IPL 2024: গত ২২ মার্চ চিপক স্টেডিয়ামে পথচলা শুরু করেছিলো আইপিএলের (IPL) সপ্তদশতম মরসুম। দীর্ঘ দুই মাসেরও বেশী সময়ের যাত্রাপথ পেরিয়ে অবশেষে আজ যবনিকা পড়লো টি-২০ ক্রিকেটের উৎসবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCB) হারিয়ে টুর্নামেন্টের সূচনা করেছিলো চেন্নাই সুপার কিংস (CSK)। আর আজ সেই চিপক স্টেডিয়ামেই সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ফাইনালে ৮ উইকেটের ব্যবধানে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়ে মাঠ ছাড়লো কলকাতা নাইট রাইডার্স (KKR)। ২০১২ ও ২০১৪ সালে আইপিএল জয়ের নজির ছিলো কলকাতার। এবার তৃতীয় খেতাব জিতে নিলো তারা। আজ খেতাব জিতলে চেন্নাই, মুম্বই ও কলকাতার পর চতুর্থ ফ্র্যাঞ্চাইজি হিসেবে একাধিক ট্রফির মালিক হতে পারত সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH), কিন্তু সেই সুযোগ ‘অরেঞ্জ আর্মি’কে দিলেন না শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারাইনরা।
একপেশে ফাইনালে সানরাইজার্সকে দাঁড়াতেই দেয় নি কলকাতা (KKR)। প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো হায়দ্রাবাদ। কিন্তু স্টার্ক, হর্ষিত রাণা, আন্দ্রে রাসেলদের সৌজন্যে মাত্র ১১৩ রানেই থামতে হয়েছিলো ‘অরেঞ্জ আর্মি’কে। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১০.৩ ওভারে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা। ফাইনাল শেষে নস্ট্যালজিয়ায় ডুব দিয়েছেন ক্রিকেটজনতা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-তিন বিভাগেই এই মরসুমে একঝাঁক অসাধারণ সব পারফর্ম্যান্স চোখে পড়েছে। তৈরি হয়েছে নতুন সব রেকর্ড। সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙেছে সানরাইজার্স হায়দ্রাবাদ দল। সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে পাঞ্জাব কিংস। দুর্দান্ত সব পারফর্ম্যান্সের মাঝেও পরিসংখ্যানের বিচারে আলাদা করে ক্রিকেটজনতার কুর্নিশ আদায় করে নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli) এবং হর্ষল প্যাটেল (Harshal Patel)।
Read More: টি-২০ বিশ্বকাপে নামার আগেই সমস্যায় টিম ইন্ডিয়া, ছিটকে গেলেন বিরাট কোহলি !!
অরেঞ্জ ক্যাপ জয়ী: বিরাট কোহলি-
২০২৪ সালে ব্যাট হাতে আগাগোড়া দুর্দান্ত পারফর্ম করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। ১৫ ম্যাচে ৬১.৭৫ গড়ে ৭৪১ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা টুপি জিতেছেন তিনিই। এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) দল শুরুটা মোটেই ভালো করে নি। প্রথম ম্যাচেই হারতে হয়েছিলো তাদের। দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে জিতলেও এরপর একটানা পরাজয়ের সম্মুখীন হতে হয় তাদের। একটা সময় ৮ ম্যাচে মাত্র ১টি জয় ছিলো তাদের। কিন্তু এপ্রিলের শেষ সপ্তাহ থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় রয়্যাল চ্যালেঞ্জার্স (RCB)। প্রথমে তারা হারায় সানরাইজার্সকে। এরপর গুজরাত, পাঞ্জাব, দিল্লী ও চেন্নাইয়ের বিরুদ্ধে একটানা জয় ছিনিয়ে নিয়ে জায়গা করে নেয় প্লে-অফে। বেঙ্গালুরুর এই ঘুরে দাঁড়ানোর পিছনে প্রধান চালিকাশক্তি ছিলো কোহলির ব্যাটে।
এই আইপিএলে (IPL) ৫টি অর্ধশতক ও ১টি শতরান করেছেন বিরাট। এর আগেই আইপিএলে (IPL) সর্বোচ্চ সংখ্যক শতকের নজর তাঁর দখলে ছিলো। বাকিদের সাথে দূরত্ব আরও খানিক বাড়িয়ে নিলেন তিনি। রাজস্থানের বিরুদ্ধে কোহলির শতরান এসেছিলো ৬৭ বলে। যা আইপিএলের ইতিহাসে মন্থরতম শতরান। এছাড়া পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ধর্মশালায় ৯২ রানের একটি অসামান্য ইনিংসও খেলেন তিনি। মেরেছেন ৬২টি চার ও ৩৮টি ছক্কা। স্ট্রাইক রেটে ১৫৪.৬৯। ৭৪১ রান করার পাশাপাশি অনন্য কিছু নজিরও গড়েছেন কোহলি (Virat Kohli)। প্রথম ভারতীয় ও তৃতীয় ক্রিকেটার হিসেবে একাধিকবার অরেঞ্জ ক্যাপ জিতলেন তিনি। তালিকায় রয়েছেন ক্রিস গেইল (২) ও ডেভিড ওয়ার্নার (৩)। ক্রিস গেইলের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দুইবার এক মরসুমে ৭০০-র বেশী রান করলেন কোহলি।
পার্পল ক্যাপ জয়ী: হর্ষল প্যাটেল-
গত দুটি মরসুম মোটেই আশাপ্রদ ছিলো না হর্ষল প্যাটেলের (Harshal Patel) কাছে। ডান হাতি পেসারকে ছেড়ে দিয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু তাঁর প্রতিভা ও দক্ষতার উপর আস্থা রেখেছিলো পাঞ্জাব কিংস (PBKS)। বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টার দল ১৯ ডিসেম্বরের মিনি নিলামে হর্ষলের জন্য খরচ করে ১১ কোটি ৭৫ লক্ষ টাকা। বিপুল অর্থের বিনিময়ে নতুন দলে গিয়েছিলেন তিনি। অনেকেই প্রশ্ন তুলেছিলেন পাঞ্জাব কিংসের সিদ্ধান্ত নিয়ে। কিন্তু নিজের পারফর্ম্যান্সের জোরে নিন্দুকদের মুখ বন্ধ করেছেন হর্ষল (Harshal Patel)। শুরুতে বেশ কিছু ম্যাচে উইকেট পেলেও রান খরচ রুখতে পারছিলেন না তিনি। কিন্তু টুর্নামেন্ট যত এগিয়েছে বোলিং-এ নিয়ন্ত্রণ বাড়াতে সক্ষম হয়েছিলেন হর্ষল। পাঞ্জাব আরও একবার প্লে-অফে উঠতে ব্যর্থ হলেও উইকেটশিকারীদের তালিকায় শীর্ষস্থান থেকে নড়ানো যায় নি হর্ষলকে।
একটা সময় জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) সাথে পার্পল ক্যাপের জন্য জোর লড়াই ছিলো হর্ষলের। শেষমেশ বাজিমার করেন পাঞ্জাব কিংস পেসারই। আইপিএলে শেষ দশটি ম্যাচের মধ্যে মাত্র ১টিতে উইকেটশূন্য ছিলেন তিনি। ৩ উইকেট পেয়েছেন চারটি ম্যাচে। ২টি করে উইকেট তুলে নিয়েছিলেন আরও তিনটি ম্যাচে। গোটা আইপিএলে (IPL) ১৪ ম্যাচ খেলে হর্ষলের (Harshal Patel) সংগ্রহ ২৪ উইকেট। বোলিং গড় ১৯.৮৭। সেরা বোলিং পারফর্ম্যান্স গুজরাত টাইটান্সের (GT) বিরুদ্ধে। মাত্র ১৫ রান খরচ করে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। টুর্নামেন্টে তাঁর ইকোনমি যদিও ঘোরাফেরা করেছে ৯-এর উপরে। এই নিয়ে দ্বিতীয়বার ‘পার্পল ক্যাপ’ জিতলেন তিনি। ভুবনেশ্বর কুমার ও ডোয়েন ব্র্যাভোর পর তৃতীয় ক্রিকেটার হিসেবে একাধিক পার্পল ক্যাপের মালিক হলেন তিনি।