IPL 2024: এই ক্রিকেটারের জন্য নিলামের আসরে মুখোমুখি টক্কর রোহিত-কোহলির, ২০ কোটির অঙ্ক স্পর্শ করতে পারে দর !! 1

IPL 2024: সদ্যই শেষ হয়েছে ওডিআই বিশ্বকাপ। ফাইনালে ভারতকে হারিয়ে ষষ্ঠবারের জন্য খেতাব হাতের মুঠোয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। এরপর ক্রিকেটজনতার চর্চায় জায়গা করে নিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) মিনি নিলাম। ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই জানিয়ে দিয়েছে আগামী ১৯ ডিসেম্বর মধ্যপ্রাচ্যের দুবাইতে বসতে চলেছে নিলামের আসর। প্রথমাফিক সব দল ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে নিজেদের রিলিজ ও রিটেনশন তালিকা। জানা গিয়েছে কাদের দলগুলি ধরে রাখছে আগামী মরসুমের জন্য আর কারাই বা বাতিল হচ্ছেন পুরনো দল থেকে।

এখনও অবধি জানা গিয়েছে ১৯ তারিখের নিলামের জন্য দেশ-বিদেশের মোট ১১৬৬ জন ক্রিকেটার নাম নথিভুক্ত করিয়েছেন। দশ দল মিলিয়ে স্লট খালি রয়েছে কেবল ৭৭টি। কাদের ভাগ্যে শিকে ছিঁড়বে সে নিয়ে চলছে জল্পনা। এবারের আইপিএল নিলামে বিশ্বজয়ী অজি দলের কামিন্স (Pat Cummins), স্টার্কদের পাশাপাশি নজরে থাকছেন নিউজিল্যান্ডের তরুণ রচিন রবীন্দ্র’ও (Rachin Ravindra)। এবারের বিশ্বকাপের সেরা আবিষ্কার বলা হচ্ছে বছর ২৪-এর রচিন রবীন্দ্রকে (Rachin Ravindra)। ২০২১ সালে যখন টেস্ট খেলতে পা রেখেছিলেন ভারতে, তখন তাঁকে বিশেষজ্ঞ স্পিনার হিসেবেই খেলিয়েছিলো ব্ল্যাক ক্যাপস বাহিনী। ব্যাট হাতেও যে তিনি সমান দড়, তা রচিন বোঝালেন বিশ্বকাপের আসরে। শুরুটাই করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করে। এরপর টুর্নামেন্ট যত এগিয়েছে রচিন বুঝিয়ে দিয়েছেন যে আগামীর তারকা হওয়ার যাবতীয় মালমশলা মজুত রয়েছে তাঁর ভাণ্ডারে।

জীবনের প্রথম বিশ্বকাপে রচিনের (Rachin Ravindra) সংগ্রহ ৫৬৫ রান ও ৭টি উইকেট। তিনটি শতরান করেছেন তিনি। নিজেই জানিয়েছেন রাহুল দ্রাবিড় ও শচীন তেন্ডুলকরের নাম জুড়ে তাঁর নাম রাখা হয়েছিলো রচিন। শচীন তেন্ডুলকরের দেশেই তাঁর ২৭ বছরের পুরনো রেকর্ড’ও ভেঙে দিয়েছেন তিনি। এতদিন ২৫ পেরোনোর আগে কোনো ব্যাটারের এক বিশ্বকাপে সবচেয়ে বেশী রান ছিলো ৫২৩। মাস্টার ব্লাস্টারকে সরিয়ে এখন মগডালে জায়গা করে নিয়েছেন রচিন রবীন্দ্র। তাঁর ধারাবাহিক সাফল্যই রচিন’কে জায়গা করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিদের ‘মোস্ট ওয়ান্টেড’ লিস্টে।

Read More: IPL 2024: আসন্ন আইপিএল ‘মিনি’ নিলামে নাইট শিবিরের রেডারে থাকছেন এই তিন ক্রিকেটার !!

রচিনকে নিয়ে চলতে পারে দড়ি টানাটানি-

Rachin Ravindra | IPL 2024 | Image: Getty Images
Rachin Ravindra | Image: Getty Images

গতবার আইপিএলের (IPL) মিনি নিলামে সর্বোচ্চ দর পেয়েছিলেন স্যাম কারান (Sam Curran)। ইংল্যান্ড অলরাউন্ডারের জন্য ১৮ কোটি ৫০ লাখ টাকা খরচ করেছিলো পাঞ্জাব কিংস। এবার রচিন প্রতিভার যে প্রদর্শনী দেখিয়েছেন ওডিআই বিশ্বকাপে (ICC World Cup 2023) তাতে তিনিও বিশাল মূল্য পেতে চলেছেন, সেই নিয়ে দ্বিধা নেই কারও মনে। অনেকেই মনে করছেন কারানের ১৮.৫ কোটির রেকর্ড’ও ভাঙতে পারে রচিনের (Rachin Ravindra) সৌজন্যে। কিউই তরুণের জন্য নিলামে অংশ নিতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বই ইন্ডিয়ান্স।

বেঙ্গালুরু (RCB) শিবিরে স্পিন বোলারের অভাব রয়েছে। তারা হাসারাঙ্গা (Wanindu Hasaranga), শাহবাজকে ছেড়ে দিয়েছে এবার। গত মরসুমের আগে বিদায় জানিয়েছিলো যুজবেন্দ্র চাহাল’কে। সেই শূন্যস্থান সহজেই পূরণ করতে পারবেন রচিন (Rachin Ravindra)। অন্যদিকে তাঁর ব্যাটিং বিক্রম বাড়তি পাওনা হিসেবে যুক্ত হবে আরসিবি’র অস্ত্রাগারে। কোহলি, দু প্লেসি, ম্যাক্সওয়েলদের সাথে ঝড় তুলতে পারবেন রচিন’ও। যদি তিনি ফাফ দু প্লেসি’র সাথে ওপেনিং করেন তাহলে পছন্দের তিন নম্বরে ফিরে আসতে পারেন কোহলি। ব্যাটিং গভীরতা বাড়ে বেঙ্গালুরুর।অন্যদিকে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) ফেরাতে মুম্বই ইন্ডিয়ান্সকে (MI) ছাড়তে হয়েছে ক্যামেরন গ্রিনের মত তারকাকে। সেই শূন্যস্থান পূরণের জন্য রচিন হতে পারেন আদর্শ বিকল্প।

সাম্প্রতিক কালে ভারতীয় দলের হয়ে ঈশান কিষণকে (Ishan Kishan) দেখা গিয়েছে টি-২০ ক্রিকেটে তিন নম্বরে খেলতে। যদি রচিনকে (Rachin Ravindra) মুম্বই সই করাতে পারে তাহলে রোহিত শর্মার ওপেনিং পার্টনার খুঁজতেও কাঠখড় পোড়াতে হবে না আম্বানিদের। বেঙ্গালুরুর (RCB) হাতে এই মুহূর্তে রয়েছে ২৩.৭৫ কোটি টাকা। অন্যদিকে মুম্বই-এর (MI) হাতে রয়েছে ১৭.৭৫ কোটি টাকা। ‘অকশন পার্স’-এর দিকে তাকিয়ে বলা যায় অ্যাডভান্টেজ রয়েছে বেঙ্গালুরুর’ই। তবে নিশ্চিত হতে পারছেন না সমর্থকেরা। চেন্নাই সুপার কিংস (CSK) থেকে সরে দাঁড়িয়েছেন বেন স্টোকস। সেই শূন্যস্থান পূরণ করতে তারাও হাত বাড়াতে পারে রচিনের (Rachin Ravindra) দিকে। তাদের অকশন পার্সে রয়েছে ৩১ কোটি ৪০ লাখ টাকা। সেক্ষেত্রে তারা চাইলে অল-আউট যেতে পারে কিউই তরুণের জন্য। রচিনকে নিয়ে নিলাম পর্ব যে জমে যাবে তার আভাস মিলছে এখন থেকেই।

Also Read: IPL 2024: লক্ষ্ণৌর ‘রিটেনশন’ তালিকার গোড়ায় গলদ, এই তিন তারকাকে ধরে রেখে ভুল করেছে সুপারজায়ান্টস শিবির !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *