ipl-2024-narine-wins-potm-in-dc-vs-kkr

IPL 2024: আইপিএলের (IPL) সপ্তদশতম মরসুমে অদম্য কলকাতা নাইট রাইডার্স। ইডেনে সানরাইজার্সকে হারিয়ে মরসুমের সূচনা করেছিলো কলকাতা। এরপর চিন্নাস্বামীর মাঠে বেঙ্গালুরুকে ধরাশায়ী করেছে তারা। আজ দিল্লী ক্যাপিটালসের দূর্গ দখল করলো বেগুনি-সোনালী বাহিনী। বিশাখাপত্তনমের মাঠে দাপুটে জয় ছিনিয়ে নিলেন শ্রেয়স আইয়ার, আন্দ্রে রাসেলরা। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নাইট ব্যাটাররা রীতিমত ঘূর্ণিঝড় বইয়ে দিলেন দিল্লী ক্যাপিটালস বোলিং-এর উপর। টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান কলকাতা যোগ করে আজ স্কোরবোর্ডে। পর্বতমসম লক্ষ্য অতিক্রম করা সম্ভব হয় নি দিল্লীর পক্ষে।

পাওয়ার-প্লে’তে অবিশ্বাস্য খেলেন সুনীল নারাইন। একটা সময় বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলতেন। বর্তমানে খেলছেন ওপেনিং ব্যাটার হিসেবে। বদলে যাওয়া নারাইনের সামনে নতজানু হলো দিল্লী। ৩৫ বলে ৮৫ রান করেন তিনি। তরুণ অনকৃষ রঘুবংশীও করেন ২৭ বলে ৫৪ রান। শেষবেলায় ঝড় তোলেন আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিং। ২০ ওভারে কলকাতা করে ২৭২ রান। তাড়া করতে নেমে কোনো মতেই নাইটদের বিরুদ্ধে এঁটে উঠতে পারলেন না দিল্লী ব্যাটাররা। ঋষভ পন্থ, ট্রিস্টান স্টাবসের জোড়া অর্ধশতক সত্ত্বেও কলকাতা জিতলো ১০৬ রানের বিশাল ব্যবধানে। দুরন্ত ব্যাটিং-এর পর কার্যকরী বোলিং-ও করেন নারাইন। আজকের ম্যাচের সেরা তিনিই।

Read More: IPL 2024, DC vs KKR, Match Highlights: কলকাতার রানের পাহাড়ে চাপা পড়লো দিল্লী, টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট তালিকার মগডালে নাইট রাইডার্স !!

দলগত প্রচেষ্টার ফলেই জয়, বলছেন নারাইন-

Sunil Narine | IPL 2024 | Image: Getty Images
Sunil Narine | IPL 2024 | Image: Getty Images

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালক হর্ষ ভোগলে প্রথমেই তাঁকে জিজ্ঞেস করেন বিস্ময় স্পিনার থেকে আগ্রাসী ব্যাটার হয়ে ওঠার রহস্য। উত্তরে হাসি মুখে নারাইন জানান, “ক্রিকেটে ব্যাটিং’ই তো আসল। তাই ব্যাট হাতে অবদান রাখতে পারাটা তৃপ্তির। কিন্তু আমি বোলিং-ও উপভোগ করি।” আইএলটি-২০তে কেলেআরের মালিকানাধীন আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে লোয়ার অর্ডারে খেলতেন কেন? হর্ষের প্রশ্নের উত্তরে নারাইন বলেন, “ওখানে আমাদের যথেষ্ট ব্যাটার ছিলো। ওপেনিং করার প্রয়োজন পড়ে নি। দিনের শেষে দলের যেটা প্রয়োজন সেটাই করতে হয়।”

এর আগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে যখন ওপেন করতেন কয়েক মরসুম আগে, তখন তাঁর সাথে দেখা যেত অস্ট্রেলিয়ার ক্রিস লিন’কে। চলতি মরসুমে সাথে থাকছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার ফিল সল্ট। তাঁর সাথে খেলার অভিজ্ঞতা যে মধুর, তাও জানিয়েছেন ক্যারিবিয়ান তারকা। বলেন, “ওর সাথে খেলতে ভালো লাগে কারণ ও আমার উপর থেকে চাপ সরিয়ে নেয়।” সাফল্যের কারণ বিশ্লেষণ করতে গিয়ে বলেন, “এই (ব্যাটিং সহায়ক) উইকেটেও আমরা ভালো বোলিং করেছি। নিখুঁত জায়গায় বল রেখেছি।” সাক্ষাৎকার শেষের আগে নারাইনের উক্তি, “এই জয় দলগত প্রচেষ্টার ফসল।”

Also Read: IPL 2024: “একচ্ছত্র আধিপত্য কলকাতার…” দিল্লীকে উড়িয়ে দিলেন নাইট’রা, বিশাখাপত্তনমের বাদশাহদের কুর্নিশ নেটজনতার !!

 

 

 

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *