IPL 2024: ‘রিটেন’ করেও হার্দিকের ঘরে ফেরা রুখতে পারলো না গুজরাত, আগামী মরসুমে মুম্বইতেই তারকা অলরাউন্ডার !! 1

IPL 2024: হার্দিক পান্ডিয়ার দলবদল নিয়ে নাটক অব্যাহত। ২০২২ সালে যখন নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে পথচলা শুরু করেছিলো গুজরাত টাইটান্স, তখন মুম্বই ইন্ডিয়ান্সের (MI) সাথে দীর্ঘ সম্পর্ক ত্যাগ করে গুজরাত দলে নাম লিখিয়েছিলেন ভারতের তারকা অলরাউন্ডার। প্রথমবার অধিনায়ক হওয়ার সুযোগ হয়েছিলো টাইটান্স জার্সিতে। শুরুটা স্মরণীয় হয় গুজরাত দলের। স্মরণীয় হয় নেতা হার্দিকেরও। ২০২২ সালেই ট্রফি জেতে তারা। হার্দিক পান্ডিয়ার আগ্রাসী অধিনায়কত্ব’ও তারিফ কুড়োয় বিশেষজ্ঞ মহলে। আইপিএলের সুবাদেই ভারতীয় দলের নেতৃত্ব করারও সুযোগ পান তিনি। ২০২৩ মরসুমেও গুজরাত জার্সিতে নেতা হিসেবে মাঠে নেমেছিলেন হার্দিকই। চ্যাম্পিয়ন না হলেও দলকে ফাইনালে তোলেন তিনি।

Read More: IPL 2024: “তুমিই আসল সৎ রাজা…” ১৭ বছর ধরে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন বিরাট, সমাজ মাধ্যমে ট্রেন্ডিং কিং !!

দুই বছরের মধ্যে একবার চ্যাম্পিয়ন এবং একবার রানার্স আপ। সাফল্যের ভাঁড়ার মোটেই শূন্য নয়। তা সত্ত্বেও গুজরাত শিবিরের সুখের সংসার ভাঙনের মুখে বলেই মনে করা হচ্ছে। ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সম্পর্কের অবনতি ঘটায় দল ছাড়তে পারেন হার্দিক, গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিলো এমনটাই। আজ রিলিজ-রিটেনশন তালিকা সামনে আসার পর খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন টাইটান্স সমর্থকেরা। দেখা গিয়েছিলো ‘রিটেনড’ তালিকাতেই স্থান হয়েছে হার্দিক পান্ডিয়ার। কিন্তু কিছু ঘন্টা কাটতেই বদলে গেলো পরিস্থিতি। জনপ্রিয় ক্রিকেট পরিসংখ্যান ওয়েবসাইট ক্রিকবাজ সূত্রে জানা গিয়েছে যে মুম্বইতেই ফিরতে চলেছেন হার্দিক। দুই দলের মধ্যে চূড়ান্ত চুক্তি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ঘোষণা কেবল সময়ের অপেক্ষা।

প্রথমে শোনা গিয়েছিলো শিবির অদলবদল করবেন হার্দিক ও রোহিত শর্মা। অর্থাৎ গুজরাত টাইটান্স থেকে মুম্বই ইন্ডিয়ান্স পাড়ি দেবেন হার্দিক পান্ডিয়া। পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নদের নেতৃত্ব দেবেন তিনিই। আর ৩৬ বর্ষীয় হিটম্যানকে ২০২৪ আইপিএলে দেখা যাবে গুজরাত টাইটান্স জার্সিতে। কিন্তু পরে সেই চুক্তি দিনের আলো আর দেখে নি। আজ মুম্বই ইন্ডিয়ান্স যে রিটেনড তালিকা প্রকাশ করেছে তাতে রয়েছেন রোহিত। ক্রিকবাজ সূত্রে জানা যাচ্ছে যে হার্দিকের দলবদল নিয়ে ‘ক্যাশ অনলি’ চুক্তি হয়েছে দুই ফ্র্যাঞ্চাইজির। কত অর্থের বিনিময়ে দল বদলাচ্ছেন হার্দিক, তা এখনও নিশ্চিত নয়, তবে বর্তমানে আইপিএলে তাঁর বেতন ১৫ কোটি। তার আশেপাশেই থাকতে পারে বিনিময় মূল্য। ১৭.৫ কোটির ক্যামেরন গ্রিনকে সন্ধ্যেয় ছেড়ে দিয়েছে মুম্বই। যা বাড়িয়েছে হার্দিকের ‘ঘরে ফেরার’ জল্পনা।

Also Read: IPL 2024: শেষ মুহূর্তের দলবদলে চমকে দিলো বেঙ্গালুরু, ছিনিয়ে নিলো এই দুর্দান্ত অলরাউন্ডারকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *