IPL 2024, LSG vs DC MATCH 26: দ্রুত উইকেট হারিয়েও দুরন্ত কামব্যাক করলো LSG, ম্যাচ জিততে দিল্লিকে করতে হবে ১৬৮ !! 1

জমে উঠেছে নর্থ ইন্ডিয়ান ডার্বি, আজকের ম্যাচে মুখোমুখি হয়েছে লখনৌ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালস (LSG vs DC)। আইপিএলের (IPL 2024) ২৬ তম মহা ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন লখনৌ সুপার জায়ান্টস দলের অধিনায়ক কেএল রাহুল (KL Rahul)। দলের দুই ওপেনার পাওয়ার প্লের বেশ ফায়দা তুললেও পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ফেলে লখনৌ। ১৩ বলে ৪টি চারের বিনিময়ে ১৯ রান বানান কুইন্টন ডি কক। ৬ বলে ৩ রান বানিয়ে আবার একবার ফ্লপ প্রমাণিত হলেন দেবদত্ত পাডিকাল।

১৬৭ রানে শেষ হলো লখনৌএর ব্যাটিং

Lsg vs dc,ipl 2024
LSG vs DC | Image: Getty Images

ক্যাপ্টেন রাহুল (KL Rahul) ২২ বলে ৩৯ রানের দ্রুত নক খেলেন। তবে বাঁকি ব্যাটসম্যানরা সম্পূর্ণরূপে ফ্লপ প্রমাণিত হয়। ১০ বলে ৮ বানান স্টয়নিস (Marcus Stoinis), নিকোলাস পুরান (Nicholas Pooran) আজকে প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরেন। ১৩ বলে ১০ রান বানান দীপক হুডা (Deepak Hooda) এবং ৪ বলে ৩ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় ক্রুনাল পান্ডিয়াকে।

যদিও, দলদর হয়ে দুরন্ত ফিনিশিং করেন আয়ুশ বাদানি (Ayush Badani)। লখনৌএর হয়ে ৩৫ বলে ৫টি চার ও ১টি ছক্কার বিনিময়ে ৫৫ রান বনাম আয়ুশ বাদানি এবং তাকে সঙ্গ দেন আরশাদ খান। ১৬ বলে ২ চারের বিনিময়ে ২০ রান বানাতে সক্ষম হন তিনি এবং লখনৌ দল ২০ ওভারে পৌঁছে গেল ১৬৭ রানে।

আরও পড়ুন | IPL 2024: KL রাহুল বা ঋষভ পন্থ নয়, এই উইকেটরক্ষককে বিশ্বকাপের দলে নেবেন রোহিত শর্মা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *