IPL 2024: রোহিত শর্মার উপরেই গুরু দায়িত্ব দিয়ে আসন্ন আইপিএলে নামতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স, ঘরে ফিরলেন পান্ডিয়া !! 1

IPL 2024: আইপিএলের ১৬ তম সংস্করণ শুরু হয়েছিল ৩১ মার্চ থেকে। ফাইনাল ছিল ২৯ মে, আইপিএলের জন্য সাধারণত মার্চ-মে উইন্ডো খালি রাখে আইসিসি। গতবারের আইপিএলে পঞ্চম বারের জন্য চ্যাম্পিয়ন হলো চেন্নাই সুপার কিংস, এমএস ধোনির (MS Dhoni) নেতৃত্বে পঞ্চম বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হলো CSK। অন্যদিকে আইপিএল ইতিহাসে অন্যতম সফল দল হলো মুম্বই ইন্ডিয়ান্স (MI)। ২০১৩ সালে রোহিত শর্মার (Rohit Sharma) হাতে দলের নেতৃত্ব তুলে দেওয়ার পর ২০২০ সালের মধ্যেই ৫ টি ট্রফি জয়লাভ করে মুম্বই দল। যদিও ২০২১ ও ২০২২ মুম্বইয়ের জন্য ভালো যায়নি। ২০২৩ সালে আবার কামব্যাক করে মুম্বই ইন্ডিয়ান্স (MI)।

তবে বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী মুম্বাই শিবিরে যোগদান করার কথা ছিল হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)। দুই বছর গুজরাত শিবিরে থাকার পর এবার মুম্বইতেই ফিরে আসার ইঙ্গিত দিয়েছিলেন হার্দিক। ১৫ কোটি টাকার বিনিময়ে হার্দিককে কেনার কথাও চলছিল মুম্বই দল। তবে রিটেনশন লিস্ট প্রকাশ্যে আসার সময় মুম্বই ইন্ডিয়ান্স (MI) নয় বরং গুজরাত টাইটান্স’ (GT) দলেই রিটেন হয়েছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তবে ২ ঘন্টা কাটতে না কাটতেই আবার পুরানো ফ্রাঞ্চাইজিতে ট্রেড হতে দেখা গেল হার্দিক পান্ডিয়াকে। হার্দিককে গুজরাত থেকে কিনে তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে (Cameron Green) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB) দলে ট্রেড করলো মুম্বই পল্টন (MI)। আসন্ন আইপিএলে মুম্বাই দল ষষ্ঠ বারের জন্য তাদের খেতাব দখল করাতে ফিরলেন হার্দিক । একের পর এক টি-টোয়েন্টি তারকাদের নিয়ে মুম্বাই দল তাদের অভিযান শুরু করতে চলেছে।

মুম্বই ইন্ডিয়ান্স’এর (MI) রিলিজ লিস্ট

আরশাদ খান, রমনদীপ সিং, হৃতিক শোকিন, রাঘব গোয়াল, জোফরা আর্চার, ট্রিস্টান স্টাবস, ডুয়ান জানসেন, ঝিয়ে রিচার্ডসন, রিলি মেরেডিথ, ক্রিস জর্ডান, সন্দীপ ওয়ারিয়ার, ক্যামেরন গ্রিন।

মুম্বই ইন্ডিয়ান্স’এর (MI) রিটেন লিস্ট

রোহিত শর্মা (C), হার্দিক পান্ডিয়া, ডিওয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদব, ঈশান কিশান, তিলক ভার্মা, টিম ডেভিড, বিষ্ণু বিনোদ, অর্জুন তেন্ডুলকর, শামস মুলানি, নেহাল ওয়াধেরা, জাসপ্রিত বুমরাহ, কুমার কার্তিকেয়া, পীযূষ চাওলা, আকাশ মাধওয়াল, জেসন বেহরেনডর্ফ, রোমারিও শেফার্ড (LSG থেকে ট্রেড)।

আরও পড়ুন: IPL 2024: “চোটপ্রবণ ক্রিকেটার না নেওয়াই উচিৎ…” মুম্বই থেকে ছাঁটাই জোফ্রা আর্চার, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে ইংরেজ পেসার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *