IPL 2024: নতুন মরশুমে আরও শক্তিশালী হচ্ছে RCB, ট্রেড করে কেকেআর থেকে নিচ্ছে আন্দ্রে রাসেলকে !! 1

IPL 2024: ক্রিকেট ফ্যানদের মনের মধ্যে রয়ে গিয়েছে আন্দ্রে রাসেলের আকাশচুম্বী ছক্কাগুলি। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও নিজের ছাপ রেখেছেন রাসেল। কলকাতা নাইট রাইডার্সের হয়ে অনেক স্মরণীয় ইনিংস খেলেছেন তিনি। এখনও পর্যন্ত কেকেআরে রাসেলের অবদান ভালো। যদিও গত মরশুমটা তার জন্য বিশেষ কিছু ছিল না। তা সত্ত্বেও রাসেলকে ধরে রেখেছে কেকেআর। তবে মনে করা হচ্ছে আসন্ন আইপিএলে বড় একটা দলবদল দেখা যেতে পারে। সে ক্ষেত্রে এই রাসেলকে দেখা যেতে পারে অন্য দলে। শোনা যাচ্ছে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাকে দলে নেওয়ার ব্যাপারে বেশ আগ্রহী। তার জন্য কলকাতার সঙ্গে ট্রেড করতেও তারা তৈরি।

ব্যাঙ্গালোরের পথে আন্দ্রে রাসেল

Andre Russell
Andre Russel

এবার কেকেআর তার নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে নিয়ে মাঠে নামবে। গত মরশুমে আইয়ার চোটে পড়লে নীতীশ রানা অধিনায়কত্ব নেন। এ ছাড়া এই দলে ফের ঢুকেছেন গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর, যিনি তাঁর অধিনায়কত্বে দু’বার আইপিএল ট্রফি জিতেছেন। এখন দলে একজন পরামর্শদাতা হিসাবে যোগ দিয়েছেন। এছাড়াও আগামী দিনে দলের মধ্যে আরও অনেক পরিবর্তন দেখা যেতে পারে। রাসেল ছাড়াও বিদেশি খেলোয়াড়দের মধ্যে সুনীল নারিন এই দলের গুরুত্বপূর্ণ অংশ। তবে গম্ভীর আসার সঙ্গে সঙ্গে দলে বড় পরিবর্তন হতে পারে। শোনা যাচ্ছে, বিরাট কোহলির আরসিবি দল তাকে ট্রেড করতে তৈরি। আর সেই কারণে নতুন মরশুমে নয়া দলে দেখা যেতে পারে তাকে

আইপিএলে রাসেলের কেরামতি

IPL 2024: নতুন মরশুমে আরও শক্তিশালী হচ্ছে RCB, ট্রেড করে কেকেআর থেকে নিচ্ছে আন্দ্রে রাসেলকে !! 2

যদি রাসেলের আইপিএল কেরিয়ারের দিকে তাকানো যায়  তাহলে দেখা যাবে তিনি এখনও পর্যন্ত ১১২টি ম্যাচ খেলেছেন। এই সময়ের মধ্যে তার ব্যাট থেকে এসেছে ২২৬২ রান। আইপিএলে ১০টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। ব্যাটে নজর কাড়ার পাশাপাশি বল হাতে রাসেল নিয়েছেন ৯৬টি উইকেট। রাসেলের জন্য আইপিএল ২০২৩ সালটা খুব একটা ভালো যায়নি। গতবার তিনি ১৪টি ম্যাচ খেলেছেন। এই সময়ে তিনি ২২৭ রান করেন। সেই সঙ্গে রাসেল নিয়েছেন ৭টি উইকেট। ২০২২ মরশুমটা তার জন্য খুব ভালো ছিল। নজরকাড়া রাসেল ১৭ উইকেট নিয়েছিলেন। সেই সাথে ৩৩৫ রানও করেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *