IPL 2024

IPL 2024: ক্রিকেটদুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL)। ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই আয়োজিত ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগের সপ্তদশ মরসুমের আনুষ্ঠানি সূচনা হতে বাকি এখনও বেশ কয়েকমাস। বোর্ড সূত্রে খবর মার্চের শেষ বা এপ্রিলের গোড়ায় শুরু হতে পারে মরসুম। কিন্তু আপাতত সকলের আগ্রহ ১৯ ডিসেম্বরের ‘মিনি’ নিলাম নিয়ে। গত বছরের ডিসেম্বরে কেরলের কোচিতে আয়োজিত হয়েছিলো ‘মিনি’ নিলাম। এবার তা দেশ ছাড়িয়ে পাড়ি দিয়েছে বিদেশে। মধ্যপ্রাচ্যের দুবাইতে বসতে চলেছে আসর। পিচে বল পড়ার আগে স্কোয়াডের ফাঁকফোকর বুজিয়ে ফেলতে মরিয়া অংশগ্রহণকারী দশ ফ্র্যাঞ্চাইজিই। নিলামে অংশ নেওয়ার আগে প্রথামাফিক সব দলই জমা করেছে নিজেদের রিলিজ-রিটেনশন তালিকা।

গত মরসুমে নিলামে বিশেষ দাগ কাটতে পারে নি কলকাতা নাইট রাইডার্স (KKR)। হাতে যথেষ্ঠ অর্থ না থাকায় তারকা ক্রিকেটারদের পিছনে দৌড়ানো সম্ভব হয় নি। দলগঠনে ভারসাম্যের অভাব বারবার চোখে পড়েছে। প্রতিফলন দেখা গিয়েছিলো পারফর্ম্যান্সেও। সপ্তম স্থানে লীগ শেষ করতে হয়েছিলো দুইবারের চ্যাম্পিয়নদের। এবার আর কোনো রকম ভুলত্রুটি রাখতে রাজী নন দল মালিক শাহরুখ খান (Shah Rukh Khan), জুহি চাওলা’রা। আটঘাট বেঁধেই নিলাম স্ট্র্যাটেজি ঠিক করেছেন তাঁরা। বেশ কয়েকজন নামী খেলোয়াড়কে ছেড়ে দেওয়ায় পুষ্ট হয়েছে কেকেআরের (KKR) ‘অকশন পার্স।’ হাতে রয়েছে ৩২.৭০ কোটি টাকা। স্লট বাকি রয়েছে ১২টি। ট্রফিজয়ের জন্য ঝাঁপাতে এই তিন ক্রিকেটারকে অবশ্যই নিশানা করবে বেগুনি-সোনালী শিবির।

Read More: IPL 2024: এই দিনে হতে চলেছে আইপিএল ২০২৪’এর নিলাম, বিসিসিআই করলো কনফার্ম !!

প্যাট কামিন্স-

Pat Cummins | IPL 2024 | Image: Getty Images
Pat Cummins | Image: Getty Images

গত ২৬ নভেম্বর রিলিজ-রিটেনশন তালিকা প্রকাশ করেছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। সেই তালিকা খুঁটিয়ে দেখলে বোঝা যায় যে এক সাহসী সিদ্ধান্ত নিয়েছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, মেন্টর গৌতম গম্ভীর’রা। ২০২৩ মরসুমের ফাস্ট বোলিং ইউনিটের প্রায় পুরোটাই ছেঁটে ফেলেছেন তাঁরা। লকি ফার্গুসন (Lockie Ferguson), টিম সাউদী, উমেশ যাদব, শার্দুল ঠাকুরের (Shardul Thakur) মত আন্তর্জাতিক ক্রিকেটের পরিচিত মুখদের বাদ দিয়েছে নাইট শিবির। একই সাথে ছেঁটে ফেলেছে কুলবন্ত খেজরোলিয়ার মত ঘরোয়া ক্রিকেটারদেরও। আগামী আইপিএলে (IPL) শক্তিশালী দল গড়তে ফাস্ট বোলার প্রয়োজন হবে কলকাতার। ১৯ ডিসেম্বরের নিলামে কলকাতার বাজি হতে পারেন অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)।

এর আগেও লম্বা সময় নাইট রাইডার্স (KKR) জার্সিতে খেলেছেন কামিন্স (Pat Cummins)। ২০২০ মরসুমে তাঁর জন্য ১৫.৫০ কোটি টাকা খরচ করতেও পিছিয়ে আসেন নি বেঙ্কি মাইশোর, শাহরুখ খান’রা। ২০২২-এর মেগা নিলামে ফের একবার কামিন্সের জন্য ৭ কোটি ২৫ লক্ষ খরচ করেছলো নাইট (KKR) শিবির। সম্ভবত গত মরসুমেও তাঁকে ‘রিটেন’ করার পরিকল্পনা ছিলো কলকাতার। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ফোকাস করার জন্য নিজেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন কামিন্স (Pat Cummins)। এক বছরের বিরতি নিয়ে ফের এবার আইপিএলের নিলামে অংশ নিচ্ছেন ুজি তারকা। সদ্যই তাঁর নেতৃত্বে ভারতের মাঠে ভারতকে হারিয়ে বিশ্বকাপ ট্রফি জিতে নিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। ফলে কামিন্স’কে দলে নেওয়ার লড়াইটা তাই সহজ হবে না কলকাতার (KKR) জন্য। তবুও পরীক্ষিত বিকল্পের প্রতি নিঃসন্দেহে ছুটবে কেকেআর।

ফিল সল্ট-

Phil Salt | IPL 2024 | Image: Getty Images
Phil Salt | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্সের (KKR) রিলিজ তালিকায় ঠাঁই হয়েছে দুই উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস (Litton Das) ও নারায়ণ জগদীশনের। একমাত্র প্রতিষ্ঠিত উইকেটকিপিং ‘অপশন’ বলতে নাইট শিবিরে রয়েছেন আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz)। আইপিএলের ‘মিনি নিলামে’ একজন বিকল্প উইকেটরক্ষক-ব্যাটার খুঁজে নিতেই হবে শাহরুখ খান, জুহি চাওলাদের ফ্র্যাঞ্চাইজিকে। তারা স্কোয়াডে সামিল করতে পারে ইংল্যান্ডের ক্রিকেটার ফিল সল্ট’কে (Phil Salt)। ধুন্ধুমার ব্যাটার হিসেবে সুনাম রয়েছে সল্টের। গত মরসুমে দিল্লী ক্যাপিটালস (DC) জার্সিতে বেশ কিছু ম্যাচে নজর কেড়েছিলেন তিনি। ৯ ইনিংসে ২৭.২৫ ব্যাটিং গড় ও ১৬৪ স্ট্রাইক রেটে করেন ২১৮ রান। ষোড়শ আইপিএলে ওপেনার সমস্যাও ভুগিয়েছে নাইট রাইডার্সকে (KKR)। সল্ট যোগদান করলে জেসন রয় (Jason Roy) ও রহমানুল্লাহ গুরবাজের সাথে একজন ওপেনিং বিকল্প’ও যুক্ত হবে স্কোয়াডে।

আজমাতুল্লাহ ওমরজাই-

Azmatullah Omarzai | IPL 2024 | Image: Getty Images
Azmatullah Omarzai | Image: Getty Images

ডিসেম্বরের ‘মিনি’ নিলামে কলকাতা নাইট রাইডার্স (KKR) নিশানা করতে পারে আফগানিস্তানের ক্রিকেটার আজমাতুল্লাহ ওমরজাই’কে (Azmatullah Omarzai)। সদ্যসমাপ্ত ওডিআই বিশ্বকাপের আসরে জাত চিনিয়েছেন ওমরজাই। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই অনবদ্য পারফর্ম করে আদায় করে নিয়েছেন বিশেষজ্ঞদের কুর্নিশ। বিশ্বকাপে ৮ ইনিংস খেলে ৭০.৬০ গড়ে তিনি করেছেন ৩৫৭ রান। এর মধ্যে রয়েছে তিনটি অর্ধশতক’ও। বল হাতে তিনি নিয়েছেন ৭ টি উইকেট। বিশ্বকাপে (ICC World Cup 2023) আজমাতুল্লাহ ওমরজাইয়ের পারফর্ম্যান্স নজর কেড়ে নিয়েছে স্বয়ং শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar)। ক্রিকেট ঈশ্বর তাঁর খেলা দেখে বলেছেন, প্রবীন কুমার ও ভুবনেশ্বর কুমারের মত বোলিং অ্যাকশন তাঁর। দুই দিকে বল স্যুইং করানোর দক্ষতা স্বতন্ত্র করে তুলেছে তাঁকে।

২৩ বছর বয়সী ক্রিকেটার এবারই প্রথম আইপিএল (IPL) নিলামে অংশ নেবেন। আফগান কোচ জোনাথন ট্রট’ও (Jonathon Trott) জানিয়েছেন যে তিনি ওমরজাইয়ের আইপিএল ভবিষ্যতের কথা ভেবে খুবই উত্তেজিত। ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল’কে (Andre Russell) ‘রিটেন’ করা হলেও তিনি আদৌ পুরনো ফর্মে ফিরতে পারবেন কিনা সেই বিষয়ে নিশ্চিত নন কলকাতা (KKR) সমর্থকেরা। সেক্ষেত্রে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে রাসেলের আদর্শ বিকল্প হয়ে উঠতে পারেন আজমাতুল্লাহ ওমরজাই (Azmatullah Omarzai)। সেই কারণেই বিশ্বকাপে প্রশংসিত আফগান অলরাউন্ডারের ঠিকানা হতে পারে কলকাতা শিবির।

Also Read: IPL 2024: মেন্টর গৌতম গম্ভীরকে নিয়ে উচ্ছ্বসিত ‘বাদশাহ’, দিলেন এই বড় তকমা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *