাট। আগ্রাসনের শুরুটা করেন প্রভসিমরণ। মাঠে নেমে তাঁর সাথে যোগ্য সঙ্গত করেন অথর্ব’ও।

দশম ওভারের প্রথম বলে অথর্ব যখন আউট হন তখন স্কোরবোর্ডে ৯৭। নটরাজনের বলে আউট হওয়ার আগে ২৭ বলে ৪৬ করে যান তিনি। ৪৫ বলে ৭১ রান করেন প্রভসিমরণ। বিয়াশকান্তের বলে উইকেট হারান তিনি। মারেন ৭টি চার ও ৪টি ছক্কা। তিনে নেমে ভালো খেলেন রাইলি রুশো’ও। প্রোটিয়া ব্যাটার আজ করেন ৪৯ রান। ২৪ বলের ইনিংস সাজান ৩টি চার ও ৪টি ছক্কা দিয়ে। আজ বিশেষ সুবিধা করতে পারেন নি শশাঙ্ক সিং। চলতি আইপিএল মরসুমে পাঞ্জাবের অন্যতম ধারাবাহিক ক্রিকেটার আজ উইকেট খোয়ান ২ রান করেই। রান পান নি আশুতোষ শর্মা’ও। তিনিও করেন ২। পাঁচে নেমে জিতেশ শর্মার ১৫ বলে ৩২* রানের ইনিংস পাঞ্জাবকে পৌঁছে দেয় ২১৪ রানে। ২ করে অপরাজিত থাকেন সানভীর সিং-ও।

কোনো লক্ষ্যই বড় নয় সানরাইজার্সের কাছে-

Abhishek Sharma | IPL 2024 | Image: Getty Images
Abhishek Sharma | IPL 2024 | Image: Getty Images

এই আইপিএলে ব্যাটিং ঝড়ে প্রতিপক্ষকে বারবার দিশাহারা করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আজও তাদের ২ পয়েন্ট উপহার দিলো ব্যাটিং-ই। বল হাতে শুরুটা দুর্দান্ত করেছিলো পাঞ্জাব। ইনিংসের প্রথম বলেই ‘গোল্ডেন ডাক’ করে সাজঘরে ফিরেছিলেন বিধ্বংসী ফর্মে থাকা ট্র‍্যাভিস হেড। তাও শেষরক্ষা করতে পারলেন না আর্শদীপ সিং, ঋষি ধাওয়ান, হর্ষল প্যাটেলরা। ০ রানে ১ উইকেট হারানোর পর হায়দ্রাবাদ ঘুরে দাঁড়ায় রাহুল ত্রিপাঠী ও অভিষেক শর্মা’র ব্যাটে। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর এই ম্যাচে সুযোগ পেয়েছেন রাহুল। ১৮ বলে ১৮৩.৩৩ স্ট্রাইক রেটে ৩৩ করে দলকে চাপমুক্ত করেন তিনি। এই মরসুমের অন্যতম আবিষ্কার অভিষেক শর্মা। পাঞ্জাবের তরুণ আজও হায়দ্রাবাদ জার্সিতে জ্বলে উঠলেন। ২৮ বলে তাঁর ৬৬ রানের ইনিংস-ই চালকের আসনে বসায় সানরাইজার্স’কে।

বল হাতে সফল হন নি নীতিশ কুমার রেড্ডি। ৩ ওভারে খরচ করে বসেছিলেন ৫৪ রান। কিন্তু ব্যাট হাতে ২৫ বলে ৩৭ করে গেলেন তিনি। যখন আউট হন তখন ১৪ ওভারে সানরাইজার্সের স্কোরবোর্ডে ১৭৬। ৩৬ বলে বাকি ৩৯ রান। শাহবাজ আহমেদ ৩ রান করে আউট হন। ২৬ বলে ৪২ করে উইকেট হারান হেনরিখ ক্লাসেন’ও। তবুও জয় আটকায় নি সানরাইজার্সের। ৮ বলে ১১ করে অপরাজিত থাকেন আব্দুল সামাদ। ২০তম ওভারের প্রথম বলেই বোলার অথর্ব তাইডের মাথার উপর দিয়ে বলকে বাউন্ডারির ঠিকানায় পাঠিয়ে ২ পয়েন্ট নিশ্চিত করেন সানভির সিং। তিনি অপরাজিত রইলেন ৬ রানে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওডিআই বিশ্বকাপের পর ক্যাপ্টেন কামিন্সের লক্ষ্য এখন আইপিএল (IPL) ট্রফি।

Also Read: “এখন আমরা এক দলে…” IPL মিটতেই ‘সন্ধি’ শ্বশুর-জামাইয়ের, জানালেন কে এল রাহুল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *