IPL 2024: চিপকে ব্যাটিং বিক্রম রচিন-শিবমের, গুজরাতের বিরুদ্ধে রানের পাহাড়ে চেন্নাই সুপার কিংস !! 1

IPL 2024: চিপক স্টেডিয়ামে আজ মহারণ। আইপিএলের আঙিনায় মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স। গত মরসুমের দুই ফাইনালিস্টের লড়াই ঘিরে তুঙ্গে উত্তেজনা। শেষ সাক্ষাতে বাজিমাত করেছিলো চেন্নাই। শেষ দুই বলে চার-ছক্কা হাঁকিয়ে দলকে স্মরণীয় জয় এনে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। টাইটান্সদের বিরুদ্ধে সুপার কিংসদের সেই সাফল্যের ধারাবাহিকতা কি আজও বজায় থাকবে নাকি ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াবে গুজরাত? প্রশ্নের জবাব খুঁজছে ক্রিকেটমহল। একইসাথে আজ বাইশ গজে বড় পরীক্ষার সামনে দুই ফ্র্যাঞ্চাইজির দুই নয়া অধিনায়ক-ঋতুরাজ গায়কোয়াড় ও শুভমান গিল। আইপিএলের (IPL) সপ্তদশ মরসুমের শুরুটা জয় দিয়ে করেছে দুই দলই। আজকের ফলাফল পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে দেবে কোনো এক পক্ষকে।

টসের মুদ্রা পড়েছিলো আজ অ্যাওয়ে টিম গুজরাত টাইটান্সের পক্ষে। অধিনায়ক শুভমান প্রথমে প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানান। চিপকের পিচ সাধারণত মন্থর হয়ে থাকে। বল পড়ে খানিক থমকে ব্যাটে আসে। স্পিনারদের সামলাতে সমস্যা হয় মাঝের ওভারে। আজ অবশ্য তেমন কিছু চোখে পড়লো না। ব্যাটিং বান্ধব বাইশ গজে শুরু থেকেই ঝড় তোলেন রচিন রবীন্দ্র। টানা দ্বিতীয় ম্যাচে ২০০’র বেশী স্ট্রাইক রেটে ব্যাটিং করে গেলেন তিনি। করেন ২০ বলে ৪৬ রান। ছন্দে অধিনায়ক ঋতুরাজ’ও। তাঁর ব্যাট থেকেও আজ আসে ৪৬। আশা জাগিয়ে শুরু করলেও ১২-র বেশী এগোতে পারেন নি অজিঙ্কা রাহানে। ঝড় তুললেন শিবম দুবে। তাঁর বিস্ফোরক অর্ধশতক চেন্নাই সুপার কিংস-কে নির্ধারিত ২০ ওভারে পৌঁছে দিলো ৬ উইকেটের বিনিময়ে ২০৬ রানে।

Read More:IPL 2024: দুবের বড় ছয় দেখে দোয়া পড়লেন স্ত্রী আনজুম খান, ভাইরাল হল ভিডিও !!

জাত চেনালেন রচিন, ছন্দে ঋতুরাজ’ও-

Rachin Ravindra | IPL 2024 | Image: Getty Images
Rachin Ravindra | IPL 2024 | Image: Getty Images

ভারতের মাটিতে প্রথম যখন টেস্ট খেলতে এসেছিলেন ২০২১ সালে, তখন রচিন রবীন্দ্রকে সকলে চিনেছিলেন স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে। লোয়ার অর্ডারে নেমে লড়াকু ইনিংস খেলে নিউজিল্যান্ডের নিশ্চিত হার বাঁচিয়েছিলেন। এরপর যত সময় এগিয়েছে, ততই নিজেকে টপ-অর্ডার ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। গত বছরের ওডিআই বিশ্বকাপে অবিশ্বাস্য ছন্দে দেখা গিয়েছিলো তাঁকে। এরপর টেস্টেও দ্বিশতক করেন ভারতীয় বংশোদ্ভুত তরুণ। কুড়ি-বিশের ক্রিকেটে ব্যাট হাতে তিনি কতদূর সফল হবেন সে সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছিলেন অনেকেই। কিন্তু আইপিএলের দুই ম্যাচেই যাবতীয় প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন তিনি। বেঙ্গালুরুর বিরুদ্ধে করেছিলেন ১৫ বলে ৩৭। আজ ফের রচিন ঝড়ে মাতোয়ারা চিপক। শুরু থেকেই আগ্রাসী নীতি বেছে নেন। ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে করেন ৪৬।

যে গতিতে এগোচ্ছিলেন রচিন, তাঁকে আউট করতে হিমশিম খেতে হচ্ছিলো গুজরাতকে। বাধ্য হয়েই রশিদ খানের হাতে বল তুলে দিতে হয় শুভমান গিলকে। টাইটান্স অধিনায়কের স্ট্র্যাটেজি ফলপ্রসূ হয়। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে মুহূর্তের জন্য মনসংযোগ হারিয়েছিলেন। ঝড়ের গতিতে বল দস্তানাবন্দী করে স্টাম্প ভেঙে দেন ঋদ্ধিমান সাহা। রচিন ফেরার পর ইনিংসকে এগিয়ে নিয়ে গেলেন ঋতুরাজ গায়কোয়াড়। প্রথম ম্যাচে খানিক স্তিমিত লেগেছিলো তাঁকে। আজ টাইটান্সদের বিরুদ্ধে ভালোই খেললেন মহারাষ্ট্রের ক্রিকেটার। স্পেন্সার জনসনের বলে ঋদ্ধিমান সাহার দস্তানায় ধরা পড়ার আগে ৩৬ বলে ৪৬ করে যান তিনি। আজ রান পেলেন না অজিঙ্কা রাহানে। সাই কিশোর’কে স্টেপ আউট করে মারতে গিয়ে বলের লাইন মিস করেন। স্টাম্প করতে ভুল করেন নি ঋদ্ধি।

চিপকের বাইশ গজে শিবম সুনামি-

Shivam Dube | IPL 2024 | Image: Getty Images
Shivam Dube | IPL 2024 | Image: Getty Images

 

রচিন, ঋতুরাজ, রাহানে-চেন্নাই ব্যাটিং-এর RRR-কে সাজঘরে ফেরাতে পারলেও শিবম দুবে’কে রুখতে পারলেন না গুজরাত টাইটান্স বোলাররা। মুম্বইয়ের অলরাউন্ডার রয়েছেন অসাধারণ ফর্মে। গত বছরও চেন্নাই জার্সিতে অসাধারণ খেলেছিলেন। আজও পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে একের পর এক বড় শটে বল আছড়ে ফেললেন বাউন্ডারির বাইরে। উমেশ যাদব, স্পেন্সার জনসন-কাউকেই রেয়াৎ করলেন না তিনি। ২টি চার ও ৫টি বিশাল ছক্কার সৌজন্যে শিবমের ব্যাট থেকে এলো ৫১ রান। স্ট্রাইক রেট ২২১.৭৪। মাসখানেক আগেই আফগানিস্তানের বিরুদ্ধে জোড়া অর্ধশতক করেছিলেন ভারতীয় দলের জার্সি গায়ে। আজ ফের আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য নিজের দাবীপত্র জোরালো ভাবে পেশ করলেন দীর্ঘকায় অলরাউন্ডার। রশিদ খানের বলে শেষমেশ আউট হন তিনি। ক্যাচ ধরেন বিজয় শঙ্কর।

বিপুল অর্থ খরচ করে উত্তরপ্রদেশের তরুণ সমীর রিজভিকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। আজ ছয় নম্বরে ব্যাট করতে আসেন তিনি। মাত্র ৬ বলে জোড়া ছক্কার সৌজন্যে ১৪ রান করেন তিনিও। শিবম-সমীরদের ঝড়ের মাঝে উইকেটের একপ্রান্ত আঁকড়ে রাখলেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। কিউই অলরাউন্ডারের সংগ্রহ আজ ২০ বলে ২৪ রান। মেরেছেন ২টি চার। ইনিংসের শেষ বলে রান আউট হন তিনি। ২০তম ওভারের তৃতীয় বলে সমীর রিজভি আউট হওয়ার পর মাঠে নেমেছিলেন ররীন্দ্র জাদেজা। ছক্কা হাঁকান তিনিও।  অপরাজিত থাকেন ৩ বলে ৭ রান করে। মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং দেখার আশায় আজ মাঠ ভরিয়েছিলেন দর্শকেরা। আজও বাইশ গজে ব্যাট হাত দেখা গেলো না চেন্নাই জনতার প্রিয় ‘থালা’কে। তবে দলের স্কোর ২০০ পেরোনোয় উচ্ছ্বসিত সিএসকে সমর্থকেরা।

Also Read: IPL 2024: বিভ্রান্ত ডেভিড মিলার-বিজয় শঙ্কর, ভুলে ভরা ফিল্ডিং-এ চেন্নাইকে বাউন্ডারি উপহার গুজরাত টাইটান্সের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *