ipl-2024-csk-probable-xi-vs-gt
CSK vs RCB | Image: Getty Images

জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) ১৭তম মৌসুম। আর এই মৌসুমের অন্যতম শক্তিশালী দল হল চেন্নাই সুপার কিংস (CSK)। তিনটি ম্যাচ খেলে দুটি ম্যাচে জয়লাভ করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন তথা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। পয়েন্ট তালিকার বিচারে চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চেন্নাই। প্রথম ম্যাচ থেকেই অলরাউন্ডিং প্রদর্শন দেখিয়ে আসছে চেন্নাই, প্রথম দুটি ম্যাচ ঘরের মাঠে খেলেছিল চেন্নাই তবে গত ম্যাচে দিল্লির বিরুদ্ধে খেলতে গিয়ে বিশাখাপত্তনম পৌঁছাতে হয়েছিল চেন্নাই ব্রিগেডকে। যদিও এ বছর মহেন্দ্র সিং ধোনি চেন্নাই দলকে নেতৃত্ব দিচ্ছেন না। আইপিএল শুরুর আগেই তিনি ক্যাপ্টেন্সি তুলে দিয়েছিলেন চেন্নাইয়ের তরুণ প্লেয়ার ঋতুরাজ গায়কোয়াডেই হাতে।

ক্যাপ্টেন হিসেবে নিজেকে মানিয়েও নিয়েছেন ঋতুরাজ, আগামীকাল সানরাইজ হায়দ্রাবাদের মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস (SRH vs CSK), যদিও ইতিহাস সাক্ষী আছে দুই দলের যখন মুখোমুখি হয় তখন বেশিরভাগ সময় বাজি মারতে দেখা গিয়েছে চেন্নাই সুপার কিংসকে। ১৯ বারের টক্করে চেন্নাই দল ১৪ বার সানরাইজার্স এর বিরুদ্ধে জয়লাভ করেছে। আগামীকাল ম্যাচটিতেও হায়দ্রাবাদের বিরুদ্ধে এই পরিসংখ্যান বজায় রাখতে চাইবে চেন্নাই, তবে আগামীকাল ম্যাচে চেন্নাই শিবিরে পাওয়া যাবেনা দলের প্রমুখ পেশার ও চলতি আইপিএলে পার্পেল ক্যাপ হোল্ডার মস্তাফিজুর রহমানকে। বর্তমানে তিনি বাংলাদেশে পাড়ি দিয়েছেন ভিসা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্যই।  আশা করা যায় খুব জলদি তিনি চেন্নাই শিবিরে আবার যোগ দেবেন।

আরও পড়ুন । IPL 2024: চলতি আইপিএলে বড় পরিবর্তন মুম্বই ইন্ডিয়ান্সে, হার্দিককে সরিয়ে আবার অধিনায়ক রোহিত শর্মা !!

SRH vs CSK, IPL 2024 MATCH 18, পিচ রিপোর্ট

Ipl 2024

আগামীকাল আইপিএলে (IPL 2024) ১৮ তম  ম্যাচটি শ্রী রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। মাঠটি ভারতের বাকি মাঠগুলি তুলনায় কিছুটা বড়, তবে এখানকার পিচ ব্যাটসম্যানদের কাছে ব্যাটিং স্বর্গ, গত ম্যাচে এখানেই মুম্বাই ইন্ডিয়ান্স এর বিরুদ্ধে ইতিহাস গড়েছিল সানরাইজার্স দল।  ২৭৭ রানের পাহাড় খাড়া করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স এর বিরুদ্ধে, যদিও জবাবে ২৫৬ রান বানিয়েছিল মুম্বাই। এই পরিস্থিতিতে এটা  স্পষ্ট যে, আগামীকাল ম্যাচে ব্যাটসম্যানদের থেকে হাই পার্সেন্টেজ শট দেখা যাবে।

SRH vs CSK, MATCH 18, আবহাওয়ার আপডেট

আগামীকাল ম্যাচের আবহাওয়ার দিকে তাকালে এটা স্পষ্ট যে দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে ৪১° সেলসিয়াস। রাত হওয়ার সাথে সাথে সেটি পরিণত হবে ২৭ ডিগ্রি সেলসিয়াসে। আগামীকাল ম্যাচের সময় ১১ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাতাস বইবে এবং ২২ শতাংশ আপেক্ষিক আদ্রতা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল ম্যাচে ক্যাপ্টেন দের প্রধান অস্ত্র হতে চলেছে তাদের ব্যাটিং বিভাগ। যে কারণে টস জয়ী অধিনায়ক আগামীকাল ম্যাচে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে পারেন।

SRH vs CSK, MATCH 18 চেন্নাই দলের সম্ভাব্যরূপ একাদশ

ipl 2024-csk-players-wives-and-girlfriends
Chennai Super kings | Image: Getty Images

ওপেনার – রচিন রবীন্দ্র, ঋতুরাজ গায়কওয়াড়

ব্যাটসম্যান – অজিঙ্কা রাহানে, শিবম দুবে, ড্যারিল মিচেল, সমীর রিজভি

ফিনিশার – এমএস ধোনি

অলরাউন্ডার – রবীন্দ্র জাদেজা

বোলার – দীপক চাহার, তুষার দেশপান্ডে, মাথিশা পাথিরানা

উইকেট কিপার – এমএস ধোনি

ইমপ্যাক্ট প্লেয়ার – শার্দুল ঠাকুর

চেন্নাই সুপার কিংস দলের সম্ভাব্য একাদশ

রচিন রবীন্দ্র, ঋতুরাজ গায়কওয়াড়, অজিঙ্কা রাহানে, শিবম দুবে, ড্যারিল মিচেল, সমীর রিজভি, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি, দীপক চাহার, তুষার দেশপান্ডে, মাথিশা পাথিরানা, শার্দুল ঠাকুর।

আরও পড়ুন । IPL 2024: “ক্রিকেটে ব্যাটিং-ই তো আসল…” দিল্লীর বিরুদ্ধে ম্যাচের সেরা হয়ে মস্করা সুনীল নারাইনের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *