IPL 2024: গদিচ্যুত রোহিত শর্মা, মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হতে চলেছেন নীতা আম্বানির পছন্দের এই ক্রিকেটার !! 1

IPL 2024: সময়টা ভালো যাচ্ছে না রোহিত শর্মা’র। দিনকয়েক আগেই তাঁর নেতৃত্বাধীন ভারতীয় দল বিশ্বকাপ (ICC World Cup 2023) ফাইনালে পরাজিত হয়েছে। বারো বছর পর বিশ্বজয়ের স্বপ্ন দেখেছিলো টিম ইন্ডিয়া। কিন্তু কাপ আর ঠোঁটের মধ্যেকার দূরত্ব ঘোচে নি এবারও। তীরে এসে ডুবেছে তরী। টানা দশ ম্যাচ জিতে এসে ফাইনালে যে এমন ছন্দপতন হতে পারে তা সম্ভবত কল্পনা করেন নি রোহিত (Rohit Sharma) স্বয়ং। সেই কারণেই ৬ উইকেটে ম্যাচ হারার পরেই থমথমে মুখে মাঠ ছাড়েন তিনি। পরে প্রধানমন্ত্রী স্বয়ং সাজঘরে গিয়ে তাঁকে হাসার অনুরোধ করলেও মুখে যন্ত্রণার হাবভাব রয়েই গিয়েছিলো তাঁর।

বিশ্বকাপ ফাইনালে হারের পর বিসিসিআই-এর কাছে রোহিত শর্মা (Rohit Sharma) অনুরোধ করেছেন নেতৃত্ব থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার জন্য। এমনটাই শোনা গিয়েছিলো সংবাদমাধ্যম সূত্রে। এমনকি সাদা বলের ক্রিকেটে তাঁর ভবিষ্যত নিয়েও চলছিলো বিস্তর জল্পনা। টাইমস অফ ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছিলো যে রোহিত নাকি বোর্ডকে জানিয়েছেন যে কুড়ি-বিশের ক্রিকেটে তাঁকে আর না ভাবলেও তাঁর আপত্তি নেই। আন্তর্জাতিক টি-২০ খেলা নিয়ে দ্বিধায় থাকলেও আইপিএল (IPL) থেকে সরে আসার কোনো ইচ্ছা রোহিত (Rohit Sharma) প্রকাশ করেন নি। কিন্তু পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে আইপিএলেও কোণঠাসা হয়ে পড়তে পারেন তিনি। দীর্ঘদিন যে ফ্র্যাঞ্চাইজির সাথে রোহিত যুক্ত, তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড তেমনই ইঙ্গিত দিচ্ছে।

Read More: IPL 2024: শেষ মুহূর্তের দলবদলে চমকে দিলো বেঙ্গালুরু, ছিনিয়ে নিলো এই দুর্দান্ত অলরাউন্ডারকে !!

মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব হারাচ্ছেন রোহিত-

Rohit Sharma | IPL 2024 | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

২০১৩ সালে মরসুমের মাঝপথেই রিকি পন্টিং-এর (Ricky Ponting) মত কিংবদন্তির হাত থেকে নেতৃত্বের ব্যাটন উঠেছিলো রোহিত শর্মার (Rohit Sharma) হাতে। প্রথম মরসুমেই দলকে ট্রফি দিয়েছিলেন তিনি। এরপর যত সময় গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে সাফল্যের শিখরের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন রোহিত শর্মা। তাঁর হাত ধরে পাঁচটি আইপিএল ট্রফি জিতেছে মুম্বই (MI)। সফলতম অধিনায়ক হিসেবে আইপিএলের ইতিহাসে স্থায়ী জায়গা করে নিয়েছেন তিনি। নেতা হিসেবে যেমন সাফল্য পেয়েছেন, তেমনই ব্যাট হাতেও রোহিতের সাফল্য কম নয়। ২৪৩ ম্যাচে ২৯.৫৮ গড়ে তিনি করেছেন ৬২১১ রান। তিনি সেই বিরল ক্রিকেটারদের একজন যাঁদের আইপিএলে শতরান এবং হ্যাট্রিক,দুই’ই রয়েছে।

রোহিতের বিরুদ্ধে যাচ্ছে তাঁর বয়স। আগামী আইপিএলের (IPL) সময় তাঁর বয়স ৩৭ ছুঁইছুঁই হবে। যেমন পন্টিং-কে সরিয়ে একটা সময় তরুণ রোহিতের মধ্যে ভবিষ্যতের নেতা খুঁজে নিয়েছিলো মুম্বই ফ্র্যাঞ্চাইজি, তেমনই আগামীর কথা ভেবে হিটম্যানকে সরিয়েও নতুন নেতার হাতে দায়িত্ব তুলে দিতে পারে তাঁরা। গত কয়েকদিন কানাঘুষো শোনা যাচ্ছিলো যে মুম্বই শিবির ছাড়তে পারেন রোহিত। তাঁকে নিতে নাকি আগ্রহী গুজরাত টাইটান্স। শেষমেশ তা যদিও হয় নি, মুম্বই ইন্ডিয়ান্সের ‘রিটেনড’ তালিকায় রয়েছেন তিনি। তবে রোহিতের অধিনায়কত্বের ভবিষ্যৎ এখনও বিশ বাঁও জলে।

হার্দিক পান্ডিয়া হতে পারেন আগামী অধিনায়ক-

Rohit Sharma | IPL 2024 | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

২০২২ সালে মুম্বই ইন্ডিয়ান্স ছেড়েছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। যোগ দিয়েছিলেন নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাত টাইটান্সে। অধিনায়কের দায়িত্ব হার্দিকের কাঁধে তুলে দিয়েছিলো তারা। প্রথমবার নেতার ভূমিকায় নেমেই বেশ সফল হন তারকা অলরাউন্ডার। জেতেন আইপিএল ট্রফি। ২০২৩ মরসুমেও দলকে ফাইনালে তুলেছেন তিনি। আগামী মরসুমে তিনি ফিরছেন মুম্বই শিবিরে। শোনা যাচ্ছে ১৫ কোটি টাকার চুক্তিতে গুজরাতের সাথে তাঁকে ট্রেড করেছে মুম্বই। প্রত্যাবর্তনের পর সরাসরি অধিনায়কের দায়িত্ব হার্দিককেই সঁপতে পারেন নীতা আম্বানিরা।

Also Read: IPL 2024: ‘রিটেন’ করেও হার্দিকের ঘরে ফেরা রুখতে পারলো না গুজরাত, আগামী মরসুমে মুম্বইতেই তারকা অলরাউন্ডার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *